Wednesday, November 28, 2018

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি

https://youtu.be/c8XVFeEGO-M
 ১। জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয়?
উত্তরঃ ১৫ নভেম্বর।
২। রেলের স্লিপার তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়?
উত্তরঃ গর্জন।
৩। ‘সাতছড়ি’ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ হবিগঞ্জ।
৪। ‘সাংলান’ কোন উপজাতি সম্প্রদায়ের ধর্মীয় উত্সব?
উত্তরঃ খিয়াং।
৫। বাংলাদেশ মূল্য সংযোজন আইন জাতীয় সংসদে কোন সালে পাশ হয়?
উত্তরঃ ৯ জুলাই, ১৯৯১।
৬। বর্তমানে বাংলাদেশে প্রতিবর্গ কিলোমিটারে কতজন লোপ বসবাস করে?
উত্তরঃ ১০৭৭ জন।
৭। বাংলাদেশের রপ্তানি আয়ে রেডিমেট গার্মেন্টস এর অংশ কত?
উত্তরঃ প্রায় ৮১ %।
৮। বাংলাদেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন হয় কবে?
উত্তরঃ ২৮ ডিসেম্বর, ২০১৬।
৯।বাংলাদেশে স্বাধীনতা দিবস পুরস্কার কবে থেকে প্রচলিত হয়?
উত্তরঃ ১৯৭৭ সাল থেকে।
১০। বিটিভি ওয়ার্ল্ড কবে থেকে সম্প্রচার শুরু করে?
উত্তরঃ ১১ এপ্রিল, ২০০৪।
১১। বাংলার কোন নগরী মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
উত্তরঃ সোনারগাঁও।
১২। ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার হয় কবে?
উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধে।
১৩। মেজর মীর শওকত আলী কত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন?
উত্তরঃ ৫ নং।
১৪। খরিপ শস্য বলতে বোঝায় কী?
উত্তরঃ গ্রীষ্মকালীন ফসলকে।
১৫। ‘NIPORT’ কোথায় অবস্থিত?
উত্তরঃ আজিমপুর, ঢাকা।
১৬। PRSP-1 এর মেয়াদ কত?
উত্তরঃ জুলাই, ২০০৫ থেকে জুন ২০০৮।
১৭। সিকিমের পর্বত থেকে বাংলাদেশে কোন নদী পৌছেছে?
উত্তরঃ করতোয়া।
১৮। বাংলাদেশে ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?
উত্তরঃ ৩৪টি।
১৯। গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ, ২০০৮ কবে জারি করা হয়?
উত্তরঃ ১৯ আগস্ট, ২০০৮।
২০। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
উত্তরঃ লস এঞ্জেলস।
২১। অধরা কণার অস্তিত্ব আবিষ্কারে নেতৃত্ব প্রদানকারী বাঙ্গালি বিজ্ঞানীর নাম কী?
উত্তরঃ এম জাহিদ হাসান।
২২। বাংলাদেশে আয়কর দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৩০ নভেম্বর।
২৩। পাখি ছাড়া ‘ময়না’ কিসের নাম?
উত্তরঃ উন্নত জাতের ধানের নাম।
২৪। বন্যপ্রাণীর অভয়ারণ্য ‘রেমা কেলেঙ্গা’ কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ হবিগঞ্জ।
২৫। বাংলাদেশের সবচেয়ে উঁচু জনবসতি কোথায়?
উত্তরঃ পাসিং পাড়া।
২৬। বাংলাদেশে ফর্মালিন নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয়?
উত্তরঃ ৫ এপ্রিল, ২০১৫।
২৭। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে কোন দেশ থেকে?
উত্তরঃ ভারত।
২৮। বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে কোন ব্যাংক?
উত্তরঃ জনতা ব্যাংক।
২৯। ট্রেজারি বেইঞ্চ বলা হয়-
উত্তরঃ সংষদ কক্ষের সামনের দিকের আসনগুলোকে।
৩০। সর্বশেষ তত্ত্বাবধায়রক সরকার দায়িত্ব গ্রহণ করেন কবে?
উত্তরঃ ১১ জানুয়ারী, ২০০৭।
৩১। ১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু গোপালগঞ্জ আসনে কোন মুসলিম লীগ নেতাকে পরাজিত করে বিজয়ী হন?
উত্তরঃ ওয়াহিদুজ্জামান।
৩২। বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি?
উত্তরঃ এটিএন বাংলা।
৩৩। জাহানাবাদ সেনাবাস কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ খুলনা।
৩৪। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে প্রতম জয়লাভ করে কত তম টেস্টে?
উত্তরঃ ৩৫তম টেস্টে।
৩৫। If there is no opposition, there is no democracy. উক্তিটি করেছিলেন কে?
উত্তরঃ আইভর জেনিংস।
৩৬। যুক্তরাষ্ট্র নিউমেক্সিকোতে প্রথম আনবিক বোমার বিস্ফোরণ ঘটায় কবে?
উত্তরঃ ১৬ জুলাই, ১৯৪৫।
৩৭। কোন বীরশ্রষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে?
উত্তরঃ বীরশ্রষ্ঠ হামিদুর রহমান।
৩৮। সরকার ঘোষিত প্রথম মত্স্য অভয়াশ্রম কোথায়?
উত্তরঃ হাইল হাওড়।
৩৯। বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর নাম কী?
উত্তরঃ অপ্সরা।
৪০। বাংলাদেশে কতটি জেলায় উপজাতীদের বসবাস রয়েছে?
উত্তরঃ ১৪ টি জেলায়।
৪১। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ শাখা কোনটি ?
উত্তরঃ ময়মনসিংহ।
৪২। আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনাল কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২৫ মার্চ, ২০১০।
৪৩। দেশের কোন জেলাটিতে ‘ডিজিটাল জেলা’ হিসেবে প্রথম তথ্যপ্রযুক্তি
ভিত্তিক বিভিন্ন সেবা চালু হয়েছে?
উত্তরঃ যশোর।
৪৪। বাংলাদেশের প্রথম বেসরকারী বিমান সংস্থার নাম কী?
উত্তরঃ অ্যারো বেঙ্গল এয়ারলাইন্স।
৪৫। আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট কোথায়?
উত্তরঃ ঢাকার সেগুনবাগিচায়।
৪৬। বাংলাদেশ বিমানবাহিনীর পদবী কী?
উত্তরঃ চীফ অব এয়ার স্টাফ।
৪৭। ওয়ারী বাটেশ্বরের প্রত্নাবশেষ কোন সময়কার?
উত্তরঃ ৪০০ খ্রিষ্ট পূর্ব।
৪৮। মধুপুর বনকে কী ধরণের বন বলা হয়?
উত্তরঃ পত্রঝরা।
৪৯। ডি-ম্যাট কী?
উত্তরঃ শেয়ার লেনদেনের ইলেক্ট্রনিক প্রক্রিয়া।
৫০। অর্থমন্ত্রণালয়ের কোন বিভাগ অর্থনৈতিক সমীক্ষা প্রণয়নের দায়িত্ব পালন করে?
উত্তরঃ অর্থবিভাগ।
৫১। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৩ সালে।
৫২। বিখ্যাত ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালেদ মৃত্যুবরণ করেন কবে?
উত্তরঃ ২০ মে, ২০১৭।
৫৩। জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ লাইঞ্জ উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ১৭ মার্চ, ২০১৫ সালে।
৫৪। প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৭৩ সালে।
৫৫। ‘শাক্যমুনি’ বৌদ্ধবিহার কোথায় অবস্থিত?
উত্তরঃ মিরপুর, ঢাকা।
৫৬। বর্তমানে বাংলাদেশে ঘোষিত স্থলবন্দর কতটি?
উত্তরঃ ২৩ টি।
৫৭। ভাষা মতিন নামে খ্যাত ভাষা সৈনিক আব্দুল মতিন মৃত্যুবরণ করেন কবে?
উত্তরঃ ৮ অক্টোবর, ২০১৪।
৫৮। অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটি?
উত্তরঃ জানুয়ারি।
৫৯। কোন কমিশনের রিপোর্টে বাংলাদেশের জমিদারী প্রথা বিলোপের সুপারিশ করা হয়?
উত্তরঃ ফ্লাউড কমিশন।
৬০। অর্থনৈতিক সমীক্ষা- ২০১৭ অনুসারে বাংলাদেশে স্থূল জন্মহার (প্রতি হাজারে) কত?
উত্তরঃ ১৮.৮ জন।
৬১। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপিত হয় কবে?
উত্তরঃ ১৯৯৭ সালে।
৬২। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে গঠিত হয়?
উত্তরঃ ১৯৭২ সালে।
৬৩। বাংলাদেশ কবে এসক্যাপের সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭৩ সালে।
৬৪। প্রথম বাংলাদেশী হিসেবে কে সেভেন সামিট জয় করেন?
উত্তরঃ ওয়াসফিয়া নাজরীন।
৬৫। বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণ করেন কোন সংস্থাটি?
উত্তরঃ বিডিএফ।
৬৬। জাতীয় সংসদে বেসরকারি দিবস কি বার?
উত্তরঃ বৃহস্পতিবার।
৬৭। জাতীয় সংসদের প্রতীক কী?
উত্তরঃ শাপলা।
৬৮। সাংবাদিকতায়- ২০১৭ সালে একুশে পদক লাভ করেন কে?
উত্তরঃ আবুল মোমেন ও স্বদেশ রায়।
৬৯। বাংলাদেশ কর্তৃক মহাশুন্যে যে স্যাটেলাইট প্রেরণের সিদ্ধান্ত নেয়
হয়েছে তার নাম কী?
উত্তরঃ বঙ্গবন্ধু- ১।
৭০। চুনাপাথর পরিবর্তন হয়ে কী হয় ?
উত্তরঃ মার্বেল।
৭১। বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়?
উত্তরঃ ১৯৫৫ সালে।
৭২। দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ শামসুদ্দিন ইলতুতমিশ
৭৩। ভারত বিভক্তির সময় ইংল্যাণ্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ এটলি।
৭৪। বাংলাদেশের কোন হাওড়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত?
উত্তরঃ ট্যাঙ্গুয়ার হাওড়।
৭৫। আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার -২০১৬ নির্বাচিত হন কে?
উত্তরঃ মোস্তাফিজুর রহমান।
৭৬। ট্রাইবাল কালচারাল একাডেমী কোথায় অবস্থিত?
উত্তরঃ নেত্রকোণা।
৭৭। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সাপটা চুক্তি অনুমোদন করে কবে?
উত্তরঃ ডিসেম্বর, ১৯৯৫।
৭৮। বাংলাদেশে গৃহীত একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত?
উত্তরঃ ১৯৭৮-১৯৮০।
৭৯। গণপরিষদ আদেশ জারি হয় কবে?
উত্তরঃ ২৩ মার্চ, ১৯৭২।
৮০। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য কোনটি?
উত্তরঃ জাগ্রত চৌরঙ্গী।
৮১। খাসিয়া উপজাতিদের পরিবার-
উত্তরঃ মাতৃতান্ত্রিক।
৮২। বাংলাদেশে জিডিপির খাত কতটি?
উত্তরঃ ১৫ টি।
৮৩। বাংলাদেশের একমাত্র তাত প্রশিক্ষণ ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ নরসিংদী।
৮৪। বাংলাদেশে ‘বিশেষ ক্ষমতা আইন’ কত সালে পাশ হয়?
উত্তরঃ ১৯৭৪ সালে।
৮৫। ঢাকা সিটি কর্পোরেশন কবে দুই ভাগে বিভক্ত করা হয়?
উত্তরঃ ২৯ নভেম্বর, ২০১১।
৮৬। বাংলাদেশে কোন বিভাগে কোন উপজাতি নাই ?
উত্তরঃ খুলনা।
৮৭। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে?
উত্তরঃ লর্ড ওয়েলেসলি।
৮৮। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একজন বিখ্যাত বাঙ্গালি দার্শনিক শহীদ
হয়েছেন, তার নাম কী?
উত্তরঃ জি সি দেব।
৮৯। বাংলাদেশে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয় কবে?
উত্তরঃ ১৯৮৫ সালে।
৯০। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে কতটিতে রাষ্ট্রীয় বনভূমি নাই?
উত্তরঃ ২৮টিতে।
৯১। সর্বশেষ ‘বাঘ গণনা জরিপ-২০১৫’ অনুসারে বাংলাদেশে বাঘের সংখ্যা কত?
উত্তরঃ ১০৬টি।
৯২। অর্থনৈতিক সমীক্ষা – ২০১৭ অনুসারে মাথাপিছু জিডিপি কত?
উত্তরঃ ১২০৯১৩ টাকা।
৯৩। প্রাইভেটাইজেশন বোর্ড কবে গঠিত হয় ?
উত্তরঃ ১৯৯৩ সালে।
৯৪। বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় কবে?
উত্তরঃ ১৯৭৪ সালে।
৯৫। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৯২ সালে।
৯৬। পঞ্চম আদমশুমারীর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার
বেশি কোন বিভাগে?
উত্তরঃ সিলেট।
৯৭। বাংলাদেশের ইপিজেডগুলোতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশ?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া।
৯৮। উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করা হয় কত সালে?
উত্তরঃ ১৮৬১ সালে।
৯৯। ২০১৬-১৭ অর্থবছরে যুক্তরাষ্ট্রের পর কোন দেশে রপ্তানি বেশী হয়?
উত্তরঃ জার্মানি।
১০০। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম চালু করে কোন দেশ?
উত্তরঃ মালয়েশিয়া।
১০১। পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন-২০১৪ পাশ হয় কত তারিখে?
উত্তরঃ ২৩ নভেম্বর।
১০২। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো নিয়োগ
পাওয়া নারী উপাচার্য কে?
উত্তরঃ অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
১০৩। ‘বীরের প্রত্যাবর্তন ভাস্কর্যটির ভাস্কর কে?
উত্তরঃ সুদীপ্ত রায়।
১০৪। ফিলিপাইনের মুদ্রার নাম কী?
উত্তরঃ পেসো।
১০৫। বিশ্ব শুল্ক সংস্থা (WCO) এর বর্তমান সদস্য কত?
উত্তরঃ ১৮২টি।
১০৬। সম্প্রতি বিজ্ঞানীরা কবে মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তের যুগান্তকারী ঘোষণা দেন?
উত্তরঃ ১১ ফেব্রুয়ারি, ২০১৬ খ্রিষ্টাব্দে।
১০৭। শহীদ শামসুজ্জোহা ছিলেন একজন-
উত্তরঃ শিক্ষক।
১০৮। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কোন দেশগুলো বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
উত্তরঃ কুয়েত।
১০৯। পঞ্চম আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী খ্রিষ্টান জনসংখ্যার
শতকরা হার কত?
উত্তরঃ ০.৩%।
১১০। ত্রিপুরা উপজাতিদের ভাষার নাম কি?
উত্তরঃ কক বরক।
১১১। বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি শুরু করে কত সালে?
উত্তরঃ ১৯৭৮ সালে।
১১২। বাংলাদেশ উন্নয়ন ফোরামের নিয়মিত বৈঠক পূর্বে কোথায় হত?
উত্তরঃ ফ্রান্স।
১১৩। বাংলাদেশ ব্যাংকের পূর্বনাম কি?
উত্তরঃ এস্টেট ব্যাংক অফ পাকিস্তান।
১১৪। ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস কত?
উত্তরঃ ৩২৯/৬
১১৫। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে সুপ্রীম কোর্টের আসন সম্পর্কে বলা হয়েছে?
উত্তরঃ ১০০ নং অনুচ্ছেদে।
১১৬। ২১ মার্চ, ২০১৫ বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে যুক্ত হয়—
উত্তরঃ নিউমোনিয়া টিকা।
১১৭। 'লাউয়া ছড়া' জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মৌলভীবাজার।
১১৮। বর্তমানে বাংলাদেশে মহিলা (১৫-৪৯ বছর) প্রতি উর্বরতা হার কত?
উত্তরঃ ২.১০
১১৯। বিশ্বের মেগাসিটির তালিকায় বাংলাদেশ প্রথম অন্তর্ভূক্ত হয় কবে?
উত্তরঃ ১৯৮০ সালে।
১২০। রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা শুরু হয় কবে?
উত্তরঃ সত্তরের দশকের শেষে এবং আশির দশকের শুরুতে।
১২১। বাংলাদেশের পোশাক শিল্প কোটামুক্ত বিশ্ব বাজারে প্রবেশ করে কবে?
উত্তরঃ ২০০৫ সালে।
১২২। বাংলাদেশ কৃষি ব্যাংকের যাত্রা শুরু হয় কবে?
উ্ত্তরঃ ১৯৭৩ সালে।
১২৩। বাংলাদেশে উপ-রাষ্ট্রীয় পদ বিলুপ্ত করা হয় কোন সংশোধনী দ্বারা?
উত্তরঃ দ্বাদশ সংশোধনী।
১২৪। ‘প্রশাসনিক ও সেবা কাঠামো পুনর্গঠন কমিটি’ গঠিত হয় –
উত্তরঃ ১৯৭২ সালে।
১২৫। 'ক্যাকটাস ভাস্কর্য 'কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়।
১২৬। পঞ্চম আদমশুমারী অনুযায়ী সর্বাধিক ঘনবসতিপূর্ণ জেলা ঢাকায় প্রতি
বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে?
উত্তরঃ ৮২২৯ জন।
১২৭। ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো উপজাতি গোষ্ঠির প্রকৃত নাম কি?
উত্তরঃ মান্দি।
১২৮। বাংলদেশ পরিকল্পনা কমিশন কোথায় অবস্থিত?
উত্তরঃ আগারগাঁও, ঢাকা।
১২৯। ‘বঙ্গবন্ধু স্মৃতিভবন’ কোথায় অবস্থিত?
উত্তরঃ কলকাতা।
১৩০। দেশের প্রথম কয়লা শোধনাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।
১৩১। ঢাকা Detailed Area Plan (DAP) এর আয়তন কত?
উত্তরঃ ১৫২৮ কিলোমিটার।
১৩২। বাংলাদেশে সর্বপ্রথম রেললাইন প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৮৬২ সালে।
১৩৩। বাংলাদেশ বেতারের সদর দপ্তর ঢাকার কোথায় অবস্থিত?
উত্তরঃ শাহবাগ।
১৩৪। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে?
উত্তরঃ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
১৩৫। রাজা দেবী সিংহের অত্যাচারমূলক রাজনীতির প্রতিবাদে ‘রংপুর বিদ্রোহ’
কত সালে সংগঠিত হয়?
উত্তরঃ ১৭৮৩ সালে।
১৩৬। পরিব্রাজক ফা হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
১৩৭। বাংলাদেশে জাতীয় বৃক্ষরোপণ অভিযান শুরু হয় কবে?
উত্তরঃ ১৯৭২ সালে।
১৩৮। বাংলাদেশ চিকনগুনিয়া প্রথম শনাক্ত করা হয় কত সালে?
উত্তরঃ ২০০৮ সালে।
১৩৯। পঞ্চম আদমশুমারির রিপোর্ট অনুযায়ী কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার
সবচেয়ে কম?
উত্তরঃ বাগেরহাট।
১৪০। বাংলাদেশে কত শতাংশ জনগন ভূমিহীন?
উত্তরঃ ৩৫.৪ শতাংশ।
১৪১। বাংলাদেশে বসবাসকারী বৈষ্ণব ধর্মে বিশ্বাসী উপজাতি হচ্ছে –
উত্তরঃ মণিপুরী।
১৪২। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন সংস্থার সহায়তায় দারিদ্র্য
মানচিত্র তৈরী করেছে?
উত্তরঃ World Bank & WFP.
১৪৩। বাংলাদেশের একমাত্র রেয়ন মিলটি কোথায় অবস্থিত?
উত্তরঃ রাঙ্গামাটিরা চন্দ্রঘোনায়।
১৪৪। বাংলাদেশের প্রথম বিরাষ্ট্রীয়করণকৃত ব্যাংক কোনটি ?
উত্তরঃ উত্তরা ব্যাংক।
১৪৫। বাংলাদেশ কোন সালে নিজ দেশে সমুদ্রসীমা সংক্রান্ত আইন প্রণয়ন করেছে?
উত্তরঃ ১৯৭৪ সালে।
১৪৬। ‘ডেমোক্র্যাসি ওয়াচ’ কি ধরণের সংগঠন?
উত্তরঃ নির্বাচন পর্যবেক্ষন সংস্থা।
১৪৭। বাংলাদেশের সর্বশেষ (তৃতীয়) গণভোট অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর, ১৯৯১ সালে।
১৪৮। বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কবে?
উত্তরঃ ১ জানুয়ারি, ১৯৭৬ সালে।
১৪৯। ‘প্রদোষে প্রাকৃতজন’ বইটির লেখক কে?
উত্তরঃ শতকত আলী।
Fish
Previous Post
Next Post
Related Posts

0 মন্তব্য(গুলি):