Monday, December 17, 2018

Bangladesh At A Glance
Official Name : People's Republic of Bangladesh.
Capital : Dhaka
Commercial Capital : Chottogram
Location : Southern Asia, bordering the Bay of Bengal, between Myanmar and India.
Geographical line crossed over Bangladesh : The tropic of Cancer.
Local Time : Greenwich time +6 hours.
Area : Total 1,47,570 Square KM (56977 square mile)
Land : 130,168 square KM
Water : 13, 830 Square KM
Boundaries : Total Boundary 5138 Kilometers
Land Boundary : 4427 Kilometers
Coastline : 771 Kilometers
Border Countries : Myanmar 271 Kilometers, India 4156 kilometers
Bordering Line :In the East of Bangladesh is Assam, Tripura and Myanmar. In the North of Bangladesh is West Bengal and Meghaloya. In the West of Bangladesh is the West Bengal of India and in the South of Bangladesh is the Bay of Bengal.
Maritime Claims :
Territorial Sea 12 Notical  Miles
Contiguous zone :18 Notical Miles
Exclusive economic zone : 200 Notical miles or 370.40 kilometers
Contenental shelf : Up to the outer limits of the continental margin.
Climate Duration : Here current weather is tropical, Winter season is in October to March, Summer season is in March to June, Rainy season is in June to October.
Elevation extremes : The highest point of Bangladesh is Tajindong that is called Vijoy and its 1,231 meters. And the lowest point of Bangladesh is Indian Ocean and its 0 meter.
Natural Resources are the natural gas, arable land, timber coal.
The usable land of Bangladesh is 55.39% permanent crops area is 3.08%. and other 41.53 % (2005). In Bangladesh Irrigated Land area is 47,250 square kilometers as (2003)
Total renewable water resources : 1, 210.6 cu Kilometer (1999)
Freshwater withdrawal (domestic/industrial/ agricultural) Total 79.4 cu kilometers/yr(3%/1%/96%) Per captia 560 cu m/yr (2000)
Bangladesh has a large population. Now its current population is 167,166,299 (2018)
Bangladesh
has a population density of 1,115.62 people per square kilometer,(2,889.45/square mile).
Age Structure of Bangladesh : 
 0-4 years 27.76% (male 22,283,780/ female 21,521,977)
15-24 years : 19.36% (Male 15,309,543/ female 15,241,971)
25-54 years : 39.73% (male 30, 094, 014 / female 32,614,286)
55-64 years : 6.93% (male 5,405,900 / female 5,527,330)
65 years and over : 6.23% (male 4,666,033/female 5,161,744) (2017 est)
Now the median age in Bangladesh is 26.0 years.
 

Sunday, December 2, 2018

সংবিধানের সংখ্যাসমূহ


১. মোট ভাগ - ১১টি
২.মোট অনুচ্ছেদ -১৫৩ টি
৩.মোট তফসিল -৭ টি
৪.মূলনীতি - ৪ টি
৫.সংবিধান রচনা কমিটির সদস্য -৩৪ জন
৬.সংরক্ষিত মহিলা আসন -৫০ টি
৭.সংবিধান সংশোধন -২/৩ অংশ ভোট
৮.রাষ্ট্রপতির অভিশংসন -২/৩ অংশ ভোট
৯.এক ব্যক্তি রাষ্ট্রপতি নিয়োগ হবেন -২ বার।
১০.রাষ্ট্রপতির বয়স -৩৫ বছর
১১.প্রধানমন্ত্রীর বয়স -২৫ বছর
১২.সংসদ সদস্যের বয়স - ২৫ বছর
১৩.শিশুশ্রম নিষিদ্ধ - ১৪ বছরের নিচে
১৪.প্রধান বিচারপতির অবসরসীমা -৬৭ বছর
১৫.পিএসসি চেয়ারম্যানের অবসরসীমা -৬৫
১৬.মহাহিসাব নিরীক্ষকের অবসর সীমা -৬৫ বছর
১৭.সংসদ অধিবেশন বিরতি - ৬০ দিন
১৮.সংসদ নির্বাচন -৯০ দিন
১৯.সাধারণ নির্বাচনের পর সংসদ অধিবেশন আহ্বান -৩০ দিন
২০.অধ্যাদেশ কার্যকর - ৩০ দিন


বর্তমানে বাংলাদেশের অবস্থান

1) পাট রপ্তানিতে -- ১ম ।
2) পাট উৎপাদনে -- ২য় । (১ম ভারত)
3) মোবাইল ব্যাংকিং এ -- দ্বিতীয় (১ম কেনিয়া)।
4) জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায়– তৃতীয়।
5) সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বৈশ্বিক শান্তিসূচকে --৩য়।
6) ধান উত্পাদনে --চতুর্থ। (১ম চীন)
7) আয়তনে সার্ক দেশগুলোর মধ্যে --চতুর্থ।(১ম ভারত)
8) জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে – চতুর্থ (১ম ইন্দোনেশিয়া)।
9) দরিদ্র মানুষের সংখ্যায় বিশ্বে --চতুর্থ।(১ম ভারত)
10) চা উৎপাদনে ---চতুর্থ। (১ম চীন)
11) মাছ উৎপাদনে বিশ্বে --চতুর্থ।
12) জনসংখ্যার দিক থেকে এশিয়ার – পঞ্চম।
13) আলু উৎপাদনে– ৮ম।
14) জনসংখ্যার দিক থেকে বিশ্বে– ৮ম।
15) ভঙ্গুর রাষ্ট্রের তালিকায় --৩২ তম।
16) বিশ্বে ক্ষুধাপীড়িত দেশের মধ্যে—৫৭তম।
17) বিশ্ব ইন্টারনেট সূচকে --৬৩তম।
18) বৈশ্বিক শান্তিসূচকে ---৮৪তম।
19) বৈশ্বিক সক্ষমতা সূচকে ---১০৯তম।
20) ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে ---১৪৮তম।

মজার মজার ভিডিও দেখুন এখানে

মানব শরীর নিয়ে কিছু প্রশ্ন

কোন প্রাণী জীবনে একবারও পানি পান করে না। → ক্যাঙ্গারুর্যাট।
.
কোন পশু শব্দ করতে পারেনা
→জিরাফ।
.
গরুর গড় আয়ু প্রায়→ ১২ বছর।
.
বানরের পা থাকে→ ৪টি।–[৬]
.
মাকরোসার পা থাকে
→ ৮টি।
.
একটি রানী মৌমাছি
→ ১০০০ বার
ডিম পাড়ে।
.
যে স্তন্যপায়ী জীব ডিম দেয়
→প্লাটিপাস।
.
যে প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে
→ কচ্ছপ। 
মজার মজার ভিডিও দেখুন এখানে
.
সর্ববৃহৎ সামুদ্রিক পাখি
→অ্যালব্যাট্রোস।
.
যে পাখি উড়তে অক্ষম
→ কিউই,পেঙ্গুইন।
.
সাপ শুনতে পায়
→ জিহবারসাহায্যে।
.
সবচেয়ে লম্বা সাপ কোনটি
→আনাকোন্ডা।
.
মুক্তা হল ঝিনুকের
→প্রদাহের ফল।
.

পূর্ণ বয়স্ক মানুষের নাড়ীর স্পন্দন প্রতি মিনিটে প্রায়
→৭২ বার।
.
মানুষের মস্তিস্কের ওজন
→১.৩৬কেজি।

কৃষি বিষয়ক কিছু সংস্থার অবস্থান

1. বাংলাদেশ রাবার বোর্ড - 
চান্দগাঁও, চট্টগ্রাম।
 
2. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট -
জয়দেবপুর, গাজীপুর।
 
3. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট -
জয়দেবপুর, গাজীপুর।


4. তৈলবীজ গবেষণা কেন্দ্র - 

জয়দেবপুর, গাজীপুর।

5. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট -

 মানিক মিয়া এভিনিউ, ঢাকা।

6. বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট -
সাভার, ঢাকা।


7. বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট - ঈশ্বরদী,
পাবনা।


8. বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র - ঈশ্বরদী,
পাবনা।


9. বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট - শ্রীমঙ্গল,
মৌলভীবাজার।


10. বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ
ইনস্টিটিউট - রাজশাহী।

সাধারণ জ্ঞান - বাংলাদেশ ও আন্তর্জাতিক

প্রশ্ন : ২১ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : শহীদ দিবস।
প্রশ্ন : ২৬ মার্চ কী দিবস?
উত্তর : স্বাধীনতা দিবস।
প্রশ্ন : ১৫ আগস্ট কী দিবস?
উত্তর : জাতীয় শোক দিবস।
প্রশ্ন : ২১ নভেম্বর কী দিবস?
উত্তর : সশস্র বাহিনী দিবস।
প্রশ্ন : ১৪ ডিসেম্বর কী দিবস?
উত্তর : শহীদ বুদ্ধিজীবী দিবস।
প্রশ্ন : ১৬ ডিসেম্বর কী দিবস?
উত্তর : বিজয় দিবস।
প্রশ্ন : ১০ জানুয়ারি কী দিবস?
উত্তর : বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস।
প্রশ্ন : ২৮ জানুয়ারি কী দিবস?
উত্তর : সলঙ্গা দিবস।
প্রশ্ন : ০২ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : জনসংখ্যা দিবস।
প্রশ্ন : ২২ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দিবস।
প্রশ্ন : ২৮ ফেব্রুয়ারি কী দিবস?

উত্তর : ডায়াবেটিক দিবস।
প্রশ্ন : ১৫ মার্চ কী দিবস?
উত্তর : রাষ্ট্রভাষা দিবস।
প্রশ্ন : ২২ অক্টোবর কী দিবস?
উত্তর : নিরাপদ সড়ক দিবস।
প্রশ্ন : ২৪ এপ্রিল কী দিবস?
উত্তর : খাপড়া ওয়ার্ড দিবস।
প্রশ্ন : ২৮ মে কী দিবস?
উত্তর : নিরাপদ মাতৃত্ব দিবস।
প্রশ্ন : ৩০ মে কী দিবস?
উত্তর : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত দিবস।
প্রশ্ন : ০৭ জুন কী দিবস?
উত্তর : ছয় দফা দিবস।
প্রশ্ন : ২৩ জুন কী দিবস?
উত্তর : পলাশী দিবস।
প্রশ্ন : ০৭ নভেম্বর কী দিবস?
উত্তর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
প্রশ্ন : ১৬ অক্টোবর কী দিবস?
উত্তর : বঙ্গভঙ্গ দিবস

এস এস সি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারী


 ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি।

আজ বৃহস্পতিবার এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার এই সময়সূচি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সময় সূচিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।
সাধারণত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু আগামী ১ ফেব্রুয়ারি শুক্রবার। এ জন্য একদিন পর পরীক্ষা শুরু হচ্ছে।

সময়সূচিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে গিয়ে নিজ আসনে বসতে হবে। প্রথমে প্রশ্নপত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ ও পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
SSC Exam

Saturday, December 1, 2018

৩৭ তম বিসিএস প্রিলি প্রস্তুতি

১। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের স্থানঃ নাটোরের লালপুর ।
২। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থানঃ সিলেটের লালখান ।
৩। বাংলাদেশের শীতলতম স্থানঃ সিলেটের শ্রীমঙ্গল ।
৪। বাংলাদেশের উষ্ণতম জেলাঃ রাজশাহী ।
৫। বাংলাদেশের শীতলতম জেলাঃ সিলেট ।
৬। বাংলাদেশের উষ্ণতম স্থানঃ নাটরের লালপুর ।
৭। বাংলাদেশের শীতলতম মাসঃ জনুয়ারি ।
৮। বাংলাদেশের উষ্ণতম মাসঃ এপ্রিল ।
৯। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রাঃ ২৬.০১ ডিগ্রি সেঃ ।
১০। গ্রীস্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রাঃ ২৮ ডিগ্রি সেঃ।
অসম্ভব সুন্দর মাছ কাটা দেখতে ক্লিক করুন এখানে
১১। বর্ষাকালে বাংলাদেশের গড় তাপমাত্রাঃ ২৭ ডিগ্রি সেঃ ।
১২। শীতকালে বাংলাদেশের গড় তাপমাত্রাঃ ১৭.৭ ডিগ্রি সেঃ ।
১৩। বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত ।
১৪। বাংলাদেশের মোট বৃষ্টিপাতে এক পঞ্চমাংশ গ্রীস্মকালে হয় ।
১৫। বাংলাদেশের মোট বৃষ্টিপাতের পাঁচভাগের প্রায় চারভাগ বর্ষাকালে হয় ।
১৬। বাংলাদেশে মোট ঋতু ৬ টি। যথাঃ গ্রীস্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত।
১৭। বাংলাদেশের সতন্ত্র ঋতু বর্ষাকাল ।
১৮।আসাদ গেট ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এর স্মৃতি রক্ষার্থে নির্মিত ।
১৯।স্টেট ডুমা রাশিয়ার আইন সভা।
২০।গ্রেট মস্ক অব জেনি’ এশিয়া মহাদেশে অবস্থিত।
২১।বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপঃ কুতুবদিয়া।
২২। ‘রূপসী বাংলাদেশ’ ঘোষণা দেয়া হয়েছেঃ সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।
২৩।‘আজাদ প্রাসাদ’ অবস্থিতঃ দ পর্তুগালের লিসবনে।
২৪।জিরো লাইনঃ সীমান্তবর্তী দুটি দেশের মধ্যে যে লাইন এর দ্বারা সীমানা নির্ধারণ করা হয় সে লাইন কে জিরো লাইন বলে ।
২৫।গুমদুম সীমান্তবর্তী এলাকাঃ গুমদুম সীমান্ত বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবস্থিত। এটি আবার কক্সবাজারের উখিয়া দিয়েও যাতায়াত করা যায়।
২৬।প্রফেসর জামাল নজরুলঃ বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ, অধ্যাপক জামাল নজরুল ইসলাম ১৬ মার্চ, ২০১৩ ইন্তেকাল করেন।
তার লেখা উল্লেখ যোগ্য বই গুলো হচ্ছে :
1. Classical General Relativity: Proceedings of the Conference on Classical (Non-Quantum) General Relativity (1983)
2. The Ultimate Fate of the Universe (1983)
3. Rotating Fields in General Relativity (1985)
4. An Introduction to Mathematical Cosmology (1992)
২৭।এভারেস্ট বিজয়ী সর্বশেষ জীবিত সদস্য মারা যানঃ জর্জ লরি। ৮৯ বছর বয়সে মারা জান, মৃত্যু ২০/০৩/২০১৩ । দেশ – New Zealand.
২৮।পুলিশের মুক্তিযুদ্ধ যাদুঘরঃ বিজয়ের ৪১ বছর পর পুলিশ বাহিনীর বীরত্বের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি পুলিশ বাহিনীর মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর’ স্থাপনের উদ্যোগ নেন পুলিশ কর্মকর্তারা। বর্তমানে রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের একটি কক্ষে এর কার্যক্রম চলছে।
২৯।SME Tusk Force: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে একসাথে কাজ করার জন্য বাংলাদেশ ও ভারত এর ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি Tusk Force গঠনের বিষয়ে আলোচনা হয় যেটি SME Tusk Force নামে পরিচিত।

সংবিধান নিয়ে ১০০ টি প্রশ্ন

1) বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?
উঃ- সার্বভৌম প্রজাতন্ত্র।
2) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উঃ- সংবিধান
3) কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?
উঃ- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।
4) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোনদেশের?
উঃ- ভারত।
5) বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
উঃ- আমেরিকা।
6) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয়
কবে?
উঃ- ২৩ মার্চ, ১৯৭২।
7) বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।
8) গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।
9) কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?
উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।
মাছ দেখতে ক্লিক করুন এখানে
10) বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে
অনুষ্ঠিত হয়?
উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।
11) সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা
হয়?
উঃ- ৩৪ জন।
12) সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
উঃ- ডঃ কামাল হোসেন।
13) সংবিধান রচনা কমিটির একমাত্রমহিলা সদস্য কে
ছিলেন?
উঃ- বেগম রাজিয়া বেগম।
14) বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
উঃ- ২ টি। বাংলা ও ইংরেজি।
15) কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ
হয়েছে?
উঃ- প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।
16) বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
উঃ- ১১ টি।
17) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?
উঃ- ১৫৩ টি।
18) বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক
কে?
উঃ- আবদুর রাউফ।
19) প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি
এককভাবে করতে সক্ষম?
উঃ- প্রধান বিচারপতির নিয়োগ দান।
20) রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
উঃ- কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।
21) একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন
কত মেয়াদকাল?
উঃ- ২ মেয়াদকাল।
22) কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উঃ- রাষ্ট্রপতি।
23) জাতীয় সংসদের সভাপতি কে?
উঃ- স্পিকার।
24) রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য
করে পদত্যাগ পত্র লিখবেন?
উঃ- স্পিকারের উদ্দেশ্যে।
25) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের
নিয়োগ প্রদান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
26) এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
27) সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি?
উ:১২টি।
28) বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
উঃ- সুপ্রীম কোর্ট।
29) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উঃ- ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।
30) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
উঃ- ৬৭ বছর পর্যন্তু।
31) বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?
উঃ- ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও
সমাজতন্ত্র।
32) কোন আদেশবলে সংবিধানের মূলনীতি
“ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল
বলে।
33) কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির
রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল
বলে।
34) কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ
“বাংলাদেশী” বলে পরিচিত হন?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল
বলে।
35) সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক
মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?
উঃ- ১১ অনুচ্ছেদ।
36) সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের”
মুক্তির কথা বলা আছে?
উঃ- ১৪ অনুচ্ছেদ।
37) সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে
বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?
উঃ- ২২ অনুচ্ছেদ।
38) “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের
সমান আশ্রয় লাভের
অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?
উঃ- ২৭ অনুচ্ছেদে।
39) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে
কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে।
40) গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন
অনুচ্ছেদ?
উঃ- ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।
41) জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।
42) চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন
অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে।
43) সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে।
44) সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন
অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৮ অনুচ্ছেদে।
45) চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন
অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯ (১) অনুচ্ছেদে।
46) বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন
অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯(২) ক অনুচ্ছেদে।
47) সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন
অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯ (২) খ অনুচ্ছেদে।
48) পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন
অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে।
49) ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে।
50) সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন
অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে।
51) স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ
কোনটি?
উঃ- ৭৪ অনুচ্ছেদ।
52) ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?
উঃ- ৭৭ অনুচ্ছেদে।
53) জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?
উঃ- ১৯৮০ সালে।
54) বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি
সংশোধনী আনা হয়েছে?
উঃ- ১৬ টি।
55) ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?
উঃ- ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।
56) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
উঃ- ১২ নভেম্বর, ১৯৯৬।
58) বাংলাদেশের আইন সভার নাম কি?
উঃ- জাতীয় সংসদ।
59) জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা
হয়?
উঃ- ১৯৬২ সালে।
60) জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উঃ- লুই আই কান।
61) লুই আই কান কোন দেশের নাগরিক?
উঃ- যুক্তরাষ্ট্রের নাগরিক।
62) জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল
ডিজাইনার কে?
উঃ- হ্যারি পাম ব্লুম।
63) জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরম্ন হয় কবে?
উঃ- ১৯৬৫ সালে।
64) জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান
কত?
উঃ- ২১৫ একর।
65) জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?
উঃ- ২৮ জানুয়ারী, ১৯৮২।
66) জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?
উঃ- ৯ তলা।
67) জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?
উঃ- ১৫৫ ফুট।
68) বাংলাদেশের জাতীয় সংসদের
প্রতীক কি?
উঃ- শাপলা ফুল।
69) জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?
উঃ- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
70) বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?
উঃ- ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।
71) বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?
উঃ- ৩৫০ টি।
72) বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন
সংখ্যা কতটি?
উঃ- ৩০০ টি।
73) সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা
কতটি?
উঃ- ৫০ টি।
74) বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?
উঃ- পঞ্চগড়-১।
75) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন
কোনটি?
উঃ- বান্দরবান।
76) জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?
উঃ- স্পিকারের ভোটকে।
77) সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও
পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান
কতদিন?
উঃ- ৬০ দিন।
78) গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার
বলবৎকরন কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
উত্তর: যথাক্রমে ১১ ও ৪৪ অনুচ্ছেদ।
79) সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন
আহবান করতে হবে?
উঃ- ৩০ দিন।
80) সংসদ অধিবেশন কে আহবান করেন?
উঃ- রাষ্ট্রপতি।
81) সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ
হলে?
উঃ- ৬০ জন।
82) সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের
ভোটের প্রয়োজন হয়?
উঃ- দুই-তৃতীয়াংশ।
83) একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ
সদস্য পদ বাতিল হয়?
উঃ- ৯০ কার্যদিবস।
84) গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
উঃ- শাহ আব্দুল হামিদ।
85) গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
উঃ- মোহাম্মদ উল্ল্যাহ।
86) এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে
চর্চা শুরু হয়?
উঃ- ১৯৩৭ সালে।
87) কোন কোন বিদেশী প্রথম জাতীয়
সংসদে ভাষণ দেন?
উঃ- যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট
মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪
এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি.
গিরি-১৮ জুন, ১৯৭৪।
88) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে
নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ
করিয়েছেন, তিনি কে?
উঃ- এডভোকেট আবদুল হামিদ।
89) নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?
উঃ- সুপ্রীম কোর্ট।
90) বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?
উঃ- বিচারপতি এম ইদ্রিস।
91) বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে?
উঃ- কাজী রকিবউদ্দীন আহমদ
92) নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?
উঃ- স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
93) “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়?
উঃ- ২৭ মার্চ, ১৯৯৬।
94) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উঃ- সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।
95) এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম
প্রেসিডেন্ট?
উঃ- ২০তম।
96) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উঃ- তাজউদ্দিন আহমেদ।
97) শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম
প্রধানমন্ত্রী?
উঃ- ১৪ তম।
98) বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত
হবে?
উঃ- ৩৫ বছর।
99) বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে
কত হতে হবে?
উঃ- ২৫ বছর।
100) জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত
হতে হবে?
উঃ- ২৫ বছর।
 Powered By Fish

১৪ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) পূর্ণ সমাধান 25 Aug 2017

গণিত
১। মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে
- অসীম
২। নিচের কোনটি অমূলদ
- সবগুলি
৩। log 28 এর মান কত
- 3
৪। 5√5 এর 5 ভিত্তিক লগ কত?
- 3/2
৫। (8x)0 + 8xo = কত?
- 9
৬। 4x+1 = 32 হলে x এর মান কত?
- 3/2
৭ । দুটি সংখ্যার গসাগু ৭ এবং লসাগু ৮৪ । একটি সংখ্যা ৪২ হলে অপরটি কত?
-১৪
৮। ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
-৩০%
৯। 6(¼)% হার সুদে কত সময়ে ৯৬ টাকার সুদ ১৮ টাকা হবে?
-৩ বছর
১০। কোন সমকোনী ত্রিভুজের ভূমি x ও উচ্চতা Y হলে ক্ষেত্রফল কত?
- ½ xy
১১। চতুরভুজের চার কোনের সমষ্টি কত?
- ৩৬০
১২। ঘনকের ধার a হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত?
- 6a2
১৩। বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে
- সমদূরবর্তী
১৪। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, এর ক্ষেত্রফল ২৯৪ বর্গমিটার হলে পরিসীমা কত?
-৭০
১৫ । দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ঃ ২ হলে ক্ষেত্রফলের অনুপাত কত ?
-৯ঃ৪
১৬। a:b =4:7 ও b:c = 5:6 হলে a:b:c = ?
- 20:35:42
১৭। ২৫০ এর ১০% কত?
-২৫
১৮। ঘন্টায় x মেইল বেগে y মেইল দুরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে?
- y/x ঘন্টা
১৯। a+b, a2-b2,a3-b3 এর গসাগু কত?
- a+b
২০। a,b,c,d ক্রমিক সমানুপাতী হলেনিচের কোনটি সঠিক
- ad =bc
২১। (a-1)-1 এর মান
- a
22. প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগ ফল কত?
- n2
23. বৃত্তের কেন্দ্রের কোন কত ডিগ্রী
-০
২৪। sinꝊ = ⅘ তাহলে secꝊ = ?
- 5/3
২৫/ x>0 এবং x2 = 4x হলে x এর মান কত?
- 4


সাধারণ জ্ঞান
১। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে জাতিসংঘের মহাসচিব কে ছিল ?
= উথান্ট
২। চিকুনগুনিয়ার বাহক কে?
= এডিস মশা
৩। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
= এ এন সাহা
৪। দেশের প্রথম ইলেকট্রনিক বুক কোনটি?
= একুশ ই বুক
৫।WIPO এর সদর দপ্তর কোথায় ?
= জেনেভা
৬। ২০১৮ সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
= জাকার্তা, ইন্দোনেশিয়া
৭। বাংলাদেশ স্কয়ার কোথায়?
= সঠিক উত্তর নেই । সঠিক উত্তর হবে : লাইবেরিয়া
৮ । মংডু কোন দেশের সীমান্ত এলাকা ?
= বাংলাদেশ- মিয়ানমার
৯ । দেশের প্রথম ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোন জেলায় ?
=চট্রগ্রাম
১০ । বর্ণালী ও শুভ্রা কী ?
=উন্নত জাতের ভুট্টা
১১। ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয় ?
= আইসোটোপ
১২। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কী ?
= ইমানুয়েল মাখোঁ
১৩। জাঙ্ক ফুডে কোন খাদ্য উপাদানের আধিক্য থাকে?
= চর্বি
১৪। অর্থনৈতিক সমীক্ষা- ২০১৫ মতে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?
= ১৩১৪ মার্কিন ডলার
১৫ ‘। ক্রিকেট খেলায় পিচের দৈর্ঘ্য কত
= ২২ গজ ।
১৬ । বাংলায় ছিয়াত্ত্বরের মন্বন্তর কবে হয়েছিল ?
= ১৭৭০
১৭ । স্ক্যানার কী ?
= ইনপুট ডিভাইস
১৮ । ভারত -বাংলাদেশের অভিন্ন নদী কয়টি ?
= ৫৪ টি
১৯ । সমতট জনপদ কোথায় অবস্থিত ?
= কুমিল্লা
২০ । বিখ্যাত তিন কন্যা চিত্রটি কার ?
= কামরুল হাসান
২১। যশোর জেলায় অবস্থিত বিল
= ভবদহ
২২। কোন উপজাতির ধর্ম ইসলাম
= পাঙ্ন
২৩। সংসদ অধিবেশন কে আহ্বান করেন ?
= রাষ্ট্রপতি
২৪। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
= আটলান্টিক ও প্রশান্ত
২৫। ল্যাফিং গ্যাসের সংকেত
=N20

বাংলা
১। সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরুপ হয় না ?
= বিশেষ্য
২। শুদ্ধ বানান
= বাল্মীকি
৩ । শকুনি মামা অর্থ
= কুচক্রী মামা
৪। সংশয় - এর বিপরীত শব্দ
= প্রত্যয়
৫। বক্তব্য - এর প্রকৃতি ও প্রত্যয়
= রুট ( বচ্) + তব্য
৬ । উপকারীর অপকার করে যে
= কৃতঘ্ন
৭। ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচিত হয়েছে?
= রুপতত্ত্বে
৮। বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে
= কমা
৯। সূর্য- এর প্রতিশব্দ কোনটি ?
= আদিত্য
১০ । ভিক্ষুকটা যে পিছনে লেগেই আছে , কী যে বিপদ । এই বাক্যে ’কী ‘ এর অর্থ কোনটি?
= বিরক্তি
১১।The Fire is out - বাক্যটির সঠিক অনুবাদ কোনটি?
= আগুন ছড়িয়ে পড়েছে
12. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর - বাক্যটির শুদ্ধরুপ কোনটি?
= বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
১৩। অন্তরঙ্গ - এর বিপরীত শব্দ
= বহিরঙ্গ
১৪। শুদ্ধ বানান
= মুহূর্ত
১৫। কোন বাংলা পদের সন্ধি হয় না ?
= অব্যয়
১৬। হাতে দূর্বা গজানো - অর্থ
= আলসেমির লক্ষণ
১৭ । কোনটিতে সাধুভাষা সাধারণত অনুযোগী
= নাটকের সংলাপে
১৮ । শুভ ক্ষণে জন্ম যার =ক্ষণজন্মা
১৯। কোন পদটির পুরুষ বাচক নেই
= ডাইনী
২০ । সৃষ্টি- র প্রকৃতি প্রত্যয়
= রুট(সৃজ্) + তি

English
1. How did you come by your lost watch? Hear come by means-
ans:get
2.The children who play near the garden water the saplings. Here water is
ans:Verb
3. The word ‘ambiguous is the synonym of-
ans:Dubious
4.The antonym of the word ‘dishearten’ is__
ans : Encourage
5. What is the synonymous word of ‘augment’?
ans : increase
6. I saw him going to market (Compound)
ans :I saw him and he was going to market
7. I helped her solve the problem (Passive)
ans :She was helped to solve the problem by me
8. Jerry was only four years old (Negative)
ans :Jerry was not more than four years old
9. Where there is a will, there is a ___
ans :A way
10. To carry coal to___
ans :Newcastle
11. ____ as well as ___ (to be) ______ attending the party
ans :Is
12. Alice went to market with a view to (to purchase) ______ a dress
ansPurchasing
13. Rome wasn't built in a day(Active)
ans :The Romans did not build Rome in a day
14. Money is sweeter than honey (Negative)
ans:Honey is not so sweet as money
15. Upoma came here late. Here ‘late’ is ___
ans :Adverb
16. He gave me a dress which was expensive (Simple)
ans :He gave me an expensive dress
17. A wearer knows where ___
ans :The shoe pinches
18. তুমি কি জানো সে কোথায় থাকে ?
ans :Do you know where he lives?
19. সে সাঁতরাতে জানেনা
ans :He does not know how to swim
20. তোমার বাবা কি করেন?
ans :What is your father?
21. How Karim has solved the problems______?
ans :Astounds us all

বাংলা বর্ণমালা রিলেটেড প্রশ্ন

প্রশ্ন : বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ উত্তর : ১১টি (হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জণবর্ণ_
উত্তর : ৩৯টি (প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪টি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্ত বর্ণ আছে_
উত্তর : ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে_
উত্তর : ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে_
উত্তর : ১০টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ৪টি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ_
উত্তর : ১০টি ('অ' ছাড়া)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় ফলা আছে এমন
ব্যঞ্জণবর্ণ_
উত্তর : ৫টি (ম, ন, ব, য, র)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি
আছে_
উত্তর : ২৫টি (ক থেকে ম পর্যন্ত)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় কণ্ঠ/জিহ্বামূলীয় ধ্বনি
আছে_
উত্তর: ৫টি ('ক' বর্গীয় ধ্বনি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি আছে_
উত্তর : ৮টি ('চ' বর্গীয় ধ্বনি + শ, য, য়)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চাৎ দন্তমূলীয়
ধ্বনি আছে_
উত্তর : ৯টি ('ট' বর্গীয় ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি আছে_
উত্তর : ৭টি ('ত' বর্গীয় ধ্বনি + স, ল)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি আছে_
উত্তর : ৫টি ('প' বর্গীয় ধ্বনি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে_
উত্তর : ১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ,
ষ, স)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি কয়টি?
উত্তর : ১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)

 Fish