Saturday, December 1, 2018

বাংলা বর্ণমালা রিলেটেড প্রশ্ন

প্রশ্ন : বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ উত্তর : ১১টি (হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জণবর্ণ_
উত্তর : ৩৯টি (প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪টি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্ত বর্ণ আছে_
উত্তর : ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে_
উত্তর : ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে_
উত্তর : ১০টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ৪টি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ_
উত্তর : ১০টি ('অ' ছাড়া)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় ফলা আছে এমন
ব্যঞ্জণবর্ণ_
উত্তর : ৫টি (ম, ন, ব, য, র)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি
আছে_
উত্তর : ২৫টি (ক থেকে ম পর্যন্ত)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় কণ্ঠ/জিহ্বামূলীয় ধ্বনি
আছে_
উত্তর: ৫টি ('ক' বর্গীয় ধ্বনি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি আছে_
উত্তর : ৮টি ('চ' বর্গীয় ধ্বনি + শ, য, য়)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চাৎ দন্তমূলীয়
ধ্বনি আছে_
উত্তর : ৯টি ('ট' বর্গীয় ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি আছে_
উত্তর : ৭টি ('ত' বর্গীয় ধ্বনি + স, ল)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি আছে_
উত্তর : ৫টি ('প' বর্গীয় ধ্বনি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে_
উত্তর : ১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ,
ষ, স)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি কয়টি?
উত্তর : ১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)

 Fish

Previous Post
Next Post
Related Posts

0 মন্তব্য(গুলি):