Monday, December 17, 2018

Bangladesh At A Glance
Official Name : People's Republic of Bangladesh.
Capital : Dhaka
Commercial Capital : Chottogram
Location : Southern Asia, bordering the Bay of Bengal, between Myanmar and India.
Geographical line crossed over Bangladesh : The tropic of Cancer.
Local Time : Greenwich time +6 hours.
Area : Total 1,47,570 Square KM (56977 square mile)
Land : 130,168 square KM
Water : 13, 830 Square KM
Boundaries : Total Boundary 5138 Kilometers
Land Boundary : 4427 Kilometers
Coastline : 771 Kilometers
Border Countries : Myanmar 271 Kilometers, India 4156 kilometers
Bordering Line :In the East of Bangladesh is Assam, Tripura and Myanmar. In the North of Bangladesh is West Bengal and Meghaloya. In the West of Bangladesh is the West Bengal of India and in the South of Bangladesh is the Bay of Bengal.
Maritime Claims :
Territorial Sea 12 Notical  Miles
Contiguous zone :18 Notical Miles
Exclusive economic zone : 200 Notical miles or 370.40 kilometers
Contenental shelf : Up to the outer limits of the continental margin.
Climate Duration : Here current weather is tropical, Winter season is in October to March, Summer season is in March to June, Rainy season is in June to October.
Elevation extremes : The highest point of Bangladesh is Tajindong that is called Vijoy and its 1,231 meters. And the lowest point of Bangladesh is Indian Ocean and its 0 meter.
Natural Resources are the natural gas, arable land, timber coal.
The usable land of Bangladesh is 55.39% permanent crops area is 3.08%. and other 41.53 % (2005). In Bangladesh Irrigated Land area is 47,250 square kilometers as (2003)
Total renewable water resources : 1, 210.6 cu Kilometer (1999)
Freshwater withdrawal (domestic/industrial/ agricultural) Total 79.4 cu kilometers/yr(3%/1%/96%) Per captia 560 cu m/yr (2000)
Bangladesh has a large population. Now its current population is 167,166,299 (2018)
Bangladesh
has a population density of 1,115.62 people per square kilometer,(2,889.45/square mile).
Age Structure of Bangladesh : 
 0-4 years 27.76% (male 22,283,780/ female 21,521,977)
15-24 years : 19.36% (Male 15,309,543/ female 15,241,971)
25-54 years : 39.73% (male 30, 094, 014 / female 32,614,286)
55-64 years : 6.93% (male 5,405,900 / female 5,527,330)
65 years and over : 6.23% (male 4,666,033/female 5,161,744) (2017 est)
Now the median age in Bangladesh is 26.0 years.
 

Sunday, December 2, 2018

সংবিধানের সংখ্যাসমূহ


১. মোট ভাগ - ১১টি
২.মোট অনুচ্ছেদ -১৫৩ টি
৩.মোট তফসিল -৭ টি
৪.মূলনীতি - ৪ টি
৫.সংবিধান রচনা কমিটির সদস্য -৩৪ জন
৬.সংরক্ষিত মহিলা আসন -৫০ টি
৭.সংবিধান সংশোধন -২/৩ অংশ ভোট
৮.রাষ্ট্রপতির অভিশংসন -২/৩ অংশ ভোট
৯.এক ব্যক্তি রাষ্ট্রপতি নিয়োগ হবেন -২ বার।
১০.রাষ্ট্রপতির বয়স -৩৫ বছর
১১.প্রধানমন্ত্রীর বয়স -২৫ বছর
১২.সংসদ সদস্যের বয়স - ২৫ বছর
১৩.শিশুশ্রম নিষিদ্ধ - ১৪ বছরের নিচে
১৪.প্রধান বিচারপতির অবসরসীমা -৬৭ বছর
১৫.পিএসসি চেয়ারম্যানের অবসরসীমা -৬৫
১৬.মহাহিসাব নিরীক্ষকের অবসর সীমা -৬৫ বছর
১৭.সংসদ অধিবেশন বিরতি - ৬০ দিন
১৮.সংসদ নির্বাচন -৯০ দিন
১৯.সাধারণ নির্বাচনের পর সংসদ অধিবেশন আহ্বান -৩০ দিন
২০.অধ্যাদেশ কার্যকর - ৩০ দিন


বর্তমানে বাংলাদেশের অবস্থান

1) পাট রপ্তানিতে -- ১ম ।
2) পাট উৎপাদনে -- ২য় । (১ম ভারত)
3) মোবাইল ব্যাংকিং এ -- দ্বিতীয় (১ম কেনিয়া)।
4) জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায়– তৃতীয়।
5) সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বৈশ্বিক শান্তিসূচকে --৩য়।
6) ধান উত্পাদনে --চতুর্থ। (১ম চীন)
7) আয়তনে সার্ক দেশগুলোর মধ্যে --চতুর্থ।(১ম ভারত)
8) জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে – চতুর্থ (১ম ইন্দোনেশিয়া)।
9) দরিদ্র মানুষের সংখ্যায় বিশ্বে --চতুর্থ।(১ম ভারত)
10) চা উৎপাদনে ---চতুর্থ। (১ম চীন)
11) মাছ উৎপাদনে বিশ্বে --চতুর্থ।
12) জনসংখ্যার দিক থেকে এশিয়ার – পঞ্চম।
13) আলু উৎপাদনে– ৮ম।
14) জনসংখ্যার দিক থেকে বিশ্বে– ৮ম।
15) ভঙ্গুর রাষ্ট্রের তালিকায় --৩২ তম।
16) বিশ্বে ক্ষুধাপীড়িত দেশের মধ্যে—৫৭তম।
17) বিশ্ব ইন্টারনেট সূচকে --৬৩তম।
18) বৈশ্বিক শান্তিসূচকে ---৮৪তম।
19) বৈশ্বিক সক্ষমতা সূচকে ---১০৯তম।
20) ই-গভর্নমেন্ট উন্নয়ন সূচকে ---১৪৮তম।

মজার মজার ভিডিও দেখুন এখানে

মানব শরীর নিয়ে কিছু প্রশ্ন

কোন প্রাণী জীবনে একবারও পানি পান করে না। → ক্যাঙ্গারুর্যাট।
.
কোন পশু শব্দ করতে পারেনা
→জিরাফ।
.
গরুর গড় আয়ু প্রায়→ ১২ বছর।
.
বানরের পা থাকে→ ৪টি।–[৬]
.
মাকরোসার পা থাকে
→ ৮টি।
.
একটি রানী মৌমাছি
→ ১০০০ বার
ডিম পাড়ে।
.
যে স্তন্যপায়ী জীব ডিম দেয়
→প্লাটিপাস।
.
যে প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে
→ কচ্ছপ। 
মজার মজার ভিডিও দেখুন এখানে
.
সর্ববৃহৎ সামুদ্রিক পাখি
→অ্যালব্যাট্রোস।
.
যে পাখি উড়তে অক্ষম
→ কিউই,পেঙ্গুইন।
.
সাপ শুনতে পায়
→ জিহবারসাহায্যে।
.
সবচেয়ে লম্বা সাপ কোনটি
→আনাকোন্ডা।
.
মুক্তা হল ঝিনুকের
→প্রদাহের ফল।
.

পূর্ণ বয়স্ক মানুষের নাড়ীর স্পন্দন প্রতি মিনিটে প্রায়
→৭২ বার।
.
মানুষের মস্তিস্কের ওজন
→১.৩৬কেজি।

কৃষি বিষয়ক কিছু সংস্থার অবস্থান

1. বাংলাদেশ রাবার বোর্ড - 
চান্দগাঁও, চট্টগ্রাম।
 
2. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট -
জয়দেবপুর, গাজীপুর।
 
3. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট -
জয়দেবপুর, গাজীপুর।


4. তৈলবীজ গবেষণা কেন্দ্র - 

জয়দেবপুর, গাজীপুর।

5. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট -

 মানিক মিয়া এভিনিউ, ঢাকা।

6. বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট -
সাভার, ঢাকা।


7. বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট - ঈশ্বরদী,
পাবনা।


8. বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র - ঈশ্বরদী,
পাবনা।


9. বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট - শ্রীমঙ্গল,
মৌলভীবাজার।


10. বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ
ইনস্টিটিউট - রাজশাহী।

সাধারণ জ্ঞান - বাংলাদেশ ও আন্তর্জাতিক

প্রশ্ন : ২১ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : শহীদ দিবস।
প্রশ্ন : ২৬ মার্চ কী দিবস?
উত্তর : স্বাধীনতা দিবস।
প্রশ্ন : ১৫ আগস্ট কী দিবস?
উত্তর : জাতীয় শোক দিবস।
প্রশ্ন : ২১ নভেম্বর কী দিবস?
উত্তর : সশস্র বাহিনী দিবস।
প্রশ্ন : ১৪ ডিসেম্বর কী দিবস?
উত্তর : শহীদ বুদ্ধিজীবী দিবস।
প্রশ্ন : ১৬ ডিসেম্বর কী দিবস?
উত্তর : বিজয় দিবস।
প্রশ্ন : ১০ জানুয়ারি কী দিবস?
উত্তর : বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস।
প্রশ্ন : ২৮ জানুয়ারি কী দিবস?
উত্তর : সলঙ্গা দিবস।
প্রশ্ন : ০২ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : জনসংখ্যা দিবস।
প্রশ্ন : ২২ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দিবস।
প্রশ্ন : ২৮ ফেব্রুয়ারি কী দিবস?

উত্তর : ডায়াবেটিক দিবস।
প্রশ্ন : ১৫ মার্চ কী দিবস?
উত্তর : রাষ্ট্রভাষা দিবস।
প্রশ্ন : ২২ অক্টোবর কী দিবস?
উত্তর : নিরাপদ সড়ক দিবস।
প্রশ্ন : ২৪ এপ্রিল কী দিবস?
উত্তর : খাপড়া ওয়ার্ড দিবস।
প্রশ্ন : ২৮ মে কী দিবস?
উত্তর : নিরাপদ মাতৃত্ব দিবস।
প্রশ্ন : ৩০ মে কী দিবস?
উত্তর : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত দিবস।
প্রশ্ন : ০৭ জুন কী দিবস?
উত্তর : ছয় দফা দিবস।
প্রশ্ন : ২৩ জুন কী দিবস?
উত্তর : পলাশী দিবস।
প্রশ্ন : ০৭ নভেম্বর কী দিবস?
উত্তর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
প্রশ্ন : ১৬ অক্টোবর কী দিবস?
উত্তর : বঙ্গভঙ্গ দিবস

এস এস সি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারী


 ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি।

আজ বৃহস্পতিবার এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার এই সময়সূচি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সময় সূচিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।
সাধারণত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু আগামী ১ ফেব্রুয়ারি শুক্রবার। এ জন্য একদিন পর পরীক্ষা শুরু হচ্ছে।

সময়সূচিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার কক্ষে গিয়ে নিজ আসনে বসতে হবে। প্রথমে প্রশ্নপত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ ও পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
SSC Exam

Saturday, December 1, 2018

৩৭ তম বিসিএস প্রিলি প্রস্তুতি

১। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের স্থানঃ নাটোরের লালপুর ।
২। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থানঃ সিলেটের লালখান ।
৩। বাংলাদেশের শীতলতম স্থানঃ সিলেটের শ্রীমঙ্গল ।
৪। বাংলাদেশের উষ্ণতম জেলাঃ রাজশাহী ।
৫। বাংলাদেশের শীতলতম জেলাঃ সিলেট ।
৬। বাংলাদেশের উষ্ণতম স্থানঃ নাটরের লালপুর ।
৭। বাংলাদেশের শীতলতম মাসঃ জনুয়ারি ।
৮। বাংলাদেশের উষ্ণতম মাসঃ এপ্রিল ।
৯। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রাঃ ২৬.০১ ডিগ্রি সেঃ ।
১০। গ্রীস্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রাঃ ২৮ ডিগ্রি সেঃ।
অসম্ভব সুন্দর মাছ কাটা দেখতে ক্লিক করুন এখানে
১১। বর্ষাকালে বাংলাদেশের গড় তাপমাত্রাঃ ২৭ ডিগ্রি সেঃ ।
১২। শীতকালে বাংলাদেশের গড় তাপমাত্রাঃ ১৭.৭ ডিগ্রি সেঃ ।
১৩। বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত ।
১৪। বাংলাদেশের মোট বৃষ্টিপাতে এক পঞ্চমাংশ গ্রীস্মকালে হয় ।
১৫। বাংলাদেশের মোট বৃষ্টিপাতের পাঁচভাগের প্রায় চারভাগ বর্ষাকালে হয় ।
১৬। বাংলাদেশে মোট ঋতু ৬ টি। যথাঃ গ্রীস্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত।
১৭। বাংলাদেশের সতন্ত্র ঋতু বর্ষাকাল ।
১৮।আসাদ গেট ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এর স্মৃতি রক্ষার্থে নির্মিত ।
১৯।স্টেট ডুমা রাশিয়ার আইন সভা।
২০।গ্রেট মস্ক অব জেনি’ এশিয়া মহাদেশে অবস্থিত।
২১।বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপঃ কুতুবদিয়া।
২২। ‘রূপসী বাংলাদেশ’ ঘোষণা দেয়া হয়েছেঃ সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।
২৩।‘আজাদ প্রাসাদ’ অবস্থিতঃ দ পর্তুগালের লিসবনে।
২৪।জিরো লাইনঃ সীমান্তবর্তী দুটি দেশের মধ্যে যে লাইন এর দ্বারা সীমানা নির্ধারণ করা হয় সে লাইন কে জিরো লাইন বলে ।
২৫।গুমদুম সীমান্তবর্তী এলাকাঃ গুমদুম সীমান্ত বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবস্থিত। এটি আবার কক্সবাজারের উখিয়া দিয়েও যাতায়াত করা যায়।
২৬।প্রফেসর জামাল নজরুলঃ বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ, অধ্যাপক জামাল নজরুল ইসলাম ১৬ মার্চ, ২০১৩ ইন্তেকাল করেন।
তার লেখা উল্লেখ যোগ্য বই গুলো হচ্ছে :
1. Classical General Relativity: Proceedings of the Conference on Classical (Non-Quantum) General Relativity (1983)
2. The Ultimate Fate of the Universe (1983)
3. Rotating Fields in General Relativity (1985)
4. An Introduction to Mathematical Cosmology (1992)
২৭।এভারেস্ট বিজয়ী সর্বশেষ জীবিত সদস্য মারা যানঃ জর্জ লরি। ৮৯ বছর বয়সে মারা জান, মৃত্যু ২০/০৩/২০১৩ । দেশ – New Zealand.
২৮।পুলিশের মুক্তিযুদ্ধ যাদুঘরঃ বিজয়ের ৪১ বছর পর পুলিশ বাহিনীর বীরত্বের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি পুলিশ বাহিনীর মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর’ স্থাপনের উদ্যোগ নেন পুলিশ কর্মকর্তারা। বর্তমানে রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের একটি কক্ষে এর কার্যক্রম চলছে।
২৯।SME Tusk Force: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে একসাথে কাজ করার জন্য বাংলাদেশ ও ভারত এর ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি Tusk Force গঠনের বিষয়ে আলোচনা হয় যেটি SME Tusk Force নামে পরিচিত।

সংবিধান নিয়ে ১০০ টি প্রশ্ন

1) বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত?
উঃ- সার্বভৌম প্রজাতন্ত্র।
2) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উঃ- সংবিধান
3) কোন দেশের কোন লিখিত সংবিধান নাই?
উঃ- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব।
4) বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোনদেশের?
উঃ- ভারত।
5) বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
উঃ- আমেরিকা।
6) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয়
কবে?
উঃ- ২৩ মার্চ, ১৯৭২।
7) বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়?
উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।
8) গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়?
উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।
9) কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়?
উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।
মাছ দেখতে ক্লিক করুন এখানে
10) বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে
অনুষ্ঠিত হয়?
উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।
11) সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা
হয়?
উঃ- ৩৪ জন।
12) সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন?
উঃ- ডঃ কামাল হোসেন।
13) সংবিধান রচনা কমিটির একমাত্রমহিলা সদস্য কে
ছিলেন?
উঃ- বেগম রাজিয়া বেগম।
14) বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে?
উঃ- ২ টি। বাংলা ও ইংরেজি।
15) কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ
হয়েছে?
উঃ- প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।
16) বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
উঃ- ১১ টি।
17) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি?
উঃ- ১৫৩ টি।
18) বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক
কে?
উঃ- আবদুর রাউফ।
19) প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি
এককভাবে করতে সক্ষম?
উঃ- প্রধান বিচারপতির নিয়োগ দান।
20) রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর?
উঃ- কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।
21) একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন
কত মেয়াদকাল?
উঃ- ২ মেয়াদকাল।
22) কার উপর আদালতের কোন এখতিয়ার নেই?
উঃ- রাষ্ট্রপতি।
23) জাতীয় সংসদের সভাপতি কে?
উঃ- স্পিকার।
24) রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য
করে পদত্যাগ পত্র লিখবেন?
উঃ- স্পিকারের উদ্দেশ্যে।
25) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের
নিয়োগ প্রদান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
26) এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে?
উঃ- রাষ্ট্রপতি।
27) সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি?
উ:১২টি।
28) বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি?
উঃ- সুপ্রীম কোর্ট।
29) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে?
উঃ- ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।
30) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত?
উঃ- ৬৭ বছর পর্যন্তু।
31) বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল?
উঃ- ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও
সমাজতন্ত্র।
32) কোন আদেশবলে সংবিধানের মূলনীতি
“ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল
বলে।
33) কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির
রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল
বলে।
34) কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ
“বাংলাদেশী” বলে পরিচিত হন?
উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল
বলে।
35) সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক
মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে?
উঃ- ১১ অনুচ্ছেদ।
36) সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের”
মুক্তির কথা বলা আছে?
উঃ- ১৪ অনুচ্ছেদ।
37) সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে
বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে?
উঃ- ২২ অনুচ্ছেদ।
38) “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের
সমান আশ্রয় লাভের
অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে?
উঃ- ২৭ অনুচ্ছেদে।
39) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে
কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে।
40) গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন
অনুচ্ছেদ?
উঃ- ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।
41) জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।
42) চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন
অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে।
43) সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে।
44) সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন
অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৮ অনুচ্ছেদে।
45) চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন
অনুচ্ছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯ (১) অনুচ্ছেদে।
46) বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন
অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯(২) ক অনুচ্ছেদে।
47) সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন
অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৩৯ (২) খ অনুচ্ছেদে।
48) পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন
অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে।
49) ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে।
50) সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন
অনুছেদে?
উঃ- ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে।
51) স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ
কোনটি?
উঃ- ৭৪ অনুচ্ছেদ।
52) ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে?
উঃ- ৭৭ অনুচ্ছেদে।
53) জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়?
উঃ- ১৯৮০ সালে।
54) বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি
সংশোধনী আনা হয়েছে?
উঃ- ১৬ টি।
55) ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়?
উঃ- ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।
56) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়?
উঃ- ১২ নভেম্বর, ১৯৯৬।
58) বাংলাদেশের আইন সভার নাম কি?
উঃ- জাতীয় সংসদ।
59) জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা
হয়?
উঃ- ১৯৬২ সালে।
60) জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উঃ- লুই আই কান।
61) লুই আই কান কোন দেশের নাগরিক?
উঃ- যুক্তরাষ্ট্রের নাগরিক।
62) জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল
ডিজাইনার কে?
উঃ- হ্যারি পাম ব্লুম।
63) জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরম্ন হয় কবে?
উঃ- ১৯৬৫ সালে।
64) জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান
কত?
উঃ- ২১৫ একর।
65) জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়?
উঃ- ২৮ জানুয়ারী, ১৯৮২।
66) জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট?
উঃ- ৯ তলা।
67) জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত?
উঃ- ১৫৫ ফুট।
68) বাংলাদেশের জাতীয় সংসদের
প্রতীক কি?
উঃ- শাপলা ফুল।
69) জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন?
উঃ- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।
70) বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে?
উঃ- ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২।
71) বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি?
উঃ- ৩৫০ টি।
72) বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন
সংখ্যা কতটি?
উঃ- ৩০০ টি।
73) সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা
কতটি?
উঃ- ৫০ টি।
74) বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি?
উঃ- পঞ্চগড়-১।
75) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন
কোনটি?
উঃ- বান্দরবান।
76) জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়?
উঃ- স্পিকারের ভোটকে।
77) সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও
পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান
কতদিন?
উঃ- ৬০ দিন।
78) গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার
বলবৎকরন কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
উত্তর: যথাক্রমে ১১ ও ৪৪ অনুচ্ছেদ।
79) সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন
আহবান করতে হবে?
উঃ- ৩০ দিন।
80) সংসদ অধিবেশন কে আহবান করেন?
উঃ- রাষ্ট্রপতি।
81) সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ
হলে?
উঃ- ৬০ জন।
82) সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের
ভোটের প্রয়োজন হয়?
উঃ- দুই-তৃতীয়াংশ।
83) একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ
সদস্য পদ বাতিল হয়?
উঃ- ৯০ কার্যদিবস।
84) গণ-পরিষদের প্রথম স্পিকার কে?
উঃ- শাহ আব্দুল হামিদ।
85) গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে?
উঃ- মোহাম্মদ উল্ল্যাহ।
86) এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে
চর্চা শুরু হয়?
উঃ- ১৯৩৭ সালে।
87) কোন কোন বিদেশী প্রথম জাতীয়
সংসদে ভাষণ দেন?
উঃ- যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট
মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪
এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি.
গিরি-১৮ জুন, ১৯৭৪।
88) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে
নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ
করিয়েছেন, তিনি কে?
উঃ- এডভোকেট আবদুল হামিদ।
89) নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী?
উঃ- সুপ্রীম কোর্ট।
90) বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে?
উঃ- বিচারপতি এম ইদ্রিস।
91) বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে?
উঃ- কাজী রকিবউদ্দীন আহমদ
92) নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান?
উঃ- স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
93) “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়?
উঃ- ২৭ মার্চ, ১৯৯৬।
94) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উঃ- সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।
95) এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম
প্রেসিডেন্ট?
উঃ- ২০তম।
96) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উঃ- তাজউদ্দিন আহমেদ।
97) শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম
প্রধানমন্ত্রী?
উঃ- ১৪ তম।
98) বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত
হবে?
উঃ- ৩৫ বছর।
99) বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে
কত হতে হবে?
উঃ- ২৫ বছর।
100) জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত
হতে হবে?
উঃ- ২৫ বছর।
 Powered By Fish

১৪ তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) পূর্ণ সমাধান 25 Aug 2017

গণিত
১। মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে
- অসীম
২। নিচের কোনটি অমূলদ
- সবগুলি
৩। log 28 এর মান কত
- 3
৪। 5√5 এর 5 ভিত্তিক লগ কত?
- 3/2
৫। (8x)0 + 8xo = কত?
- 9
৬। 4x+1 = 32 হলে x এর মান কত?
- 3/2
৭ । দুটি সংখ্যার গসাগু ৭ এবং লসাগু ৮৪ । একটি সংখ্যা ৪২ হলে অপরটি কত?
-১৪
৮। ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
-৩০%
৯। 6(¼)% হার সুদে কত সময়ে ৯৬ টাকার সুদ ১৮ টাকা হবে?
-৩ বছর
১০। কোন সমকোনী ত্রিভুজের ভূমি x ও উচ্চতা Y হলে ক্ষেত্রফল কত?
- ½ xy
১১। চতুরভুজের চার কোনের সমষ্টি কত?
- ৩৬০
১২। ঘনকের ধার a হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত?
- 6a2
১৩। বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে
- সমদূরবর্তী
১৪। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ, এর ক্ষেত্রফল ২৯৪ বর্গমিটার হলে পরিসীমা কত?
-৭০
১৫ । দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ঃ ২ হলে ক্ষেত্রফলের অনুপাত কত ?
-৯ঃ৪
১৬। a:b =4:7 ও b:c = 5:6 হলে a:b:c = ?
- 20:35:42
১৭। ২৫০ এর ১০% কত?
-২৫
১৮। ঘন্টায় x মেইল বেগে y মেইল দুরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে?
- y/x ঘন্টা
১৯। a+b, a2-b2,a3-b3 এর গসাগু কত?
- a+b
২০। a,b,c,d ক্রমিক সমানুপাতী হলেনিচের কোনটি সঠিক
- ad =bc
২১। (a-1)-1 এর মান
- a
22. প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার যোগ ফল কত?
- n2
23. বৃত্তের কেন্দ্রের কোন কত ডিগ্রী
-০
২৪। sinꝊ = ⅘ তাহলে secꝊ = ?
- 5/3
২৫/ x>0 এবং x2 = 4x হলে x এর মান কত?
- 4


সাধারণ জ্ঞান
১। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে জাতিসংঘের মহাসচিব কে ছিল ?
= উথান্ট
২। চিকুনগুনিয়ার বাহক কে?
= এডিস মশা
৩। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
= এ এন সাহা
৪। দেশের প্রথম ইলেকট্রনিক বুক কোনটি?
= একুশ ই বুক
৫।WIPO এর সদর দপ্তর কোথায় ?
= জেনেভা
৬। ২০১৮ সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
= জাকার্তা, ইন্দোনেশিয়া
৭। বাংলাদেশ স্কয়ার কোথায়?
= সঠিক উত্তর নেই । সঠিক উত্তর হবে : লাইবেরিয়া
৮ । মংডু কোন দেশের সীমান্ত এলাকা ?
= বাংলাদেশ- মিয়ানমার
৯ । দেশের প্রথম ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোন জেলায় ?
=চট্রগ্রাম
১০ । বর্ণালী ও শুভ্রা কী ?
=উন্নত জাতের ভুট্টা
১১। ক্যান্সার চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয় ?
= আইসোটোপ
১২। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কী ?
= ইমানুয়েল মাখোঁ
১৩। জাঙ্ক ফুডে কোন খাদ্য উপাদানের আধিক্য থাকে?
= চর্বি
১৪। অর্থনৈতিক সমীক্ষা- ২০১৫ মতে বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?
= ১৩১৪ মার্কিন ডলার
১৫ ‘। ক্রিকেট খেলায় পিচের দৈর্ঘ্য কত
= ২২ গজ ।
১৬ । বাংলায় ছিয়াত্ত্বরের মন্বন্তর কবে হয়েছিল ?
= ১৭৭০
১৭ । স্ক্যানার কী ?
= ইনপুট ডিভাইস
১৮ । ভারত -বাংলাদেশের অভিন্ন নদী কয়টি ?
= ৫৪ টি
১৯ । সমতট জনপদ কোথায় অবস্থিত ?
= কুমিল্লা
২০ । বিখ্যাত তিন কন্যা চিত্রটি কার ?
= কামরুল হাসান
২১। যশোর জেলায় অবস্থিত বিল
= ভবদহ
২২। কোন উপজাতির ধর্ম ইসলাম
= পাঙ্ন
২৩। সংসদ অধিবেশন কে আহ্বান করেন ?
= রাষ্ট্রপতি
২৪। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
= আটলান্টিক ও প্রশান্ত
২৫। ল্যাফিং গ্যাসের সংকেত
=N20

বাংলা
১। সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরুপ হয় না ?
= বিশেষ্য
২। শুদ্ধ বানান
= বাল্মীকি
৩ । শকুনি মামা অর্থ
= কুচক্রী মামা
৪। সংশয় - এর বিপরীত শব্দ
= প্রত্যয়
৫। বক্তব্য - এর প্রকৃতি ও প্রত্যয়
= রুট ( বচ্) + তব্য
৬ । উপকারীর অপকার করে যে
= কৃতঘ্ন
৭। ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচিত হয়েছে?
= রুপতত্ত্বে
৮। বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে
= কমা
৯। সূর্য- এর প্রতিশব্দ কোনটি ?
= আদিত্য
১০ । ভিক্ষুকটা যে পিছনে লেগেই আছে , কী যে বিপদ । এই বাক্যে ’কী ‘ এর অর্থ কোনটি?
= বিরক্তি
১১।The Fire is out - বাক্যটির সঠিক অনুবাদ কোনটি?
= আগুন ছড়িয়ে পড়েছে
12. বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর - বাক্যটির শুদ্ধরুপ কোনটি?
= বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
১৩। অন্তরঙ্গ - এর বিপরীত শব্দ
= বহিরঙ্গ
১৪। শুদ্ধ বানান
= মুহূর্ত
১৫। কোন বাংলা পদের সন্ধি হয় না ?
= অব্যয়
১৬। হাতে দূর্বা গজানো - অর্থ
= আলসেমির লক্ষণ
১৭ । কোনটিতে সাধুভাষা সাধারণত অনুযোগী
= নাটকের সংলাপে
১৮ । শুভ ক্ষণে জন্ম যার =ক্ষণজন্মা
১৯। কোন পদটির পুরুষ বাচক নেই
= ডাইনী
২০ । সৃষ্টি- র প্রকৃতি প্রত্যয়
= রুট(সৃজ্) + তি

English
1. How did you come by your lost watch? Hear come by means-
ans:get
2.The children who play near the garden water the saplings. Here water is
ans:Verb
3. The word ‘ambiguous is the synonym of-
ans:Dubious
4.The antonym of the word ‘dishearten’ is__
ans : Encourage
5. What is the synonymous word of ‘augment’?
ans : increase
6. I saw him going to market (Compound)
ans :I saw him and he was going to market
7. I helped her solve the problem (Passive)
ans :She was helped to solve the problem by me
8. Jerry was only four years old (Negative)
ans :Jerry was not more than four years old
9. Where there is a will, there is a ___
ans :A way
10. To carry coal to___
ans :Newcastle
11. ____ as well as ___ (to be) ______ attending the party
ans :Is
12. Alice went to market with a view to (to purchase) ______ a dress
ansPurchasing
13. Rome wasn't built in a day(Active)
ans :The Romans did not build Rome in a day
14. Money is sweeter than honey (Negative)
ans:Honey is not so sweet as money
15. Upoma came here late. Here ‘late’ is ___
ans :Adverb
16. He gave me a dress which was expensive (Simple)
ans :He gave me an expensive dress
17. A wearer knows where ___
ans :The shoe pinches
18. তুমি কি জানো সে কোথায় থাকে ?
ans :Do you know where he lives?
19. সে সাঁতরাতে জানেনা
ans :He does not know how to swim
20. তোমার বাবা কি করেন?
ans :What is your father?
21. How Karim has solved the problems______?
ans :Astounds us all

বাংলা বর্ণমালা রিলেটেড প্রশ্ন

প্রশ্ন : বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণ উত্তর : ১১টি (হ্রস্ব স্বর ৪টি + দীর্ঘ স্বর ৭টি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জণবর্ণ_
উত্তর : ৩৯টি (প্রকৃত ৩৫টি + অপ্রকৃত ৪টি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রাযুক্ত বর্ণ আছে_
উত্তর : ৩২টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ২৬টি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে_
উত্তর : ৮টি (স্বরবর্ণ ১টি + ব্যঞ্জণবর্ণ ৭টি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ আছে_
উত্তর : ১০টি (স্বরবর্ণ ৬টি + ব্যঞ্জণবর্ণ ৪টি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় কার আছে এমন স্বরবর্ণ_
উত্তর : ১০টি ('অ' ছাড়া)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় ফলা আছে এমন
ব্যঞ্জণবর্ণ_
উত্তর : ৫টি (ম, ন, ব, য, র)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় স্পর্শধ্বনি/বর্গীয় ধ্বনি
আছে_
উত্তর : ২৫টি (ক থেকে ম পর্যন্ত)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় কণ্ঠ/জিহ্বামূলীয় ধ্বনি
আছে_
উত্তর: ৫টি ('ক' বর্গীয় ধ্বনি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় তালব্য ধ্বনি আছে_
উত্তর : ৮টি ('চ' বর্গীয় ধ্বনি + শ, য, য়)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় মূর্ধন্য/পশ্চাৎ দন্তমূলীয়
ধ্বনি আছে_
উত্তর : ৯টি ('ট' বর্গীয় ধ্বনি + ষ, র, ড়, ঢ়)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় দন্ত্য ধ্বনি আছে_
উত্তর : ৭টি ('ত' বর্গীয় ধ্বনি + স, ল)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় ওষ্ঠ্য ধ্বনি আছে_
উত্তর : ৫টি ('প' বর্গীয় ধ্বনি)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে_
উত্তর : ১৪টি (প্রতি বর্গের ১ম ও ২য় ধ্বনি + ঃ, শ,
ষ, স)
প্রশ্ন : বাংলা বর্ণমালায় ঘোষ ধ্বনি কয়টি?
উত্তর : ১১টি (প্রতি বর্গের ৩য় ও ৪র্থ ধ্বনি + হ)

 Fish

Thursday, November 29, 2018

সাধারণ জ্ঞান

১। কোন দেশ কখনো উপনিবেশ হয়নি?
উত্তর: থাইল্যান্ড
২। মৃতের সৎকারের জন্য চিলঘর ব্যবহার করে কোন ধর্মাবলম্বীরা?
উত্তর: ঘ. জোরোস্ট্রীয়
৩। সর্বপ্রথম মহাশূন্যে যাত্রা করেন কোন নারী?
উত্তর: ক. ভ্যালেনটিনা তেরেশকোভা
৪। ‘I have a dream’-এ উক্তিটি কার?
উত্তর: গ. মার্টিন লুথার কিং
৫। ক্যানেরেয়ার অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী?
উত্তর: ক. দি লজ।
৬। ইবোলা ভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর: খ. লাইবেরিয়া
৭। আবু গরিব হচ্ছে
উত্তর: ঘ. একটি জেলখানা
৮। সাম্প্রতিকতম বিশ্বে বাসযোগ্যতা সূচক অনুযায়ী সবচেয়ে বাসযোগ্য শহর হচ্ছে
উত্তর: মেলবোর্ন ।
৯। GIS-এর অর্থ কী?
উত্তর: খ. জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ।
১০। ‘Man is born free and everywhere he is in chains’-
উক্তিটি কার?
উত্তর: গ. জ্যাঁ-জাক রুশো
১১। পৃথিবীর সর্ববৃহৎ হ্রদ কোনটি?
উত্তর: ঘ. ক্যাস্পিয়ান সাগর
১২। হাজার হ্রদের দেশ হচ্ছে-
উত্তর: ফিনল্যান্ড
১৩। ২০১৪ ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কে?
উত্তর: খ. জেমস রডরিগুয়েজ
১৪। গাজায় হামলার প্রতিবাদে ব্রিটিশ মন্ত্রীসভা থেকে পদত্যাগকারী মুসলিম
বংশোদ্ভূত নারী হচ্ছেন-
উত্তর: ঘ. সাইয়িদা ওয়ারসি
১৫। চে গুয়েভারার জন্ম কোন দেশে?
উত্তর: খ. আর্জেন্টিনা ।
১৬। কোন দেশ প্রথম জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ করে?
উত্তর: ঘ. ভুটান
১৭। কোন দেশে বাংলা দ্বিতীয় জাতীয় ভাষা?
উত্তর: সিয়েরা লিওন
১৮। সম্রাট আকবরের সমাধি কোথায়?
উত্তর: সেকান্দ্রা
১৯। কোন দেশ ব্রিকস গ্রুপের আন্তর্ভূক্ত নয়?
উত্তর: খ. ব্রিটেন
২০। World Wide Web এর প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উত্তর: খ. টিম বার্নার্স-লি

আবিষ্কার

১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে
২। Email আবিষ্কৃত হয় 1971 সালে
৩। Hotmail আবিষ্কৃতহয় 1996 সালে
৪। Google আবিষ্কৃত হয় 1998 সালে
৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে
৬। You tube আবিষ্কৃত হয় 2005 সালে
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়১৯৯৩ সালে
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্যউন্মুক্ত হয় ১৯৯৬ সালে
১১। বাংলাদেশে 3G চালু হয় 14OCTOBER,2012
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার"IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানুশক্তি কমিশনে ১৯৬৪ সালে
১৩। ২১ মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলংজা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমেবাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথম বারেরমতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেন মহিষের
১৫। ২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্যউন্মোচনে নেতৃত্ব দেন ড. মাকসুদুল আলম
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্ব প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নাম অসবর্ন-১
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘর টিঅবস্থিত যুক্তরাষ্ট্রের আটলান্টায়
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘চালু হয়২৮ফেব্রুয়ারী ২০১৩
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্পসংস্থালিমিটেড (টেশিস) কর্তৃক তৈরীকৃত প্রথমল্যাপটপ দোয়েল


সাধারণ জ্ঞান

Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
IP এর পূর্ণরূপ— Internet Protocol
VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resourc Under Seized.
SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
3G এর পূর্ণরূপ — 3rd Generation.
GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
Katla Fish

যে সকল বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর নিষিদ্ধ

যে সকল বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর নিষিদ্ধ
১। ঢাকা বিশ্ববিদ্যালয়
২। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩। মেডিকেল ও ডেন্টাল
৪। রাজশাহী বিশ্ববিদ্যালয়
৫। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
৬। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৭। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৯। জগন্নাথ বিশ্ববিদ্যালয়


.
নন প্রোগ্রামেবল ও অন্যান্য ক্যালকুলেটর ব্যবহার করা যাবেঃ
১। রুয়েট(যেকোনো নন প্রোগ্রামেবল)
২। বাকৃবি(যেকোনো নন প্রোগ্রামেবল)
৩। কুয়েট(ইএস প্লাস সহ সব ক্যালকুলেটর)
৪। বুয়েট(ইএস প্লাস সহ সব ক্যালকুলেটর)
৫। নোবিপ্রবি(১০০ এমএস ও ৫৭০ এমএস)
৬। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (প্রোগ্রামেবল)
৭। চুয়েট(১০০ এমএস ও ৯৯১ এমএস)
৮। শাহজালাল বিজ্ঞান- (বিজ্ঞপ্তিতে কিছু বলা নেই, বিগতইও বছর ইএস প্লাস সহ সব ব্যবহার করা গেছে)
৯। যবিপ্রবি (ভর্তি বিজ্ঞপ্তিতে কিছু বলা নেই)


বাংলা সাহিত্যের বই ও বইয়ের রচয়িতা

১। পুতুল নাচের ইতিকথা- মানিক বন্দ্যোপাধ্যায়
২। জোছনা ও জননীর গল্প- হুমায়ুন আহমেদ
৩। পথের পাঁচালি- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪। লোটা কম্বল- সঞ্জীব চট্টোপাধ্যায়
৫। পদ্মা নদীর মাঝি- মানিক বন্দ্যোপাধ্যায়
৬। একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম
৭। দিবারাত্রির কাব্য- মানিক বন্দ্যোপাধ্যায়
৮। কবি- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৯। আরন্যক- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১০। চরিত্রহীন - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১১। লালশালু- সৈয়দ ওয়ালীউল্লাহ
১২। অপরাজিত - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৩। শ্রীকান্ত -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪। চোখের বালি- রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। গণদেবতা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১৬। আলালের ঘরের দুলাল- প্যারিচাঁদ মিত্র
১৭। হুতোম পেঁচার নকশা- কালী প্রসন্ন সিংহ
১৮। দৃষ্টিপ্রদীপ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৯। সূর্যদীঘল বাড়ি- আবু ইসহাক
২০। নিষিদ্ধ লোবান- সৈয়দ শামসুল হক
২১। জননী- শওকত ওসমান
২২। খোয়াবনামা - আখতারুজ্জামান ইলিয়াস
২৩। হাজার বছর ধরে- জহির রায়হান
২৪। তেইশ নম্বর তৈলচিত্র - আলাউদ্দিন আল আজাদ
২৫। চিলেকোঠার সেপাই- আখতারুজ্জামান ইলিয়াস
২৬। সারেং বউ- শহীদুল্লাহ কায়সার
২৭। আরোগ্য নিকেতন- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
২৮। প্রদোষে প্রাকৃতজন - শওকত আলী
২৯। খেলেরাম খেলে যা- সৈয়দ শামসুল হক
৩০। রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা
৩১। গঙ্গা- সমরেশ বসু
৩২। শঙ্খনীল কারাগার- হুমায়ুন আহমেদ
৩৩। নন্দিত নরকে- হুমায়ুন আহমেদ
৩৪। দীপু নাম্বার টু- মুহম্মদ জাফর ইকবাল
৩৫। মা- আনিসুল হক
৩৬। আট কুঠরি নয় দরজা- সমরেশ মজুমদার
৩৭। কড়ি দিয়ে কিনলাম- বিমল মিত্র
৩৮। মধ্যাহ্ন- হুমায়ূন আহমেদ।
৩৯। উত্তরাধিকার- সমরেশ মজুমদার
৪০। কালবেলা- সমরেশ মজুমদার
৪১। কৃষ্ণকান্তের উইল- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪২। সাতকাহন- সমরেশ মজুমদার
৪৩। গর্ভধারিণী - সমরেশ মজুমদার
৪৪। পূর্ব-পশ্চিম- সুনীল গঙ্গোপাধ্যায়
৪৫। প্রথম আলো- সুনীল গঙ্গোপাধ্যায়
৪৬। চৌরঙ্গী - শঙ্কর
৪৭। নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি - শঙ্কর
৪৮। দূরবীন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৯। শুন বরনারী- সুবোধ ঘোষ।
৫০। পার্থিব- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫১। সেই সময়- সুনীল গঙ্গোপাধ্যায়
৫২। মানবজমিন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫৩। তিথিডোর - বুদ্ধদেব বসু
৫৪। পাক সার জমিন সাদ বাদ- হুমায়ুন আজাদ
৫৫। ক্রীতদাসের হাসি- শওকত ওসমান
৫৬। শাপমোচন - ফাল্গুনী মুখোপাধ্যায়
৫৭। মাধুকরী- বুদ্ধদেব গুহ
৫৮। দেশে বিদেশে- মুজতবা আলী
৫৯। আরেক ফাল্গুন - জহির রায়হান
৬০। কাশবনের কন্যা- শামসুদ্দিন আবুল কালাম
৬১। বরফ গলা নদী- জহির রায়হান
৬২। গাভী বৃত্তান্ত- আহমদ ছফা
৬৩। বিষবৃক্ষ - বঙ্কিম চট্টোপাধ্যায়
৬৪। দৃষ্টিপাত- যাযাবর
৬৫। তিতাস একটি নদীর নাম- অদৈত মল্লবর্মন
৬৬। কাঁদো নদী কাঁদো- সৈয়দ ওয়ালীউল্লাহ
৬৭। শিবরাম গল্পসমগ্র
৬৮। জীবন ও রাজনৈতিক বাস্তবতা - শহীদুল জহির
৬৯। আনন্দমঠ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৭০। নিশি কুটুম্ব- মনোজ বসু।
৭১। একাত্তরের যীশু- শাহরিয়ার কবির
৭২। প্রজাপতি - সমরেশ বসু
৭৩। নীলকণ্ঠ পাখির খোঁজে - অতীন বন্দ্যোপাধ্যায়
৭৪। মাধুকরী - বুদ্ধদেব গুহ
৭৫। হুযুর কেবলা- আবুল মনসুর আহমেদ
৭৬। ওঙ্কার- আহমদ ছফা
৭৭। আমার দেখা রাজনীতির ৫০ বছর- আবুল মনসুর আহমদ
৭৮। কত অজানারে- শঙ্কর
৭৯। ভোলগা থেকে গঙ্গা- রাহুল সাংকৃত্যায়ন
৮০। টেনিদা- নারায়ণ গঙ্গোপাধ্যায়
৮১। বিষাদ সিন্ধু- মীর মোশাররফ হোসেন।
৮২। বিবর- সমরেশ বসু
৮৩। তারাশঙ্করের সব গল্প
৮৪। বুদ্ধদেব বসুর সব গল্প
৮৫। বনফুলের সব গল্প
৮৬। পরশুরামের সব গল্প
৮৭। কবর- মুনীর চৌধুরী
৮৮। কোথাও কেউ নেই- হুমায়ুন আহমেদ
৮৯। হিমু অমনিবাস - হুমায়ুন আহমেদ
৯০। মিসির আলী অমনিবাস- হুমায়ুন আহমেদ
৯১। আমার বন্ধু রাশেদ- মুহম্মদ জাফর ইকবাল
৯২। অসমাপ্ত আত্মজীবনী - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৯৩। শঙ্কু সমগ্র- সত্যজিৎ রায়
৯৪। মাসুদ রানা- কাজী আনোয়ার হোসেন।
৯৫। ফেলুদা সমগ্র- সত্যজিৎ রায়
৯৬। তিন গোয়েন্দা- সেবা প্রকাশনী
৯৭। কিরীটী সমগ্র- নীহাররঞ্জন গুপ্ত
৯৮। কমলাকান্তের দপ্তর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৯৯। পথের দাবি- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০০। গোরা - রবীন্দ্রনাথ ঠাকুর
১০১। শবনম- মুজতবা আলী
১০২। নৌকাডুবি - রবীন্দ্রনাথ ঠাকুর
১০৩। আদর্শ হিন্দু হোটেল- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১০৪। বহুব্রীহি - হুমায়ুন আহমেদ
১০৫। দেবদাস - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০৬। মধ্যাহ্ন- হুমায়ুন আহমেদ
১০৭। বাদশাহ নামদার- হুমায়ুন আহমেদ
১০৮। বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিস্কার- মুহম্মদ জাফর ইকবাল
১০৯। হাসুলিবাকের উপকথা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১১০। গল্পগুচ্ছ- রবীন্দ্রনাথ ঠাকুর
১১১। শেষ নমস্কার- সন্তোষ কুমার ঘোষ
১১২। হাঙ্গর নদী গ্রেনেড- সেলিনা হোসেন
১১৩। আবু ইব্রাহিমের মৃত্যু- শহীদুল জহির
১১৪। সাহেব বিবি গোলাম- বিমল মিত্র
১১৫। আগুনপাখি- হাসান আজিজুল হক
১১৬। কেয়া পাতার নৌকো- প্রফুল্ল রায়
১১৭।পুষ্প ও বিহঙ্গ পিরাণ- আহমদ ছফা
১১৮। আনোয়ারা- নজীবর রহমান
১১৯। চাপাডাঙ্গার বউ- তারাশঙ্খর বন্দ্যোপাধ্যায়
১২০। চাঁদের অমাবস্যা - সৈয়দ ওয়ালী উল্লাহ
১২১। কপালকুণ্ডলা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১২২। প্রথম প্রতিশ্রুতি - আশাপূর্ণা দেবী
১২৩। মরুস্বর্গ- আবুল বাশার
১২৪। রাজাবলী - আবুল বাশার
১২৫। কালো বরফ- মাহমুদুল হক
১২৬। নিরাপদ তন্দ্রা- মাহমুদুল হক
১২৭। সোনার হরিণ নেই- আশুতোষ মুখোপাধ্যায়
১২৮। যদ্যপি আমার গুরু- আহমদ ছফা।
১২৯। মৃতুক্ষুধা- কাজী নজরুল ইসলাম
১৩০। প্রদোষে প্রাকৃতজন' - শওকত আলী।
১৩১। শেষের কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩২। লৌহকপাট -জরাসন্ধ(চারুচন্দ্র চক্রবর্তী)
১৩৩। অন্তর্লীনা- নারায়ণ সান্যাল।
১৩৫। হাজার চুরাশির মা- মহাশ্বেতা দেবী
১৩৬। যাও পাখি -শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১৩৭।তবুও একদিন- সুমন্ত আসলাম।
১৩৮। অন্তর্জলী যাত্রা- কমলকুমার মজুমদার
১৩৯। ব্যোমকেশ সমগ্র- শরদিন্দু
১৪০। অন্য দিন- হুমায়ূন আহমেদ
১৪১। কালপুরুষ- সমরেশ মজুমদার
১৪২। মেমসাহেব - নিমাই ভট্টাচার্য
১৪৩। বিন্দুর ছেলে- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪৪। নামগন্ধ - মলয় রায় চৌধুরী
১৪৫। মতিচূর - বেগম রোকেয়া
১৪৬। সুলতানার স্বপ্ন- বেগম রোকেয়া
১৪৭। চাঁদের পাহাড়- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৪৮। অপুর সংসার- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৪৯। কারুবাসনা - জীবনানন্দ দাশ
১৫০। বেনের মেয়ে- হরপ্রসাদ শাস্ত্রী
১৫১। আবদুল্লাহ - কাজী ইমদাদুল হক
১৫২। সূবর্ণলতা- আশাপূর্ণা দেবী
১৫৩। ঢোঁড়াই চরিত মানস- সতিনাথ ভাদুরী
১৫৪। উপনিবেশ - নারায়ণ গঙ্গোপাধ্যায়
১৫৫। সাহেব বিবি গোলাম- বিমল মিত্র
১৫৬। পদ্মার পলিদ্বীপ - আবু ইসহাক
১৫৭। নারী- হুমায়ুন আজাদ
১৫৮। বিত্ত বাসনা- শংকর
১৫৯। সংশপ্তক- শহিদুল্লা কায়সার
১৬০! জীবন আমার বোন- মাহমুদুল হক
১৬১।ক্রাচের কর্নেল- শাহাদুজ্জামান
১৬২।১৯৭১- হুমায়ূন আহমেদ
১৬৩।দেয়াল- হুমায়ূন আহমেদ
১৬৪।পরিনীতা- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৬৫।উত্তম পুরুষ-রশীদ করীম
১৬৬।ঈশ্বর পৃথিবী ভালোবাসা- শিবরাম চক্রবর্তী
১৬৭।শতকিয়া-সুবোধ ঘোষ
১৬৮। তিস্তাপারের বৃত্তান্ত- দেবেশ রায়
১৬৯। নীল দংশন - সৈয়দ শামসুল হক
১৭০। কুকুর সম্পর্কে দু একটি কথা যা আমি জানি- সন্দীপন চট্টোপাধ্যায়
১৭১। অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী- আহমদ ছফা
১৭২। ছাপ্পান্নো হাজার বর্গমাইল - হুমায়ুন আজাদ
১৭৩। শুভব্রত ও তার সম্পর্কিত সুসমাচার, রাজনীতিবিদগণ -হুমায়ুন আজাদ
১৭৪। ১০,০০০, এবং আরো একটি ধর্ষণ - হুমায়ুন আজাদ
১৭৫। নভেরা- হাসনাত আবদুল হাই
১৭৬। দুচাকার দুনিয়া- বিমল মুখার্জী
১৭৭। চাকা- সেলিম আল দীন
১৭৮। হার্বাট- নবারুণ ভট্টাচার্য
১৭৯। নীলকন্ঠ পাখির খোঁজে- অতীন বন্দ্যোপাধ্যায়
১৮০। ন হন্যতে - মৈত্রেয়ী দেবী।
১৮১। কেরী সাহেবের মুন্সী- প্রমথনাথ বিশী
১৮২। আগুনপাখি- হাসান আজিজুল হক
১৮৩। পঞ্চম পুরুষ- বাণি বসু
১৮৫। অলীক মানুষ- সৈয়দ মুস্তফা সিরাজ
১৮৬। আমি বীরাঙ্গনা বলছি- নীলিমা ইব্রাহিম
১৮৭। পুত্র পিতাকে - চানক্য সেন
১৮৮। দোজখনামা- রবি শংকর বল
১৮৮। মাতাল হাওয়া- হুমায়ূন আহমেদ
১৮৯।বিষাদবৃক্ষ - মিহিরসেন গুপ্ত
১৯০। অলৌকিক নয়,লৌকিক - প্রবীর ঘোষ
১৯১। সৃষ্টি রহস্য - আরজ আলী মাতুব্বর।
১৯২। ফালি ফালি ক'রে কাটা চাঁদ - হুমায়ুন আজাদ
১৯৩। নিমন্ত্রণ - তসলিমা নাসরিন
১৯৪। বসুধারা- তিলোত্তমা মজুমদার
১৯৫।উপকণ্ঠ - গজেন্দ্র কুমার মিত্র
১৯৬। অসাধু সিন্ধার্থ- জগদীশ গুপ্ত
১৯৭। কুহেলিকা- কাজী নজরুল ইসলাম
১৯৮। সৃষ্টি ও বিজ্ঞান - পূরবী বসু
১৯৯। ঈশ্বরের বাগান- অতীন বন্দ্যোপাধ্যায়
২০০। আয়না- আবুল মনসুর আহমদ
২০১। ক্রান্তিকাল- প্রফুল্ল রায়
২০২। কেয়া পাতার নৌকা- প্রফুল্ল রায়
২০৩। গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে - মাহবুব আলম
২০৪। একাত্তরের ডায়েরী- বেগম সুফিয়া কামাল
২০৫। রাজাকারের মন (১ম ও ২য় খন্ড) - মুনতাসীর মামুন
২০৬। ভিনকোয়েস্ট জেনারেল - মুনতাসীর মামুন
২০৭। যাপিত জীবন - সেলিনা হোসেন
২০৮।খেলারাম খেলে যা-সৈয়দ শামসুল হক
২০৯। সোনালী হরিণ নেই- আশুতোষ মুখোপাধ্যায়
২১০। চতুষ্পাঠী- স্বপ্নময় চক্রবর্তী।
২১১। কালকূট - সতীনাথ ভাদুড়ী।
২১২। অরণ্যের দিনরাত্রি - সুনীল গঙ্গোপাধ্যায়
২১৩। দেবী - হুমায়ূন আহমেদ
২১৪। ন হন্যতে- মৈত্রেয়ী দেবী
২১৫। ঢোঁড়াই চরিতমানস- সতীনাথ ভাদুড়ী
  Fish Video

37th. BCS Question solution—English

Amazing Video
36. Singular form—d—radius
37. correct sentence- C—all of it depends on you.
38. Complex sentence of “A rolling stone gathers no moss.”—d—A stone that rolls gathers no moss.
39. Appended meaning—C----joined


40. vigilantly—B—Adverb
41. alluring—B----tempting
42. Passive voice- C---The tree was planted here by whom?
43. Frailty, thy name is woman( Hamlet, William Shakespeare) Frailty--—A---N oun
44. Education is enlightening--- Enlightening—B—Participle
45. The family does not feel ……..going out—C—Like
46.I could not mend the computer myself. So, I ---------at a shop. A—had it mended
47. I saw -----one-eyed man. A—a
48. Omnivorous meaning—D—eating all types of food
49.It is raining cats and dogs. Best option-- B—Make sure you take an umbrella (May be)
50. Achilles Heel—B-Weak point
51.He worked with all sincerity . D--- Adverbial phrase
52. This is the book I lost. C---Adjective clause
53. Proviso meaning—C--Stipulation
54. Cassandra is a night owl. So, she does not usually get up before about---. A—11 am
55.Deleterious –antonym-- C--- Harmless
56. :Gerontion” the poem is written by--- A—T.S.Eliot
57. Lat work(Swan song) of Shakespeare---C—Tempest
58. “Elegy Written in a Country Church yard” the elegy written by--A—Thomas Gray
59. the comic drama” Volpone” written by—B---Ben Johnson
60. Iambic pentameter
61. The repetition of beginning consonant sound is known as---C--- Alliteration
62. Not poetic tradition--C---The Occult
63.Five lines poem-- B—Limerick
64. “Biographia Literaria” written by -- C---S. T. Coleridge ( Supernatural Poet)
65. Robert Browning is a -------poet. B--- Victorian
66. Othello gave Desdemona --------as a token of love. B—Handkerchief
67.P.B. Shelley’s ” Adonais “ is an elegy written for .. C—John Keats
68. The comparison of unlike things using words “As”---B—Simile
69. Restoration period starts from—B— 1660
70. “The Sun also Rises” the novel written by----C—Ernest Hemingway (American Novelist)
More Video

শুদ্ধরীতিতে বাংলা নামের ইংরেজী বানান ব্যঞ্জন বর্ণ

- Ka, খ-Kha, গ-Ga, ঘ- Gha, ঙ- M, চ-cha, ছ-
Chha, জ-Ja/Za, ঝ-Jha ঞ-n, ট-Ta, ঠ-Tha, ড-
Da, ড়-r, ঢ-Dha, ঢ়-r, ণ-n, ত-Ta, থ- Tha, দ-Da, ধ-
Dha, ন-Na, প-Pa, ফ-Fa, ব-Ba, ভ-Va/Bha, ম-
Ma,য-Za, য়-y, র-Ra, ল-La, শ-Sha, ষ-Sha, স-S,
হ-Ha
অ-A, অা-A, ই-I, ঈ-E, উ-U, ঊ-U, ঋ-Wri, এ-E, ঐ- Oi, ও-W, ঔ-Ow
এবারে যুক্তবর্ণঃ
1. ক্ক => ক+ক=> kk=> মক্কা- Mokka
2. ক্ত => ক+ত=> kt=> রক্তিম-Roktim
3. ক্ষ=> ক+ ষ=> ksh=>ক্ষিতিশ- Kshitish
4. ক্স=> ক+ স=> ks/x=>রক্সি- Roksi/Roxi
5.ঙ্ক/অনুস্বর=>mk=>অংকন/অঙ্কন=> Amkon
6. ঙ্খ=>ঙ+খ=>mkh=> শঙ্খ=> Shamkho
7. ঙ্গ=>ঙ+গ=>mg=>মঙ্গল=>Mongol
8. ঙ্ঘ=>ঙ+ঘ=>mgh=>সঙ্ঘ=>Somgho
9.চ্চ=> চ+চ=> chch=>উচ্চয়=>Uc
hchoy
10.চ্ছ=>চ+ছ=> chchh=>উচ্ছব=>U
chchhab
11.জ্জ=>জ+জ=> jj=>উজ্জয়িনী=>U
jjoyinee
12.জ্জ্ব=>জ+জ+ব=>jjw=>উজ্জ্বল=
>Ujjwal
13.জ্ঞ=>জ+ঞ=>jn
=>জ্ঞানেন্দ্র=>Jnendra
14.ঞ্চ=>ঞ+চ=>nch=>পঞ্চম=>Panch
om
15.ঞ্ছ=>ঞ+ছ=>nc
hh=>বাঞ্ছারাম=>Banchharam
16. ঞ্জ=>ঞ+জ=>nj=>র
ঞ্জন=>Ranjan
17. ট্ট=>ট+ট=>tt=>কুট্টি=>Kutti
18. ন্ট=>ন+ট=>nt=>নান্টু=>Nantu
19. ত্ত=>ত+ত=>tt=>উত্তম=>Uttam
20.দ্দ=>দ+দ=>dd=>উদ্দাম=>Uddam
21. দ্ধ=>দ+ধ=>ddh=>উদ্ধরন =>Uddharon
22. দ্ভ =>দ+ভ=>dv=>উদ্ব
াস=>Udvas
23.দ্ব=>দ+ব=>dw=>দ্বীপান্বিতা=
>Dweepanwita
23.ন্ত=>ন+ত=>nt
=>কান্তা=>Kanta
24.ন্দ=>ন+দ=>nd=>আনন্দ=>Anonda
25.ন্ধ=>ন+ধ=>ndh=>বন্ধন=>Bondh
an
26. ন্ন=> ন+ন=>nn=>নান্না
=>Nanna
27. ন্ম=>ন+ম=>nm=>ম
ন্মথ=>Monmatho
28. প্ত=>প+ত=>pt=>দীপ্ত =>Deepto
29.প্প=>প+প=>pp=>পাপ্পু=>Pappu
30.ল্ক=>ল+ক=>lk=>উল্কা=>Ulka
31.স্ক =>স+ক=>sk=> ভাস্কর=>Vaskor
32. স্প=>স+প=>sp=>স
্পন্দন=>Spondon
33.হ্ম=>হ+ম=>hm=>ব্রহ্ম=>Bromho
34.ঋ=>wr=>ঋদ্ধি
মান=>Wriddhiman
35.কৃ=>kri=>কৃষ্ণ=>Krishna
36. স=>s=>সৃজন=>Srijon
37. শ/ষ=>ঋষভ=>Wrishov

Fish

সাম্প্রতিক ঝড়ের নাম ও অর্থ

১. সিডর - চোখ, সিংহলী ভাষার শব্দ।
২. রেশমি - কোমল
৩. খাইরুন - উত্তম, আরবি ভাষার শব্দ।
৪. নিসা - নারী, আরবি ভাষার শব্দ
৫. নার্গিস - ফুল, উর্দু ভাষার শব্দ।
৬. বিজলী - দূতি, বিদ্যুৎ।
৭. আইলা - ডলফিন বা শুশুক জাতীয় প্রাণী, মালদ্বীপের
দিবেহী ভাষার শব্দ।
৮. ওয়ার্ড - ফুল, আরবি ও ওমানীয় ভাষা।
৯. মহাসেন - সৌন্দর্য, সিংহলী ভাষার শব্দ।
১০. হুদহুদ - এক ধরণের পাখি, ওমান ভাষার শব্দ।
১১. কোমেন - বিস্ফোরক বা বিস্ফোরণ ঘটায় এমন, এর
আরেকটি অর্থ - মূল্যবান পাথর, থাইল্যান্ড ভাষার শব্দ।
১২. রোয়ানু - কয়ার রোপ। বাংলায় নারকেলের ছোবড়ার আঁশের দড়ি। মালদ্বীপের ভাষার শব্দ।
১৩. নাদা - দ্রমূর্তির নারী, ভয়ংকর ও হিংস্রতা,ওমান
ভাষার শব্দ।
১৪. মোরা - মূল্যবান প্রস্তর বিশেষ, Star of the Sea,
থাইল্যান্ডের প্রস্তাবিত নাম। থাই ভাষার শব্দ।

গণিতের শর্টকাট টেকনিক (সকল অধ্যায়)

১।মৌলিক সংখ্যা নির্ণয়
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টি।
কিভাবে মনে রাখবেন ? Just remember as a phone number or your account number:

44 22 322 321

(৪) ১-১০ পর্যন্ত ৪ টি যথাঃ ২, ৩, ৫,৭
(৪) ১১-২০ পর্যন্ত ৪ টি যথাঃ ১১, ১৩, ১৭, ১৯
(২) ২১-৩০ পর্যন্ত ২ টি যথাঃ ২৩, ২৯
(২) ৩১-৪০ পর্যন্ত ২ টি যথাঃ ৩১, ৩৭
(৩) ৪১-৫০ পর্যন্ত ৩ টি যথাঃ ৪১, ৪৩, ৪৭
(২) ৫১-৬০ পর্যন্ত ২ টি যথাঃ ৫৩, ৫৯
(২) ৬১-৭০ পর্যন্ত ২ টি যথাঃ ৬১, ৬৭
(৩) ৭১-৮০ পর্যন্ত ৩ টি যথাঃ ৭১, ৭৩, ৭৯
(২) ৮১-৯০ পর্যন্ত ২ টি যথাঃ ৮৩, ৮৯
(১) ৯১-১০০ পর্যন্ত ১ টি যথাঃ ৯৭
মোট ২৫ টি।
মজার কিছু দেখতে Click করুন এখানে
----------------
11 থেকে 99 পর্যন্ত বর্গ করার কৌশল []
সূত্র:- (xy)^2=abc [যেখানে;b,cএকটি
করে সংখ্যা & a এক বা একাধিক সংখ্যা হতে পারে]
এবং
a=x^2
b=2xy
c=y^2
এবার 11 &25 বর্গ করি৷
(11)^2=(1^2)(2.1.1)(1^2)
=(1)(2)(1)
=121
আবার
(25)^2=(2^2)(2.2.5)(5^2)
=(4)(20)(25)
=(4)(20+2)5
=(4)(22)5
=(4+2)25
=625
২। লাভ -ক্ষতি
.
টপিকস : লাভ -ক্ষতি:
আেইটেম -১
.
একটি দ্রব্য নির্দিষ্ট % লাভে/ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ..... টাকা বেশি হলে % লাভে/ক্ষতি হয় ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে।
.
উদা: একটি মোবাইল ১০ % ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে।
.
টেকনিক :
ক্রয়মূল্য ={১০০xযত বেশি থাকবে}/ উল্লেখিত শতকরা হারদুটির যোগফল)
.
অঙ্কটির সমাধান:
ক্রয়মূল্য ={১০০x৪৫}/ {১০+৫)
=৪৫০০/১৫
=৩০০ (উত্তর)
. .
নিজে নিজে করুন
১। একটি কলম ১০ % ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ৩০ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে। (২০০)
২। একটি কম্পিউটার২০ % ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ১৫০০ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে।(৬০০০)
============
আইটেম :-২
-কোন দ্রব্যের মূল্য নির্দিষ্ট ৫% কমে যাওয়ায় দ্রব্যটি ৬০০০ টাকা পূর্ব অপেক্ষা ১ কুইন্টাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল এর বর্তমান মূল্য কত?
-
টেকনিক :
বর্তমান মূল্য: শতকরা হার/১০০) x{যে টাকা দেওয়া থাকবে/ কম-বেশি সংখ্যার পরিমাণ}x যত পরিমাণের মূল্য বাহির করতে বলা হবে।
.
উদাহরণটির সমাধান:
বর্তমান মূল্য = (৫/১০০)x(৬০০০/১)x১
=৭২০ টাকা । (উত্তর)
.
নিজে করুন:
৩। কোন দ্রব্যের মূল্য নির্দিষ্ট ৩০% কমে যাওয়ায় দ্রব্যটি ৬০০০ টাকায় পূর্ব অপেক্ষা ৬ কুইন্টাল বেশি পাওয়া যায়। ১ ০কুইন্টাল এর বর্তমান মূল্য কত? (উত্তর: ৩০০০০টাকা)
.
৪। কলার মূল্য নির্দিষ্ট ২৫% কমে যাওয়ায় দ্রব্যটি ১০০ টাকায় পূর্ব অপেক্ষা ২৫ টি বেশি পাওয়া যায়। ৩ হালি কলার বর্তমান মূল্য কত?( উত্তর:১২)
অঙ্কের ধরণ:
টাকায় নির্দিষ্ট দরে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য কিনে সেই টাকায় নিদিষ্ট কম-বেশি দরে বিক্রি করায় শতকরা লাভ -ক্ষতির হার নির্ণয় করতে হবে ।
.
টেকনিক:
লাভ/ক্ষতি = ১০০/ বিক্রির সংখ্যা
.
উদা: টাকায় ৩টি করে লেবু কিনে ২টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?(২৬তম বিসিএস)
টেকনিক:
লাভ= ১০০/ বিক্রির সংখ্যা
=১০০/২
=৫০% (উত্তর)
.
নিজে করুন:
১। টাকায় ৫টি করে লেবু কিনে ৪টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?
২। টাকায় ২১টি করে লেবু কিনে ২০টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?
৩।টাকায় ৯টি করে লেবু কিনে ১০টি করে বিক্রি করলে শতকরা ক্ষতি কত?
৪।টাকায় ৪৯টি করে লেবু কিনে ৫০টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?
# 1_টেকনিক :::
দ্রব্যমূল্যের শতকরা হার হ্রাস পাওয়ায়–
# দ্রব্যের_বর্তমান_মূল্য = (হ্রাসকৃত মূল্যেহার X মোট মূল্য)÷(১০০ + যে পরিমাণ পণ্য বেশি হয়েছে)
# উদাহরণঃচালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায়
পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের দাম কত?
# সমাধানঃদ্রব্যের বর্তমান মূল্য = (১২ X ৬০০০)÷(১০০ X ১)
= ৭২০ টাকা(উঃ)
.
# 2_টেকনিক :::::
মূল্য বা ব্যবহার হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে–
# হ্রাসের_হার =(বৃদ্ধির হার X হ্রাসের হার)÷১০০
# উদাহরণঃচিনির মূল্য ২০% কমলো কিন্তু চিনির ব্যবহার ২০%বেড়ে গেল এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়বে বা কমবে?
# সমাধানঃহ্রাসের হার = (২০ X ২০)÷১০০
= ৪%(উঃ)
.
# 3_টেকনিক ;::::::
পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য অনুপাতে দেওয়া থাকলে
মূল্যের শতকরা হ্রাস বের করতে হলে –
# শতকরা_মূল্য_হ্রাস
=(অনুপাতের বিয়োগফল X (১০০÷অনুপাতের প্রথম সংখ্যা)
# উদাহরণঃমাসুদের আয় ও ব্যয় এর অনুপাত ২০:১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
# সমাধানঃশতকরা মূল্য হার = (২০-১৫) X (১০০÷২০)= ২৫%(উঃ)
টাইপ ১ঃ (যদি দাম বাড়ে)
চালের দাম যদি ৪০% বেড়ে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
টেকনিকঃ
কমানো % = (100 × r) / (100 + r) (দাম বাড়লে ফর্মুলায় প্লাস ব্যাবহার হয়েছে)
এখানে r = 40%
Answer = (100 × 40)/(100 + 40) = 28.57%
টাইপ ২ঃ (যদি দাম কমে)
চালের দাম যদি ৪০% কমে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত বাড়ালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
টেকনিকঃ
বাড়ানো % = (100 × r)/(100- r) (দাম কমলে ফর্মুলায় মাইনাস ব্যাবহার হয়েছে)
এখানে r = 40%
Answer = (100 × 40)/(100- 40) = 66.66%
টাইপ ৩ঃ (যদি r এর মান ২০% দেয়া থাকে তবে বাড়ুক কমুক যে টাইপ সমস্যাই দেয়া হোক না কেন চোখ বন্ধ করে উত্তর হবে ২৫%, আর ২৫% দেয়া থাকলে উত্তর হবে ২০% )
Example 1: চালের দাম যদি 25% বেড়ে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
উত্তরঃ 20%
যদি ২৫% কমে দেওয়া থাকে তাহলে উত্তর হবে ৩৩.৩৩%
Example 2: চালের দাম যদি 20% বেড়ে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
উত্তরঃ 25%
৩। সুদ কষা
.
১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ২৫ বছরে ৩গুন হবে?
২। শতকরা ২০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের দ্বিগুন হবে?
টেকনিক:
যতগুন থাকবে তার থেকে ১ বিয়োগ করে ১০০ দিয়ে গুন করে তাকে তাকে প্রদত্ত হার দিয়ে ভাগ করলে সময় বের হবে । আর যদি প্রদত্ত বছর দিয়ে ভাগ করা হয় তাহলে হার বের হবে।
অর্থাত্ সূত্রটি
rxt =(n-1)x100. ( এখানে r= শতকরা হার ,t = সময় )
.
.
এখন ১নং অঙ্কটি করি
দেওয়া আছে t=২৫, n =৩ ; r=?
r= {(n-1)x100}/t
={(৩-১)x১০০}২৫
={২x১০০}২৫
=২০০/২৫
=৮ % (উত্তর)
.
----------
২নং অঙ্কটি করি
দেওয়া আছে t=?, n =২ ; r=২০
t= {(n-1)x100}/r
={(২-১)x১০০}/২০
=১০০/২০
=৫ বছর
============
নিজে করুন :
১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ১০বছরে ৩গুন হবে?
২।শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ৫ বছরে ২গুন হবে?
৩। শতকরা ১০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের ৩গুন হবে?
৪।শতকরা ১৫টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের ৪গুন হবে?
সূত্রঃ ১
যখন মুলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেওয়া থাকবে তখন
সুদ / মুনাফা = (মুলধন x সময় x সুদের হার) / ১০০
প্রশ্নঃ ৯.৫% হারে সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?
সমাধানঃ
সুদ / মুনাফা = (৬০০ x ২ x ৯.৫) / ১০০
= ১১৪ টাকা
সূত্রঃ ২
যখন সুদ, মুলধন এবং সুদের হার দেওয়া থাকে তখন –
সময় = (সুদ x ১০০) / (মুলধন x সুদের হার)
প্রশ্নঃ ৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে?
সমাধানঃ
সময় = (১০০ x ১০০) / (৫০০ x ৫)
= ৪ বছর
সূত্রঃ ৩
যখন সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকে তখন –
সময় = (সুদেমূলে যতগুণ – ১) / সুদের হার x ১০০
প্রশ্নঃ বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে?
সমাধানঃ
সময় = (২– ১) /১০ x ১০০
= ১০ বছর
সূত্রঃ ৪
যখন সুদে মূলে গুণ হয় এবং সময় উল্লেখ থাকে তখন
সুদের হার = (সুদেমূলে যতগুণ – ১) / সময় x ১০০
প্রশ্নঃ সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোন মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?
সমাধানঃ
সুদের হার = (৩ – ১) / ৮ x ১০০
= ২৫%
সূত্রঃ ৫
যখন সুদ সময় ও মূলধন দেওয়া থাকে তখন
সুদের হার = (সুদ x ১০০) / (আসল বা মূলধন x সময়)
প্রশ্নঃ শতকরা বার্ষিক কত টাকা হার সুদে ৫ বছরের ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
সমাধানঃ
সুদের হার = (১৪০ x ১০০) / (৪০০ x ৫)
= ৭ টাকা
----------------------------
চক্রবৃদ্ধি সুদ নির্ণয়
---------------------
টেকনিক:
যে সুদের হার দেওয়া থাকবে তাকে বছর অনুযায়ী যোগ করুন এবং হারের বর্গকে ১০০ দিয়ে ভাগ করে ভাগফলের সাথে হারের যোগফল যোগ করে যা পাওয়া যাবে সেটা মোট টাকার শতকরা বের করলেই চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে।
উদাহরণ >২৫০০ টাকার উপর ১২% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ কত?
.
উত্তর:বছর দ্বিগুন থাকায় হারেকে ডাবল করুন এবং হারকে বর্গ করে ১০০
দিয়ে ভাগ দিন। তারপর হারের
যোগফলের সাথে ভাগফল যোগ করুন
ব্যাস হয়ে গেল।
(১২+ ১২) = ২৪ + ১.৪৪ =
২৫.৪৪% ধরুন ২৫০০ টাকার উপর ৬৩৬
চক্রবৃদ্ধি সুদ।
৪। শতকরা
মাত্র ৬/৭ সেকেন্ডে কিভাবে Percent বের করবেন তার জন্য নিচের টেকনিকটি দেখুন-
------------
1. 30% of 50= 15 (3*5=15) কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে এর উত্তর বের করবেন? প্রশ্নে উল্লেখিত সংখ্যা দুটি হল 30 এবং 50। এ
খানে উভয় সংখ্যার এককের ঘরের অংক ‘শুন্য’ আছে। যদি উভয় সংখ্যার এককের ঘরের অংক ‘শুন্য’ হয় তাহলে উভয় সংখ্যা থেকে তাদেরকে (শুন্য) বাদ দিয়ে বাকি যে সংখ্যা পাওয়া যায় তাদেরকে গুণ করলেই উত্তর বের হয়ে যাবে অর্থাৎ এখানে 3 এবং 5 কে গুণ করলেই উত্তর বের হয়ে যাবে।
2. 40% of 60= 24 (4*6=24)
3. 20% of 190= 38 (2*19=38)
4. 80% of 40= 32 (8*4=32)
5. 20% of 18= 3.6 (2*1.8=3.6)
এখানে দুটি সংখ্যার মধ্যে একটির এককের ঘরের সংখ্যা ‘শুন্য’।
তাহলে এখন কি করব? ঐ ‘শুন্য’ টাকে বাদ দেব আর যে সংখ্যায় ‘শুন্য’ নেই সেই সংখ্যার এককের ঘরের আগে একটা ‘দশমিক’ বসিয়ে দেব।
বাকী কাজটা আগের মতই।
6. 25% of 44=11 (2.5*4.4=11)
7. 245% of 245=600.25 (24.5*24.5=600.
25)
8. ১২৫ এর ২০% কত? =২৫ (১২.৫*২=২৫)
9. ৫০ এর ১০% কত? =৫ (৫*১=৫)
10. ১১৫২৫ এর ২৩% কত? =২৬৫০.৭৫ (১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫)
------------------------------------
প্রশ্নের ধরণ: অঙ্কে দুটো শতকরা হার থাকবে ; একটি বৃদ্ধি হার, অন্যটি হ্রাস হার/ অথবা উভয়টি বৃদ্ধিহার / উভয়টি হ্রাসহার । বলা হবে শতকরা হ্রাস বৃদ্ধির পরিমাণ বের কর।
.
উদা: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
টেকনিক :
ক্ষেত্রফলের বৃদ্ধি হার = 1st % + 2nd % +{(1st % x 2nd% )/100}
= ২০+(-১০) + {(২০x-১০)/১০০}
=১০+{-২০০/১০০}
=১০-২
=৮%(উত্তর)
মনে রাখবেন বৃদ্ধি পেলে + চিহ্ন আর হ্রাস পেলে বিয়োগ চিহ্ন হয় ।
নিজে করুন
1 . একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% ও প্রস্থ ২৫% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
2. If the length and breadth of a rectangle are both increased by 4% , then what is the increase in its area ?
3.একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 1০% ও প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
৪.২০১৪সালে গ্রামীণ সিমের দাম ১০০টাকা এবং পরবর্তী দুই বছরের জন্য প্রতিবছর সিমের দাম ২০% করে বৃদ্ধি পায় তাহলে ২০১৬সালে সিমের দাম কত?
5. Successive increase of 20% and 15% is equal to what single Increase rate%?
6. চিনির মূল্য ২০% কমলো, কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেলো । এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?(কমলো ৪%)
৭. একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো , অত:পর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূলের তুলনায় শতকরা কত বাড়লো বা কমলো?
৮.চালের দাম ২০১৫সালে পূর্বের তুলনায় ২০% হ্রাস পেয়েছে। ২০১৬সালে উত্পাদন বৃদ্ধির জন্য চালের দাম ১০% বৃদ্ধি পেলে ২০১৪সালের তুলনায় চালের দাম কতটুকু হ্রাস পেয়েছে?
 Fish