Thursday, November 29, 2018

সাধারণ জ্ঞান

১। কোন দেশ কখনো উপনিবেশ হয়নি?
উত্তর: থাইল্যান্ড
২। মৃতের সৎকারের জন্য চিলঘর ব্যবহার করে কোন ধর্মাবলম্বীরা?
উত্তর: ঘ. জোরোস্ট্রীয়
৩। সর্বপ্রথম মহাশূন্যে যাত্রা করেন কোন নারী?
উত্তর: ক. ভ্যালেনটিনা তেরেশকোভা
৪। ‘I have a dream’-এ উক্তিটি কার?
উত্তর: গ. মার্টিন লুথার কিং
৫। ক্যানেরেয়ার অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী?
উত্তর: ক. দি লজ।
৬। ইবোলা ভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর: খ. লাইবেরিয়া
৭। আবু গরিব হচ্ছে
উত্তর: ঘ. একটি জেলখানা
৮। সাম্প্রতিকতম বিশ্বে বাসযোগ্যতা সূচক অনুযায়ী সবচেয়ে বাসযোগ্য শহর হচ্ছে
উত্তর: মেলবোর্ন ।
৯। GIS-এর অর্থ কী?
উত্তর: খ. জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ।
১০। ‘Man is born free and everywhere he is in chains’-
উক্তিটি কার?
উত্তর: গ. জ্যাঁ-জাক রুশো
১১। পৃথিবীর সর্ববৃহৎ হ্রদ কোনটি?
উত্তর: ঘ. ক্যাস্পিয়ান সাগর
১২। হাজার হ্রদের দেশ হচ্ছে-
উত্তর: ফিনল্যান্ড
১৩। ২০১৪ ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কে?
উত্তর: খ. জেমস রডরিগুয়েজ
১৪। গাজায় হামলার প্রতিবাদে ব্রিটিশ মন্ত্রীসভা থেকে পদত্যাগকারী মুসলিম
বংশোদ্ভূত নারী হচ্ছেন-
উত্তর: ঘ. সাইয়িদা ওয়ারসি
১৫। চে গুয়েভারার জন্ম কোন দেশে?
উত্তর: খ. আর্জেন্টিনা ।
১৬। কোন দেশ প্রথম জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ করে?
উত্তর: ঘ. ভুটান
১৭। কোন দেশে বাংলা দ্বিতীয় জাতীয় ভাষা?
উত্তর: সিয়েরা লিওন
১৮। সম্রাট আকবরের সমাধি কোথায়?
উত্তর: সেকান্দ্রা
১৯। কোন দেশ ব্রিকস গ্রুপের আন্তর্ভূক্ত নয়?
উত্তর: খ. ব্রিটেন
২০। World Wide Web এর প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উত্তর: খ. টিম বার্নার্স-লি

আবিষ্কার

১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে
২। Email আবিষ্কৃত হয় 1971 সালে
৩। Hotmail আবিষ্কৃতহয় 1996 সালে
৪। Google আবিষ্কৃত হয় 1998 সালে
৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে
৬। You tube আবিষ্কৃত হয় 2005 সালে
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়১৯৯৩ সালে
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্যউন্মুক্ত হয় ১৯৯৬ সালে
১১। বাংলাদেশে 3G চালু হয় 14OCTOBER,2012
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার"IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানুশক্তি কমিশনে ১৯৬৪ সালে
১৩। ২১ মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলংজা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমেবাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথম বারেরমতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেন মহিষের
১৫। ২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্যউন্মোচনে নেতৃত্ব দেন ড. মাকসুদুল আলম
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্ব প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নাম অসবর্ন-১
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘর টিঅবস্থিত যুক্তরাষ্ট্রের আটলান্টায়
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘চালু হয়২৮ফেব্রুয়ারী ২০১৩
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্পসংস্থালিমিটেড (টেশিস) কর্তৃক তৈরীকৃত প্রথমল্যাপটপ দোয়েল


সাধারণ জ্ঞান

Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
IP এর পূর্ণরূপ— Internet Protocol
VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resourc Under Seized.
SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
3G এর পূর্ণরূপ — 3rd Generation.
GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
Katla Fish

যে সকল বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর নিষিদ্ধ

যে সকল বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর নিষিদ্ধ
১। ঢাকা বিশ্ববিদ্যালয়
২। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৩। মেডিকেল ও ডেন্টাল
৪। রাজশাহী বিশ্ববিদ্যালয়
৫। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
৬। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৭। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৮। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৯। জগন্নাথ বিশ্ববিদ্যালয়


.
নন প্রোগ্রামেবল ও অন্যান্য ক্যালকুলেটর ব্যবহার করা যাবেঃ
১। রুয়েট(যেকোনো নন প্রোগ্রামেবল)
২। বাকৃবি(যেকোনো নন প্রোগ্রামেবল)
৩। কুয়েট(ইএস প্লাস সহ সব ক্যালকুলেটর)
৪। বুয়েট(ইএস প্লাস সহ সব ক্যালকুলেটর)
৫। নোবিপ্রবি(১০০ এমএস ও ৫৭০ এমএস)
৬। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (প্রোগ্রামেবল)
৭। চুয়েট(১০০ এমএস ও ৯৯১ এমএস)
৮। শাহজালাল বিজ্ঞান- (বিজ্ঞপ্তিতে কিছু বলা নেই, বিগতইও বছর ইএস প্লাস সহ সব ব্যবহার করা গেছে)
৯। যবিপ্রবি (ভর্তি বিজ্ঞপ্তিতে কিছু বলা নেই)


বাংলা সাহিত্যের বই ও বইয়ের রচয়িতা

১। পুতুল নাচের ইতিকথা- মানিক বন্দ্যোপাধ্যায়
২। জোছনা ও জননীর গল্প- হুমায়ুন আহমেদ
৩। পথের পাঁচালি- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪। লোটা কম্বল- সঞ্জীব চট্টোপাধ্যায়
৫। পদ্মা নদীর মাঝি- মানিক বন্দ্যোপাধ্যায়
৬। একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম
৭। দিবারাত্রির কাব্য- মানিক বন্দ্যোপাধ্যায়
৮। কবি- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
৯। আরন্যক- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১০। চরিত্রহীন - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১১। লালশালু- সৈয়দ ওয়ালীউল্লাহ
১২। অপরাজিত - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৩। শ্রীকান্ত -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪। চোখের বালি- রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। গণদেবতা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১৬। আলালের ঘরের দুলাল- প্যারিচাঁদ মিত্র
১৭। হুতোম পেঁচার নকশা- কালী প্রসন্ন সিংহ
১৮। দৃষ্টিপ্রদীপ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৯। সূর্যদীঘল বাড়ি- আবু ইসহাক
২০। নিষিদ্ধ লোবান- সৈয়দ শামসুল হক
২১। জননী- শওকত ওসমান
২২। খোয়াবনামা - আখতারুজ্জামান ইলিয়াস
২৩। হাজার বছর ধরে- জহির রায়হান
২৪। তেইশ নম্বর তৈলচিত্র - আলাউদ্দিন আল আজাদ
২৫। চিলেকোঠার সেপাই- আখতারুজ্জামান ইলিয়াস
২৬। সারেং বউ- শহীদুল্লাহ কায়সার
২৭। আরোগ্য নিকেতন- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
২৮। প্রদোষে প্রাকৃতজন - শওকত আলী
২৯। খেলেরাম খেলে যা- সৈয়দ শামসুল হক
৩০। রাইফেল রোটি আওরাত- আনোয়ার পাশা
৩১। গঙ্গা- সমরেশ বসু
৩২। শঙ্খনীল কারাগার- হুমায়ুন আহমেদ
৩৩। নন্দিত নরকে- হুমায়ুন আহমেদ
৩৪। দীপু নাম্বার টু- মুহম্মদ জাফর ইকবাল
৩৫। মা- আনিসুল হক
৩৬। আট কুঠরি নয় দরজা- সমরেশ মজুমদার
৩৭। কড়ি দিয়ে কিনলাম- বিমল মিত্র
৩৮। মধ্যাহ্ন- হুমায়ূন আহমেদ।
৩৯। উত্তরাধিকার- সমরেশ মজুমদার
৪০। কালবেলা- সমরেশ মজুমদার
৪১। কৃষ্ণকান্তের উইল- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪২। সাতকাহন- সমরেশ মজুমদার
৪৩। গর্ভধারিণী - সমরেশ মজুমদার
৪৪। পূর্ব-পশ্চিম- সুনীল গঙ্গোপাধ্যায়
৪৫। প্রথম আলো- সুনীল গঙ্গোপাধ্যায়
৪৬। চৌরঙ্গী - শঙ্কর
৪৭। নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি - শঙ্কর
৪৮। দূরবীন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৯। শুন বরনারী- সুবোধ ঘোষ।
৫০। পার্থিব- শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫১। সেই সময়- সুনীল গঙ্গোপাধ্যায়
৫২। মানবজমিন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫৩। তিথিডোর - বুদ্ধদেব বসু
৫৪। পাক সার জমিন সাদ বাদ- হুমায়ুন আজাদ
৫৫। ক্রীতদাসের হাসি- শওকত ওসমান
৫৬। শাপমোচন - ফাল্গুনী মুখোপাধ্যায়
৫৭। মাধুকরী- বুদ্ধদেব গুহ
৫৮। দেশে বিদেশে- মুজতবা আলী
৫৯। আরেক ফাল্গুন - জহির রায়হান
৬০। কাশবনের কন্যা- শামসুদ্দিন আবুল কালাম
৬১। বরফ গলা নদী- জহির রায়হান
৬২। গাভী বৃত্তান্ত- আহমদ ছফা
৬৩। বিষবৃক্ষ - বঙ্কিম চট্টোপাধ্যায়
৬৪। দৃষ্টিপাত- যাযাবর
৬৫। তিতাস একটি নদীর নাম- অদৈত মল্লবর্মন
৬৬। কাঁদো নদী কাঁদো- সৈয়দ ওয়ালীউল্লাহ
৬৭। শিবরাম গল্পসমগ্র
৬৮। জীবন ও রাজনৈতিক বাস্তবতা - শহীদুল জহির
৬৯। আনন্দমঠ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৭০। নিশি কুটুম্ব- মনোজ বসু।
৭১। একাত্তরের যীশু- শাহরিয়ার কবির
৭২। প্রজাপতি - সমরেশ বসু
৭৩। নীলকণ্ঠ পাখির খোঁজে - অতীন বন্দ্যোপাধ্যায়
৭৪। মাধুকরী - বুদ্ধদেব গুহ
৭৫। হুযুর কেবলা- আবুল মনসুর আহমেদ
৭৬। ওঙ্কার- আহমদ ছফা
৭৭। আমার দেখা রাজনীতির ৫০ বছর- আবুল মনসুর আহমদ
৭৮। কত অজানারে- শঙ্কর
৭৯। ভোলগা থেকে গঙ্গা- রাহুল সাংকৃত্যায়ন
৮০। টেনিদা- নারায়ণ গঙ্গোপাধ্যায়
৮১। বিষাদ সিন্ধু- মীর মোশাররফ হোসেন।
৮২। বিবর- সমরেশ বসু
৮৩। তারাশঙ্করের সব গল্প
৮৪। বুদ্ধদেব বসুর সব গল্প
৮৫। বনফুলের সব গল্প
৮৬। পরশুরামের সব গল্প
৮৭। কবর- মুনীর চৌধুরী
৮৮। কোথাও কেউ নেই- হুমায়ুন আহমেদ
৮৯। হিমু অমনিবাস - হুমায়ুন আহমেদ
৯০। মিসির আলী অমনিবাস- হুমায়ুন আহমেদ
৯১। আমার বন্ধু রাশেদ- মুহম্মদ জাফর ইকবাল
৯২। অসমাপ্ত আত্মজীবনী - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৯৩। শঙ্কু সমগ্র- সত্যজিৎ রায়
৯৪। মাসুদ রানা- কাজী আনোয়ার হোসেন।
৯৫। ফেলুদা সমগ্র- সত্যজিৎ রায়
৯৬। তিন গোয়েন্দা- সেবা প্রকাশনী
৯৭। কিরীটী সমগ্র- নীহাররঞ্জন গুপ্ত
৯৮। কমলাকান্তের দপ্তর- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৯৯। পথের দাবি- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০০। গোরা - রবীন্দ্রনাথ ঠাকুর
১০১। শবনম- মুজতবা আলী
১০২। নৌকাডুবি - রবীন্দ্রনাথ ঠাকুর
১০৩। আদর্শ হিন্দু হোটেল- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১০৪। বহুব্রীহি - হুমায়ুন আহমেদ
১০৫। দেবদাস - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০৬। মধ্যাহ্ন- হুমায়ুন আহমেদ
১০৭। বাদশাহ নামদার- হুমায়ুন আহমেদ
১০৮। বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিস্কার- মুহম্মদ জাফর ইকবাল
১০৯। হাসুলিবাকের উপকথা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১১০। গল্পগুচ্ছ- রবীন্দ্রনাথ ঠাকুর
১১১। শেষ নমস্কার- সন্তোষ কুমার ঘোষ
১১২। হাঙ্গর নদী গ্রেনেড- সেলিনা হোসেন
১১৩। আবু ইব্রাহিমের মৃত্যু- শহীদুল জহির
১১৪। সাহেব বিবি গোলাম- বিমল মিত্র
১১৫। আগুনপাখি- হাসান আজিজুল হক
১১৬। কেয়া পাতার নৌকো- প্রফুল্ল রায়
১১৭।পুষ্প ও বিহঙ্গ পিরাণ- আহমদ ছফা
১১৮। আনোয়ারা- নজীবর রহমান
১১৯। চাপাডাঙ্গার বউ- তারাশঙ্খর বন্দ্যোপাধ্যায়
১২০। চাঁদের অমাবস্যা - সৈয়দ ওয়ালী উল্লাহ
১২১। কপালকুণ্ডলা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১২২। প্রথম প্রতিশ্রুতি - আশাপূর্ণা দেবী
১২৩। মরুস্বর্গ- আবুল বাশার
১২৪। রাজাবলী - আবুল বাশার
১২৫। কালো বরফ- মাহমুদুল হক
১২৬। নিরাপদ তন্দ্রা- মাহমুদুল হক
১২৭। সোনার হরিণ নেই- আশুতোষ মুখোপাধ্যায়
১২৮। যদ্যপি আমার গুরু- আহমদ ছফা।
১২৯। মৃতুক্ষুধা- কাজী নজরুল ইসলাম
১৩০। প্রদোষে প্রাকৃতজন' - শওকত আলী।
১৩১। শেষের কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩২। লৌহকপাট -জরাসন্ধ(চারুচন্দ্র চক্রবর্তী)
১৩৩। অন্তর্লীনা- নারায়ণ সান্যাল।
১৩৫। হাজার চুরাশির মা- মহাশ্বেতা দেবী
১৩৬। যাও পাখি -শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১৩৭।তবুও একদিন- সুমন্ত আসলাম।
১৩৮। অন্তর্জলী যাত্রা- কমলকুমার মজুমদার
১৩৯। ব্যোমকেশ সমগ্র- শরদিন্দু
১৪০। অন্য দিন- হুমায়ূন আহমেদ
১৪১। কালপুরুষ- সমরেশ মজুমদার
১৪২। মেমসাহেব - নিমাই ভট্টাচার্য
১৪৩। বিন্দুর ছেলে- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৪৪। নামগন্ধ - মলয় রায় চৌধুরী
১৪৫। মতিচূর - বেগম রোকেয়া
১৪৬। সুলতানার স্বপ্ন- বেগম রোকেয়া
১৪৭। চাঁদের পাহাড়- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৪৮। অপুর সংসার- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৪৯। কারুবাসনা - জীবনানন্দ দাশ
১৫০। বেনের মেয়ে- হরপ্রসাদ শাস্ত্রী
১৫১। আবদুল্লাহ - কাজী ইমদাদুল হক
১৫২। সূবর্ণলতা- আশাপূর্ণা দেবী
১৫৩। ঢোঁড়াই চরিত মানস- সতিনাথ ভাদুরী
১৫৪। উপনিবেশ - নারায়ণ গঙ্গোপাধ্যায়
১৫৫। সাহেব বিবি গোলাম- বিমল মিত্র
১৫৬। পদ্মার পলিদ্বীপ - আবু ইসহাক
১৫৭। নারী- হুমায়ুন আজাদ
১৫৮। বিত্ত বাসনা- শংকর
১৫৯। সংশপ্তক- শহিদুল্লা কায়সার
১৬০! জীবন আমার বোন- মাহমুদুল হক
১৬১।ক্রাচের কর্নেল- শাহাদুজ্জামান
১৬২।১৯৭১- হুমায়ূন আহমেদ
১৬৩।দেয়াল- হুমায়ূন আহমেদ
১৬৪।পরিনীতা- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৬৫।উত্তম পুরুষ-রশীদ করীম
১৬৬।ঈশ্বর পৃথিবী ভালোবাসা- শিবরাম চক্রবর্তী
১৬৭।শতকিয়া-সুবোধ ঘোষ
১৬৮। তিস্তাপারের বৃত্তান্ত- দেবেশ রায়
১৬৯। নীল দংশন - সৈয়দ শামসুল হক
১৭০। কুকুর সম্পর্কে দু একটি কথা যা আমি জানি- সন্দীপন চট্টোপাধ্যায়
১৭১। অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী- আহমদ ছফা
১৭২। ছাপ্পান্নো হাজার বর্গমাইল - হুমায়ুন আজাদ
১৭৩। শুভব্রত ও তার সম্পর্কিত সুসমাচার, রাজনীতিবিদগণ -হুমায়ুন আজাদ
১৭৪। ১০,০০০, এবং আরো একটি ধর্ষণ - হুমায়ুন আজাদ
১৭৫। নভেরা- হাসনাত আবদুল হাই
১৭৬। দুচাকার দুনিয়া- বিমল মুখার্জী
১৭৭। চাকা- সেলিম আল দীন
১৭৮। হার্বাট- নবারুণ ভট্টাচার্য
১৭৯। নীলকন্ঠ পাখির খোঁজে- অতীন বন্দ্যোপাধ্যায়
১৮০। ন হন্যতে - মৈত্রেয়ী দেবী।
১৮১। কেরী সাহেবের মুন্সী- প্রমথনাথ বিশী
১৮২। আগুনপাখি- হাসান আজিজুল হক
১৮৩। পঞ্চম পুরুষ- বাণি বসু
১৮৫। অলীক মানুষ- সৈয়দ মুস্তফা সিরাজ
১৮৬। আমি বীরাঙ্গনা বলছি- নীলিমা ইব্রাহিম
১৮৭। পুত্র পিতাকে - চানক্য সেন
১৮৮। দোজখনামা- রবি শংকর বল
১৮৮। মাতাল হাওয়া- হুমায়ূন আহমেদ
১৮৯।বিষাদবৃক্ষ - মিহিরসেন গুপ্ত
১৯০। অলৌকিক নয়,লৌকিক - প্রবীর ঘোষ
১৯১। সৃষ্টি রহস্য - আরজ আলী মাতুব্বর।
১৯২। ফালি ফালি ক'রে কাটা চাঁদ - হুমায়ুন আজাদ
১৯৩। নিমন্ত্রণ - তসলিমা নাসরিন
১৯৪। বসুধারা- তিলোত্তমা মজুমদার
১৯৫।উপকণ্ঠ - গজেন্দ্র কুমার মিত্র
১৯৬। অসাধু সিন্ধার্থ- জগদীশ গুপ্ত
১৯৭। কুহেলিকা- কাজী নজরুল ইসলাম
১৯৮। সৃষ্টি ও বিজ্ঞান - পূরবী বসু
১৯৯। ঈশ্বরের বাগান- অতীন বন্দ্যোপাধ্যায়
২০০। আয়না- আবুল মনসুর আহমদ
২০১। ক্রান্তিকাল- প্রফুল্ল রায়
২০২। কেয়া পাতার নৌকা- প্রফুল্ল রায়
২০৩। গেরিলা থেকে সম্মুখ যুদ্ধে - মাহবুব আলম
২০৪। একাত্তরের ডায়েরী- বেগম সুফিয়া কামাল
২০৫। রাজাকারের মন (১ম ও ২য় খন্ড) - মুনতাসীর মামুন
২০৬। ভিনকোয়েস্ট জেনারেল - মুনতাসীর মামুন
২০৭। যাপিত জীবন - সেলিনা হোসেন
২০৮।খেলারাম খেলে যা-সৈয়দ শামসুল হক
২০৯। সোনালী হরিণ নেই- আশুতোষ মুখোপাধ্যায়
২১০। চতুষ্পাঠী- স্বপ্নময় চক্রবর্তী।
২১১। কালকূট - সতীনাথ ভাদুড়ী।
২১২। অরণ্যের দিনরাত্রি - সুনীল গঙ্গোপাধ্যায়
২১৩। দেবী - হুমায়ূন আহমেদ
২১৪। ন হন্যতে- মৈত্রেয়ী দেবী
২১৫। ঢোঁড়াই চরিতমানস- সতীনাথ ভাদুড়ী
  Fish Video

37th. BCS Question solution—English

Amazing Video
36. Singular form—d—radius
37. correct sentence- C—all of it depends on you.
38. Complex sentence of “A rolling stone gathers no moss.”—d—A stone that rolls gathers no moss.
39. Appended meaning—C----joined


40. vigilantly—B—Adverb
41. alluring—B----tempting
42. Passive voice- C---The tree was planted here by whom?
43. Frailty, thy name is woman( Hamlet, William Shakespeare) Frailty--—A---N oun
44. Education is enlightening--- Enlightening—B—Participle
45. The family does not feel ……..going out—C—Like
46.I could not mend the computer myself. So, I ---------at a shop. A—had it mended
47. I saw -----one-eyed man. A—a
48. Omnivorous meaning—D—eating all types of food
49.It is raining cats and dogs. Best option-- B—Make sure you take an umbrella (May be)
50. Achilles Heel—B-Weak point
51.He worked with all sincerity . D--- Adverbial phrase
52. This is the book I lost. C---Adjective clause
53. Proviso meaning—C--Stipulation
54. Cassandra is a night owl. So, she does not usually get up before about---. A—11 am
55.Deleterious –antonym-- C--- Harmless
56. :Gerontion” the poem is written by--- A—T.S.Eliot
57. Lat work(Swan song) of Shakespeare---C—Tempest
58. “Elegy Written in a Country Church yard” the elegy written by--A—Thomas Gray
59. the comic drama” Volpone” written by—B---Ben Johnson
60. Iambic pentameter
61. The repetition of beginning consonant sound is known as---C--- Alliteration
62. Not poetic tradition--C---The Occult
63.Five lines poem-- B—Limerick
64. “Biographia Literaria” written by -- C---S. T. Coleridge ( Supernatural Poet)
65. Robert Browning is a -------poet. B--- Victorian
66. Othello gave Desdemona --------as a token of love. B—Handkerchief
67.P.B. Shelley’s ” Adonais “ is an elegy written for .. C—John Keats
68. The comparison of unlike things using words “As”---B—Simile
69. Restoration period starts from—B— 1660
70. “The Sun also Rises” the novel written by----C—Ernest Hemingway (American Novelist)
More Video

শুদ্ধরীতিতে বাংলা নামের ইংরেজী বানান ব্যঞ্জন বর্ণ

- Ka, খ-Kha, গ-Ga, ঘ- Gha, ঙ- M, চ-cha, ছ-
Chha, জ-Ja/Za, ঝ-Jha ঞ-n, ট-Ta, ঠ-Tha, ড-
Da, ড়-r, ঢ-Dha, ঢ়-r, ণ-n, ত-Ta, থ- Tha, দ-Da, ধ-
Dha, ন-Na, প-Pa, ফ-Fa, ব-Ba, ভ-Va/Bha, ম-
Ma,য-Za, য়-y, র-Ra, ল-La, শ-Sha, ষ-Sha, স-S,
হ-Ha
অ-A, অা-A, ই-I, ঈ-E, উ-U, ঊ-U, ঋ-Wri, এ-E, ঐ- Oi, ও-W, ঔ-Ow
এবারে যুক্তবর্ণঃ
1. ক্ক => ক+ক=> kk=> মক্কা- Mokka
2. ক্ত => ক+ত=> kt=> রক্তিম-Roktim
3. ক্ষ=> ক+ ষ=> ksh=>ক্ষিতিশ- Kshitish
4. ক্স=> ক+ স=> ks/x=>রক্সি- Roksi/Roxi
5.ঙ্ক/অনুস্বর=>mk=>অংকন/অঙ্কন=> Amkon
6. ঙ্খ=>ঙ+খ=>mkh=> শঙ্খ=> Shamkho
7. ঙ্গ=>ঙ+গ=>mg=>মঙ্গল=>Mongol
8. ঙ্ঘ=>ঙ+ঘ=>mgh=>সঙ্ঘ=>Somgho
9.চ্চ=> চ+চ=> chch=>উচ্চয়=>Uc
hchoy
10.চ্ছ=>চ+ছ=> chchh=>উচ্ছব=>U
chchhab
11.জ্জ=>জ+জ=> jj=>উজ্জয়িনী=>U
jjoyinee
12.জ্জ্ব=>জ+জ+ব=>jjw=>উজ্জ্বল=
>Ujjwal
13.জ্ঞ=>জ+ঞ=>jn
=>জ্ঞানেন্দ্র=>Jnendra
14.ঞ্চ=>ঞ+চ=>nch=>পঞ্চম=>Panch
om
15.ঞ্ছ=>ঞ+ছ=>nc
hh=>বাঞ্ছারাম=>Banchharam
16. ঞ্জ=>ঞ+জ=>nj=>র
ঞ্জন=>Ranjan
17. ট্ট=>ট+ট=>tt=>কুট্টি=>Kutti
18. ন্ট=>ন+ট=>nt=>নান্টু=>Nantu
19. ত্ত=>ত+ত=>tt=>উত্তম=>Uttam
20.দ্দ=>দ+দ=>dd=>উদ্দাম=>Uddam
21. দ্ধ=>দ+ধ=>ddh=>উদ্ধরন =>Uddharon
22. দ্ভ =>দ+ভ=>dv=>উদ্ব
াস=>Udvas
23.দ্ব=>দ+ব=>dw=>দ্বীপান্বিতা=
>Dweepanwita
23.ন্ত=>ন+ত=>nt
=>কান্তা=>Kanta
24.ন্দ=>ন+দ=>nd=>আনন্দ=>Anonda
25.ন্ধ=>ন+ধ=>ndh=>বন্ধন=>Bondh
an
26. ন্ন=> ন+ন=>nn=>নান্না
=>Nanna
27. ন্ম=>ন+ম=>nm=>ম
ন্মথ=>Monmatho
28. প্ত=>প+ত=>pt=>দীপ্ত =>Deepto
29.প্প=>প+প=>pp=>পাপ্পু=>Pappu
30.ল্ক=>ল+ক=>lk=>উল্কা=>Ulka
31.স্ক =>স+ক=>sk=> ভাস্কর=>Vaskor
32. স্প=>স+প=>sp=>স
্পন্দন=>Spondon
33.হ্ম=>হ+ম=>hm=>ব্রহ্ম=>Bromho
34.ঋ=>wr=>ঋদ্ধি
মান=>Wriddhiman
35.কৃ=>kri=>কৃষ্ণ=>Krishna
36. স=>s=>সৃজন=>Srijon
37. শ/ষ=>ঋষভ=>Wrishov

Fish

সাম্প্রতিক ঝড়ের নাম ও অর্থ

১. সিডর - চোখ, সিংহলী ভাষার শব্দ।
২. রেশমি - কোমল
৩. খাইরুন - উত্তম, আরবি ভাষার শব্দ।
৪. নিসা - নারী, আরবি ভাষার শব্দ
৫. নার্গিস - ফুল, উর্দু ভাষার শব্দ।
৬. বিজলী - দূতি, বিদ্যুৎ।
৭. আইলা - ডলফিন বা শুশুক জাতীয় প্রাণী, মালদ্বীপের
দিবেহী ভাষার শব্দ।
৮. ওয়ার্ড - ফুল, আরবি ও ওমানীয় ভাষা।
৯. মহাসেন - সৌন্দর্য, সিংহলী ভাষার শব্দ।
১০. হুদহুদ - এক ধরণের পাখি, ওমান ভাষার শব্দ।
১১. কোমেন - বিস্ফোরক বা বিস্ফোরণ ঘটায় এমন, এর
আরেকটি অর্থ - মূল্যবান পাথর, থাইল্যান্ড ভাষার শব্দ।
১২. রোয়ানু - কয়ার রোপ। বাংলায় নারকেলের ছোবড়ার আঁশের দড়ি। মালদ্বীপের ভাষার শব্দ।
১৩. নাদা - দ্রমূর্তির নারী, ভয়ংকর ও হিংস্রতা,ওমান
ভাষার শব্দ।
১৪. মোরা - মূল্যবান প্রস্তর বিশেষ, Star of the Sea,
থাইল্যান্ডের প্রস্তাবিত নাম। থাই ভাষার শব্দ।

গণিতের শর্টকাট টেকনিক (সকল অধ্যায়)

১।মৌলিক সংখ্যা নির্ণয়
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২৫ টি।
কিভাবে মনে রাখবেন ? Just remember as a phone number or your account number:

44 22 322 321

(৪) ১-১০ পর্যন্ত ৪ টি যথাঃ ২, ৩, ৫,৭
(৪) ১১-২০ পর্যন্ত ৪ টি যথাঃ ১১, ১৩, ১৭, ১৯
(২) ২১-৩০ পর্যন্ত ২ টি যথাঃ ২৩, ২৯
(২) ৩১-৪০ পর্যন্ত ২ টি যথাঃ ৩১, ৩৭
(৩) ৪১-৫০ পর্যন্ত ৩ টি যথাঃ ৪১, ৪৩, ৪৭
(২) ৫১-৬০ পর্যন্ত ২ টি যথাঃ ৫৩, ৫৯
(২) ৬১-৭০ পর্যন্ত ২ টি যথাঃ ৬১, ৬৭
(৩) ৭১-৮০ পর্যন্ত ৩ টি যথাঃ ৭১, ৭৩, ৭৯
(২) ৮১-৯০ পর্যন্ত ২ টি যথাঃ ৮৩, ৮৯
(১) ৯১-১০০ পর্যন্ত ১ টি যথাঃ ৯৭
মোট ২৫ টি।
মজার কিছু দেখতে Click করুন এখানে
----------------
11 থেকে 99 পর্যন্ত বর্গ করার কৌশল []
সূত্র:- (xy)^2=abc [যেখানে;b,cএকটি
করে সংখ্যা & a এক বা একাধিক সংখ্যা হতে পারে]
এবং
a=x^2
b=2xy
c=y^2
এবার 11 &25 বর্গ করি৷
(11)^2=(1^2)(2.1.1)(1^2)
=(1)(2)(1)
=121
আবার
(25)^2=(2^2)(2.2.5)(5^2)
=(4)(20)(25)
=(4)(20+2)5
=(4)(22)5
=(4+2)25
=625
২। লাভ -ক্ষতি
.
টপিকস : লাভ -ক্ষতি:
আেইটেম -১
.
একটি দ্রব্য নির্দিষ্ট % লাভে/ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ..... টাকা বেশি হলে % লাভে/ক্ষতি হয় ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে।
.
উদা: একটি মোবাইল ১০ % ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে।
.
টেকনিক :
ক্রয়মূল্য ={১০০xযত বেশি থাকবে}/ উল্লেখিত শতকরা হারদুটির যোগফল)
.
অঙ্কটির সমাধান:
ক্রয়মূল্য ={১০০x৪৫}/ {১০+৫)
=৪৫০০/১৫
=৩০০ (উত্তর)
. .
নিজে নিজে করুন
১। একটি কলম ১০ % ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ৩০ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে। (২০০)
২। একটি কম্পিউটার২০ % ক্ষতিতে বিক্রয় করা হয়। বিক্রয় মূল্য ১৫০০ টাকা বেশি হলে ৫% লাভে হত ।ক্রয়মূল্য নির্ণয় করতে হবে।(৬০০০)
============
আইটেম :-২
-কোন দ্রব্যের মূল্য নির্দিষ্ট ৫% কমে যাওয়ায় দ্রব্যটি ৬০০০ টাকা পূর্ব অপেক্ষা ১ কুইন্টাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল এর বর্তমান মূল্য কত?
-
টেকনিক :
বর্তমান মূল্য: শতকরা হার/১০০) x{যে টাকা দেওয়া থাকবে/ কম-বেশি সংখ্যার পরিমাণ}x যত পরিমাণের মূল্য বাহির করতে বলা হবে।
.
উদাহরণটির সমাধান:
বর্তমান মূল্য = (৫/১০০)x(৬০০০/১)x১
=৭২০ টাকা । (উত্তর)
.
নিজে করুন:
৩। কোন দ্রব্যের মূল্য নির্দিষ্ট ৩০% কমে যাওয়ায় দ্রব্যটি ৬০০০ টাকায় পূর্ব অপেক্ষা ৬ কুইন্টাল বেশি পাওয়া যায়। ১ ০কুইন্টাল এর বর্তমান মূল্য কত? (উত্তর: ৩০০০০টাকা)
.
৪। কলার মূল্য নির্দিষ্ট ২৫% কমে যাওয়ায় দ্রব্যটি ১০০ টাকায় পূর্ব অপেক্ষা ২৫ টি বেশি পাওয়া যায়। ৩ হালি কলার বর্তমান মূল্য কত?( উত্তর:১২)
অঙ্কের ধরণ:
টাকায় নির্দিষ্ট দরে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য কিনে সেই টাকায় নিদিষ্ট কম-বেশি দরে বিক্রি করায় শতকরা লাভ -ক্ষতির হার নির্ণয় করতে হবে ।
.
টেকনিক:
লাভ/ক্ষতি = ১০০/ বিক্রির সংখ্যা
.
উদা: টাকায় ৩টি করে লেবু কিনে ২টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?(২৬তম বিসিএস)
টেকনিক:
লাভ= ১০০/ বিক্রির সংখ্যা
=১০০/২
=৫০% (উত্তর)
.
নিজে করুন:
১। টাকায় ৫টি করে লেবু কিনে ৪টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?
২। টাকায় ২১টি করে লেবু কিনে ২০টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?
৩।টাকায় ৯টি করে লেবু কিনে ১০টি করে বিক্রি করলে শতকরা ক্ষতি কত?
৪।টাকায় ৪৯টি করে লেবু কিনে ৫০টি করে বিক্রি করলে শতকরা লাভ কত?
# 1_টেকনিক :::
দ্রব্যমূল্যের শতকরা হার হ্রাস পাওয়ায়–
# দ্রব্যের_বর্তমান_মূল্য = (হ্রাসকৃত মূল্যেহার X মোট মূল্য)÷(১০০ + যে পরিমাণ পণ্য বেশি হয়েছে)
# উদাহরণঃচালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায়
পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের দাম কত?
# সমাধানঃদ্রব্যের বর্তমান মূল্য = (১২ X ৬০০০)÷(১০০ X ১)
= ৭২০ টাকা(উঃ)
.
# 2_টেকনিক :::::
মূল্য বা ব্যবহার হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে–
# হ্রাসের_হার =(বৃদ্ধির হার X হ্রাসের হার)÷১০০
# উদাহরণঃচিনির মূল্য ২০% কমলো কিন্তু চিনির ব্যবহার ২০%বেড়ে গেল এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়বে বা কমবে?
# সমাধানঃহ্রাসের হার = (২০ X ২০)÷১০০
= ৪%(উঃ)
.
# 3_টেকনিক ;::::::
পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য অনুপাতে দেওয়া থাকলে
মূল্যের শতকরা হ্রাস বের করতে হলে –
# শতকরা_মূল্য_হ্রাস
=(অনুপাতের বিয়োগফল X (১০০÷অনুপাতের প্রথম সংখ্যা)
# উদাহরণঃমাসুদের আয় ও ব্যয় এর অনুপাত ২০:১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
# সমাধানঃশতকরা মূল্য হার = (২০-১৫) X (১০০÷২০)= ২৫%(উঃ)
টাইপ ১ঃ (যদি দাম বাড়ে)
চালের দাম যদি ৪০% বেড়ে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
টেকনিকঃ
কমানো % = (100 × r) / (100 + r) (দাম বাড়লে ফর্মুলায় প্লাস ব্যাবহার হয়েছে)
এখানে r = 40%
Answer = (100 × 40)/(100 + 40) = 28.57%
টাইপ ২ঃ (যদি দাম কমে)
চালের দাম যদি ৪০% কমে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত বাড়ালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
টেকনিকঃ
বাড়ানো % = (100 × r)/(100- r) (দাম কমলে ফর্মুলায় মাইনাস ব্যাবহার হয়েছে)
এখানে r = 40%
Answer = (100 × 40)/(100- 40) = 66.66%
টাইপ ৩ঃ (যদি r এর মান ২০% দেয়া থাকে তবে বাড়ুক কমুক যে টাইপ সমস্যাই দেয়া হোক না কেন চোখ বন্ধ করে উত্তর হবে ২৫%, আর ২৫% দেয়া থাকলে উত্তর হবে ২০% )
Example 1: চালের দাম যদি 25% বেড়ে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
উত্তরঃ 20%
যদি ২৫% কমে দেওয়া থাকে তাহলে উত্তর হবে ৩৩.৩৩%
Example 2: চালের দাম যদি 20% বেড়ে যায় তবে চালের ব্যাবহার শতকরা কত কমালে চালের ব্যয় অপরিবর্তিত থাকবে?
উত্তরঃ 25%
৩। সুদ কষা
.
১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ২৫ বছরে ৩গুন হবে?
২। শতকরা ২০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের দ্বিগুন হবে?
টেকনিক:
যতগুন থাকবে তার থেকে ১ বিয়োগ করে ১০০ দিয়ে গুন করে তাকে তাকে প্রদত্ত হার দিয়ে ভাগ করলে সময় বের হবে । আর যদি প্রদত্ত বছর দিয়ে ভাগ করা হয় তাহলে হার বের হবে।
অর্থাত্ সূত্রটি
rxt =(n-1)x100. ( এখানে r= শতকরা হার ,t = সময় )
.
.
এখন ১নং অঙ্কটি করি
দেওয়া আছে t=২৫, n =৩ ; r=?
r= {(n-1)x100}/t
={(৩-১)x১০০}২৫
={২x১০০}২৫
=২০০/২৫
=৮ % (উত্তর)
.
----------
২নং অঙ্কটি করি
দেওয়া আছে t=?, n =২ ; r=২০
t= {(n-1)x100}/r
={(২-১)x১০০}/২০
=১০০/২০
=৫ বছর
============
নিজে করুন :
১। শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ১০বছরে ৩গুন হবে?
২।শতকরা বার্ষিক কত হার সুদে কোন মুলধন ৫ বছরে ২গুন হবে?
৩। শতকরা ১০টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের ৩গুন হবে?
৪।শতকরা ১৫টাকা হারে সুদে কোন মুলধন কত বছরে আসলের ৪গুন হবে?
সূত্রঃ ১
যখন মুলধন, সময় এবং সুদের হার সংক্রান্ত মান দেওয়া থাকবে তখন
সুদ / মুনাফা = (মুলধন x সময় x সুদের হার) / ১০০
প্রশ্নঃ ৯.৫% হারে সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?
সমাধানঃ
সুদ / মুনাফা = (৬০০ x ২ x ৯.৫) / ১০০
= ১১৪ টাকা
সূত্রঃ ২
যখন সুদ, মুলধন এবং সুদের হার দেওয়া থাকে তখন –
সময় = (সুদ x ১০০) / (মুলধন x সুদের হার)
প্রশ্নঃ ৫% হারে কত সময়ে ৫০০ টাকার মুনাফা ১০০ টাকা হবে?
সমাধানঃ
সময় = (১০০ x ১০০) / (৫০০ x ৫)
= ৪ বছর
সূত্রঃ ৩
যখন সুদে মূলে গুণ হয় এবং সুদের হার উল্লেখ থাকে তখন –
সময় = (সুদেমূলে যতগুণ – ১) / সুদের হার x ১০০
প্রশ্নঃ বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে?
সমাধানঃ
সময় = (২– ১) /১০ x ১০০
= ১০ বছর
সূত্রঃ ৪
যখন সুদে মূলে গুণ হয় এবং সময় উল্লেখ থাকে তখন
সুদের হার = (সুদেমূলে যতগুণ – ১) / সময় x ১০০
প্রশ্নঃ সরল সুদের হার শতকরা কত টাকা হলে, যে কোন মূলধন ৮ বছরে সুদে আসলে তিনগুণ হবে?
সমাধানঃ
সুদের হার = (৩ – ১) / ৮ x ১০০
= ২৫%
সূত্রঃ ৫
যখন সুদ সময় ও মূলধন দেওয়া থাকে তখন
সুদের হার = (সুদ x ১০০) / (আসল বা মূলধন x সময়)
প্রশ্নঃ শতকরা বার্ষিক কত টাকা হার সুদে ৫ বছরের ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
সমাধানঃ
সুদের হার = (১৪০ x ১০০) / (৪০০ x ৫)
= ৭ টাকা
----------------------------
চক্রবৃদ্ধি সুদ নির্ণয়
---------------------
টেকনিক:
যে সুদের হার দেওয়া থাকবে তাকে বছর অনুযায়ী যোগ করুন এবং হারের বর্গকে ১০০ দিয়ে ভাগ করে ভাগফলের সাথে হারের যোগফল যোগ করে যা পাওয়া যাবে সেটা মোট টাকার শতকরা বের করলেই চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে।
উদাহরণ >২৫০০ টাকার উপর ১২% হারে ২ বছরের চক্রবৃদ্ধি সুদ কত?
.
উত্তর:বছর দ্বিগুন থাকায় হারেকে ডাবল করুন এবং হারকে বর্গ করে ১০০
দিয়ে ভাগ দিন। তারপর হারের
যোগফলের সাথে ভাগফল যোগ করুন
ব্যাস হয়ে গেল।
(১২+ ১২) = ২৪ + ১.৪৪ =
২৫.৪৪% ধরুন ২৫০০ টাকার উপর ৬৩৬
চক্রবৃদ্ধি সুদ।
৪। শতকরা
মাত্র ৬/৭ সেকেন্ডে কিভাবে Percent বের করবেন তার জন্য নিচের টেকনিকটি দেখুন-
------------
1. 30% of 50= 15 (3*5=15) কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে এর উত্তর বের করবেন? প্রশ্নে উল্লেখিত সংখ্যা দুটি হল 30 এবং 50। এ
খানে উভয় সংখ্যার এককের ঘরের অংক ‘শুন্য’ আছে। যদি উভয় সংখ্যার এককের ঘরের অংক ‘শুন্য’ হয় তাহলে উভয় সংখ্যা থেকে তাদেরকে (শুন্য) বাদ দিয়ে বাকি যে সংখ্যা পাওয়া যায় তাদেরকে গুণ করলেই উত্তর বের হয়ে যাবে অর্থাৎ এখানে 3 এবং 5 কে গুণ করলেই উত্তর বের হয়ে যাবে।
2. 40% of 60= 24 (4*6=24)
3. 20% of 190= 38 (2*19=38)
4. 80% of 40= 32 (8*4=32)
5. 20% of 18= 3.6 (2*1.8=3.6)
এখানে দুটি সংখ্যার মধ্যে একটির এককের ঘরের সংখ্যা ‘শুন্য’।
তাহলে এখন কি করব? ঐ ‘শুন্য’ টাকে বাদ দেব আর যে সংখ্যায় ‘শুন্য’ নেই সেই সংখ্যার এককের ঘরের আগে একটা ‘দশমিক’ বসিয়ে দেব।
বাকী কাজটা আগের মতই।
6. 25% of 44=11 (2.5*4.4=11)
7. 245% of 245=600.25 (24.5*24.5=600.
25)
8. ১২৫ এর ২০% কত? =২৫ (১২.৫*২=২৫)
9. ৫০ এর ১০% কত? =৫ (৫*১=৫)
10. ১১৫২৫ এর ২৩% কত? =২৬৫০.৭৫ (১১৫২.৫*২.৩=২৬৫০.৭৫)
------------------------------------
প্রশ্নের ধরণ: অঙ্কে দুটো শতকরা হার থাকবে ; একটি বৃদ্ধি হার, অন্যটি হ্রাস হার/ অথবা উভয়টি বৃদ্ধিহার / উভয়টি হ্রাসহার । বলা হবে শতকরা হ্রাস বৃদ্ধির পরিমাণ বের কর।
.
উদা: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
টেকনিক :
ক্ষেত্রফলের বৃদ্ধি হার = 1st % + 2nd % +{(1st % x 2nd% )/100}
= ২০+(-১০) + {(২০x-১০)/১০০}
=১০+{-২০০/১০০}
=১০-২
=৮%(উত্তর)
মনে রাখবেন বৃদ্ধি পেলে + চিহ্ন আর হ্রাস পেলে বিয়োগ চিহ্ন হয় ।
নিজে করুন
1 . একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% ও প্রস্থ ২৫% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
2. If the length and breadth of a rectangle are both increased by 4% , then what is the increase in its area ?
3.একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 1০% ও প্রস্থ ১০% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
৪.২০১৪সালে গ্রামীণ সিমের দাম ১০০টাকা এবং পরবর্তী দুই বছরের জন্য প্রতিবছর সিমের দাম ২০% করে বৃদ্ধি পায় তাহলে ২০১৬সালে সিমের দাম কত?
5. Successive increase of 20% and 15% is equal to what single Increase rate%?
6. চিনির মূল্য ২০% কমলো, কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেলো । এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?(কমলো ৪%)
৭. একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো , অত:পর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূলের তুলনায় শতকরা কত বাড়লো বা কমলো?
৮.চালের দাম ২০১৫সালে পূর্বের তুলনায় ২০% হ্রাস পেয়েছে। ২০১৬সালে উত্পাদন বৃদ্ধির জন্য চালের দাম ১০% বৃদ্ধি পেলে ২০১৪সালের তুলনায় চালের দাম কতটুকু হ্রাস পেয়েছে?
 Fish

যে কোন পরীক্ষায় ৫-১০ টা থাকবে 100%

https://youtu.be/pnxjPUA7GyQ
✬ বাংলা উপন্যাস – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
✬ বাংলা সনেট – মাইকেল মধূ সূদন দত্ত
✬ আধুনিক বাংলা নাটক – মাইকেল মধূ সূদন দত্ত
✬ বাংলা গদ্য সাহিত্য – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✬ বাংলা ছোট গল্প – রবীন্দ্রনাথ ঠাকুর
✬ গদ্য ছন্দ – রবীন্দ্রনাথ ঠাকুর
✬ মুক্ত ছন্দ – কাজী নজরুল ইসলাম
✬ আধুনিক বাংলা কবিতা – জীবনান্দ দাশ
✬ চলিত রীতিতে গদ্যের জনক – প্রমথ চৌধুরী
.
ইংরেজি সাহিত্য
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ ইংরেজি উপন্যাস – হেনরি ফিল্ডিং
✬ ইংরেজি প্রবন্ধ ও গদ্য – ফ্রান্সিস বেকন
✬ ইংরেজি রূপকথা – হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন
✬ ইংরেজি ট্রাজেডি – ক্রিস্টোফার মারলো
✬ ইংরেজি সনেট – স্যার থমাস ওয়াট
✬ আধুনিক ইংরেজি কবিতা – জিওফ্রে চসার
✬ আধুনিক ইংরেজি সাহিত্য – জর্জ বার্নাডশ
.
বিশ্ব সাহিত্য সংস্কৃত
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
সনেট – পেত্রাক
✬ সায়েন্স ফিকশন – মেরি শ্যালি
✬ যাত্রা – ক্লাওডিও মন্টে ভারডি
✬ রুশ সাহিত্য – ম্যক্সিম গোরকি
✬ চলচিত্র – এডওয়ার্ড মিউব্রিজ ।
✬ বাংলাদেশ চলচিত্র – আব্দুল জব্বার খান
✬ আধুনিক নৃত্য – ইসাডেরা
✬ পশ্চিমা সঙ্গীত – জোহান সেবাস্তেন বস
✬ উপমহাদেশে সুরসঙ্গীত – ওস্তাদ আলাউদ্দিন খান
✬ রেনেসীয় চিত্রকলা – জিওট্টো
✬ আধুনিক কার্টুন – উইলিয়াম হোগারথ
✬ আধুনিক সার্কাস – ফিলিপ অ্যাস্টলে
.
গণিত
▔▔▔▔▔
✬ সংখ্যাতত্ত্ব – পিথাগোরাস
✬ গণনা – চার্লস ব্যাবেজ
✬ জ্যামিতি – ইউক্লিড
✬ বীজ গণিত ও অ্যালগারিদম –আল-খাওয়ারিজম
✬ ক্যালকুলাস – ভাসকরা
✬ ত্রিকোণমিতি – হিপ্পার চাস
✬ স্থিতিবিদ্যা – আর্কিমিডিস
✬ গতিবিদ্যা – গ্যালিলিও
.
পদার্থ বিদ্যা
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ পদার্থ বিদ্যা – আইজ্যাক নিউটন
✬ আধুনিক পদার্থ বিদ্যা – আলবার্ট আইনিস্টাইন
✬ পারমানবিক পদার্থ বিদ্যা – আরনেস্ট রাদারফোর্ড
✬ আলোক বিদ্যা – জগদীশ চন্দ্র বসু
✬ তেজস্ক্রিয়তা – হেনরি বেরকল
✬ পারমানবিক বোমা – যে রবার্ট ওপেনহাইমার
✬ হাইড্রোজেন বোমা – এডওয়ার্ড টেলার
✬ কোয়ান্টাম তত্ত্ব – ম্যাক্স প্ল্যাঙ্ক
✬ আপেক্ষিক তত্ত্ব – আলবার্ট আইনিস্টাইন
✬ টেলিফোন – আলেকজান্ডার গ্রাহাম
✬ বাষ্প ইঞ্জিন – থমাস নিউকোমেন
✬ মোটর গাড়ি – কার্ল বেঞ্জ
✬ আধুনিক টায়ার – জন বয়রড ডানলফ
✬ রেডিও – লি ডি ফরেস্ট
✬ আধুনিক টেলিভিশন – অ্যালেন বি ডুমেন্ট
✬ সেমি কন্ডাক্টর – জ্যাক কিলবি
✬ আধুনিক যোগাযোগ প্রযুক্তি – সাইরাস ফিল্ড
.
কম্পিউটার বিজ্ঞান
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ কম্পিউটার – চার্লস ব্যাবেজ
✬ আধুনিক কম্পিউটার বিজ্ঞান – এলান ম্যাথাসন
ডুরিং
✬ পার্সোনাল কম্পিউটার – আনড্রে থাই টুরং
✬ WWW (World Web Wide) – টিম বারনাস লি
✬ ই–মেইল – রে টমলিনসন
✬ ইন্টারনেট – ভিন্টন জি কারফ
✬ ইন্টারনেট সার্চ ইঞ্জিন – এলান এমটাজ
✬ ভিডিও গেমস – নোলেন বুশনেল
✬ অ্যানিমেশন – ওয়াল্ট জিডনি
✬ ভিজুয়েল বেসিক – এলান কুপার
✬ জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ – জেমস গসলিং
✬ উইকিপিডিয়া – জিমি ওয়েলস
.
রসায়ন বিদ্যা
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ রসায়ন বিদ্যা – জাবের ইবনে হাইয়ান
✬ আধুনিক রসায়ন বিদ্যা – অ্যান্টনি লরেন্ট
ল্যাভসেসিয়ে
✬ জৈব রসায়ন – ফ্রেডারিক উইলার
✬ পরমাণুবাদ – ডেমোক্রিটাস
✬ পর্যায় সারণি – দিমিত্রি মেন্ডেলিপ
.
জীব বিজ্ঞান
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ জীববিদ্যা ও প্রাণীবিদ্যা – এরিস্টটল
✬ উদ্ভিদ বিদ্যা – থিওফ্রাস্টাস
✬ বিবর্তন জীববিদ্যা – চার্লস ডারউইন
✬ জীবের নামকরণ বিদ্যা – ক্যারোলাস লিনিয়াস
✬ বংশগতি বিদ্যা – গ্রেগর জোহান মেন্ডেল
✬ রক্ত সংবহনবিদ্যা – উইলিয়াম হার্ডে
✬ আধুনিক কোষতত্ত্ব – সোয়ান ও হাইডেন
✬ রোগ জীবাণু তত্ত্ব – লুই পাস্তুর
✬ বাস্তু সংস্থান – উইজেন উডাম
✬ প্রাণ শক্তি – জে জে বার্জেলিয়াম
.
চিকিৎসা বিজ্ঞান
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ চিকিৎসা বিদ্যা ও ওষুদ – হিপক্রেটাস
✬ আধুনিক ওষুদ – ইবনে সিনা
✬ অ্যানাটমি – হেরোফিলাস
✬ আধুনিক সার্জারি – জাই ডি চাওলিয়েক
✬ প্লাস্টিক সার্জারি – সাসরুটা
✬ অস্থি সার্জারি – লরেন্স বলভেন
✬ হোমিও শাস্র – ডঃ স্যামুয়েল হ্যানিমেন
.
ভূগোল ও ইতিহাস
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ ভূগোল – ইরাটস স্থনিস
✬ খনিজ বিদ্যা – জর্জ এগ্রিকোলা
✬ আধুনিক ভূবিদ্যা – জেমস হ্যাটন
✬ আধুনিক জ্যোতির্বিদ্যা – গ্যালেলিও গ্যালিলি
✬ ইতিহাস – হেরোডেটাস
✬ আধুনিক ইতিহাস – থুকি ডাইসিস
✬ ইসলামের ইতিহাস – আল–মাসুদি
.
অর্থনীতি ও ব্যবস্থাপনা
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ অর্থনীতি – এডাম স্মিথ
✬ আধুনিক অর্থনীতি – পল স্যামুয়েলসন
✬ ইউরো মুদ্রা – রবার্ট মেন্ডেল
✬ ব্যবস্থাপনা – পিটার ড্রকার
✬ আধুনিক ব্যবস্থাপনা – লিলিয়ান মোলার গিলবাথ
.
রাষ্ট্রবিজ্ঞান
▔▔▔▔▔▔▔▔▔▔
✬ রাষ্ট্রবিজ্ঞান – এরিস্টটল
✬ আধুনিক রাষ্ট্রবিজ্ঞান – নিকোলো
ম্যাকেয়াভেলি
✬ গণতন্ত্র – এরিস্টটল
✬ আধুনিক গণতন্ত্র – জন লক
✬ আমলাতন্ত্র – মাক্স বেবার
✬ আধুনিক জার্মান – প্রিন্স অটভান বিসমার্ক
✬ বিশ্ব গ্রাম ধারণা – মার্শাল ম্যাকলুহান
✬ ব্যক্তি ধারনা- জন স্টুয়াট মিল
.
ধর্ম ও তত্ত্ব
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ মুসলিম জাতি – ইব্রাহীম (আঃ)
✬ ফিকাহ সাস্র – ইমাম আবু হানিফা
✬ বৌদ্ধ ধর্ম – গৌতম বুদ্ধ
✬ ইহুদি ধর্ম – মর্স
✬ ফ্যাসিজম – মুসলিনি
✬ কম্যুনিজম – কার্ল মার্ক্স
✬ অস্তিত্ববাদ – সরেন কিয়ারকগার্ড
✬ দ্বি–জাতি তত্ত্ব – মোহাম্মাদ আলী জিন্নাহ
.
জ্ঞানবিজ্ঞানের অন্যান্য শাখা
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ ক্রিকেট – ডব্লিও জি গ্রেস
✬ ফুটবল – এবনেজার মরলে
✬ বিজ্ঞান – থ্যালিস
✬ আধুনিক বিজ্ঞান – রজারবেকন
✬ মৃত্তিকা বিজ্ঞান – জ্যাসিলি ডকুচেব
✬ কৃষি বিজ্ঞান – জোন্সেটাল
✬ মৎস্য বিজ্ঞান – পেটার আর্টেডি
✬ সুপ্রজনন বিজ্ঞান – গ্রেগর মেনডেল
✬ গ্যাস বিজ্ঞান – সেসিবিয়াস
✬ আলোকচিত্র বিদ্যা – লুইস ডাগুইরে
✬ প্রত্নবিদ্যা – থমাস জেফারসন
✬ স্থাপত্য বিদ্যা – জন ভন নিউম্যান
✬ আধুনিক শিক্ষাব্যবস্থা – লর্ড মেকেলে
✬ সমাজ বিজ্ঞান – অগাস্ট ক্যোঁৎ
✬ সমাজ কর্ম – জন এডামস

Wednesday, November 28, 2018

পরিমাপ সংক্রান্ত প্রশ্ন

১ ইঞ্চ = ২.৫৪ সেন্টিমিটার ১ ফুট = ০.৩০৫ মিটার
১গজ = ০.৯১৪ মিটার
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
১ সেন্টিমিটার = ০.৩৯ ইঞ্চ
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চ = ৩.২৮ ফুট = ১.০৯৪ গজ
১ কিলোমিটার = ০.৬২ মাইল
১ ইঞ্চ (ইঞ্চ) = ১/৩৬ গজ = ১/১২ ফুট
১ ফুট (ফুট) = ১/৩ গজ
১ রড (রড) = ৫ ১/২ গজ
১ ফারলং (ফার) = ২২০ গজ = ১/৮ মাইল
১ মাইল (মাইল) = ১,৭৬০ গজ = ৫,২৮০ ফুট
১ নটিক্যাল মাইল = ৬,০৭৬.১ ফুট
১ মিলিমিটার (মিমি) = ১/১,০০০ মিটার
১ সেন্টিমিটার (সেমি) = ১/১০০ মিটার
১ ডেসিমিটার (ডেসি) = ১/১০ মিটার
১ ডেকামিটার (ডেকা) = ১০ মিটার
১ কিলোমিটার (কিমি) = ১০০০ মিটার


বিভিন্ন বিষয়ের জনক

❖ পদার্থ বিজ্ঞানের জনক : আইজ্যাক নিউটন
❖ সমাজ বিজ্ঞানের জনক : অগাষ্ট কোঁৎ
❖ হিসাব বিজ্ঞানের জনক : লুকাপ্যাসিওলি
❖ চিকিৎসা বিজ্ঞানের জনক : ইবনে সিনা
❖ দর্শন শাস্ত্রের জনক : সক্রেটিস
❖ রসায়ন বিজ্ঞানের জনক : জাবির ইবনে হাইয়ান
❖ ইতিহাসের জনক : হেরোডোটাস
❖ সনেটের জনক : পের্ত্রাক
❖ বিজ্ঞানের জনক : থ্যালিস
❖ মেডিসিনের জনক : হিপোক্রটিস
❖ জ্যামিতির জনক : ইউক্লিড
❖ বীজ গণিতের জনক : আল খাওয়াজমী
❖ জীবাণু বিদ্যার জনক : লুইস পাস্তুর
❖ রাষ্ট্রবিজ্ঞানের জনক :এরিস্টটল
❖ অর্থনীতির জনক : এডাম স্মিথ
❖ অংকের জনক : আর্কিমিডিস
❖ বিবর্তনবাদ তত্ত্বের জনক : চার্লস ডারউইন
❖ সনেটের জনক : পের্ত্রাক
❖ ক্যালকুলাসের জনক : আইজ্যাক নিউটন
❖ বাংলা গদ্যের জনক : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
❖ বাংলা কবিতার জনক : মাইকেল মধুসুদন দত্ত
❖ বাংলা উপন্যাসের জনক : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
❖ ইংরেজী কবিতার জনক : জিউফ্রে চসার
❖ মনোবিজ্ঞানের জনক : উইলহেম উন্ড
❖ প্রাণী বিজ্ঞানের জনক : এরিস্টটল
❖ বাংলা মুক্তক ছন্দের জনক : কাজী নজরুল ইসলাম
❖ বাংলা চলচিত্রের জনক : হীরালাল সেন
❖ বাংলা গদ্য ছন্দের জনক : রবীন্দ্রনাথ ঠাকুর
❖ জীব বিজ্ঞানের জনক : এরিস্টটল
❖ ভূগোলের জনক : ইরাটস থেনিস
❖ ইংরেজি নাটকের জনক : শেক্সপিয়র
❖ সামাজিক বিবর্তনবাদের জনক: হার্বাট স্পেন্সর
❖ বংশগতি বিদ্যার জনক : গ্রেগোর জোহান মেনডেল
❖ শ্রেণীকরণ বিদ্যার জনক : ক্যারোলাস লিনিয়াস
❖ শরীর বিদ্যার জনক : উইলিয়াম হার্ভে
❖ বাংলা নাটকের জনক : দীনবন্ধু মিত্র
❖ বাংলা সনেটের জনক : মাইকেল মধুসুদন দত্ত
❖ আধুনিক রসায়নের জনক : জন ডাল্টন
❖ আধুনিক গণতন্ত্রের জনক : জন লক
❖ আধুনিক অর্থনীতির জনক : পল স্যমুয়েলসন

Fish

কোন শহর কোন নদীর তীরে অবস্থিত

> ঢাকা: বুড়িগঙ্গা নদীর তীরে।
> চট্টগ্রাম: কর্ণফুলী নদীর তীরে।
> কুমিল্লা: গোমতী নদীর তীরে।
> রাজশাহী: পদ্মা নদীর তীরে।
> কুষ্টিয়া : গড়াই নদীর তীরে।
> বাংলাবান্দা : মহানন্দা নদীর তীরে।
> বরিশাল: কীর্তন খোলা নদীর তীরে।
> খুলনা: ভৈরব ও রূপসা নদীর মিলনস্থলে।
> সিলেট: সুরমা নদীর তীরে।
> ভোলা: তেঁতুলিয়া ও বলেশ্বর নদীর তীরে।
> হবিগঞ্জ: খোয়াই নদীর তীরে।
> মৌলভীবাজার: মনু নদীর তীরে।
> জামালপুর: পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে।
> কিশোরগঞ্জ: পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে।
> শরীয়তপুর: পদ্মা নদীর তীরে।
> শিলাইদহ: পদ্মা নদীর তীরে।
> মহাস্থানগড়: করতোয়া নদীর তীরে।
> ছাতক: সুরমা নদীর তীরে।
> ময়মনসিংহ: পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে।
> দিনাজপুর: পুনর্ভবা নদীর তীরে।
> ফরিদপুর: আড়িয়াল খাঁ নদীর তীরে।
> মাদারীপুর: পদ্মা নদীর তীরে।
> যশোর: কপোতাক্ষ নদীর তীরে।
> টেকনাফ: নাফ নদীর তীরে।
> বগুড়া: করতোয়া নদীর তীরে।
> চন্দ্রঘোনা: কর্ণফুলী নদীর তীরে।
> ঝিনাইদহ: নবগঙ্গা নদীর তীরে।
> টঙ্গী: তুরাগ নদীর তীরে।
> গোপালগঞ্জ: মধুমতি নদীর তীরে।
> টুঙ্গীপাড়া: মধুমতি নদীর তীরে।
> ঘোড়াশাল: শীতলক্ষ্যা নদীর তীরে।
> সারদা: পদ্মা নদীর তীরে।
> ফেঞ্চুগঞ্জ: কুশিয়ারা নদীর তীরে।
> নলছিটি: সুগন্ধা নদীর তীরে।
> আশুগঞ্জ: মেঘনা নদীর তীরে।
> পটুয়াখালী: পায়রা নদীর তীরে।
> রাঙামাটি: কর্ণফুলী ও শংখ নদীর তীরে।
> নোয়াখালী: মেঘনা ও ডাকাতিয়া নদীর তীরে।
> সিরাজগঞ্জ: যমুনা নদীর তীরে।
> কাপ্তাই: কর্ণফুলী নদীর তীরে।
> গাজীপুর: তুরাগ নদীর তীরে।
> পাবনা: ইছামতি নদীর তীরে।
> মুন্সিগঞ্জ: ধলেশ্বরী নদীর তীরে।
> চাঁদপুর: মেঘনা নদীর তীরে।
> সুনামগঞ্জ: সুরমা নদীর তীরে।
> মংলা: পশুর নদীর তীরে।
> নারায়ণগঞ্জ: শীতলক্ষ্যা নদীর তীরে।
> আশুগঞ্জ: মেঘনা নদীর তীরে।
> ঝালকাঠি: বিশখালী নদীর তীরে।
> ঠাকুরগাঁও: টাঙ্গন নদীর তীরে।
> ভৈরব: মেঘনা নদীর তীরে।
> শেরপুর: কংশ নদীর তীরে।
> রংপুর: তিস্তা নদীর তীরে।
> টাঙ্গাইল: যমুনা নদীর তীরে।
> পঞ্চগড়: করতোয়া নদীর তীরে।
> কুড়িগ্রাম: ধরলা নদীর তীরে।
> কক্সবাজার: নাফ নদীর তীরে।
> ফেনী: ফেনী নদীর তীরে।
> লালবাগের কেল্লা: বুড়িগঙ্গা নদের তীরে।
> বরগুনা: বিশখালী ও হরিণঘাটা নদীর তীরে।
> পাকসী: পদ্মা নদীর তীরে।
> মাগুরা: কুমার ও গড়াই নদীর তীরে।
> ভেড়ামারা: পদ্মা নদীর তীরে।
> মেহেরপুর: ইছামতি নদীর তীরে।
> রাজবাড়ি: পদ্মা নদীর তীরে

Fish

১0 টি গুরুত্বপূর্ণ ইংরেজি বানান এবং মনে রাখার কৌশল

1. Lieutenant (লেফটেনেন্ট) ➫ সামরিক করুন্মী। ✎
Lie u ten ant ➫ মিথ্যা তুমি দশ পিপড়া।
2. Psychological (সাইকোলজিক্যাল) ➫ মনস্তাত্ত্বিক। ✎ Psy cholo gi cal ➫ পিসি চলো যাই কাল।
3. Assassination (এ্যাসএ্যাসিনেশন) ➫ গুপ্তহত্যা। ✎ Ass ass i nation -গাধার উপরে গাধা, তার উপরে আমি, আমার উপরে জাতি।
4. Questionnaire ➫ প্রশ্নমালা। ✎ Question nai re ➫
কোশ্চেন নাই রে।
5. Assessment ➫ করুন নির্ধারণ। ✎ Ass e ss
men t ➫ গাধায় ই ডাবল ss মানুষেতে নাই।
6. Hallucination ➫ অমুলক / অলীক কিছু দেখা বা তাতে
বিশ্বাস। ✎ Hall u ci nation-হলে তুমি! ছি জাতি।
7. Diarrhoea ➫ উদারাময়। ✎ Dia rr hoea ➫ ডায়াল করুনো ডাবল rr হোয়ে যাবে।
8. Bureaucracy ➫ আমলাতন্ত্র। ✎
Burea u cracy ➫ বুড়িয়া তুমি cracy.
9. Restaurant ➫ রেস্টুরেন্ট। ✎ Rest a u r ant ➫
বিশ্রাম এ তুমি আর পিপড়া।
10. Parallel ➫ সমান্তরাল। ✎ Par all
e l ➫ পার করুনো সকলকে ই।

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

১। স্টিফেন হকিং মারা যান কবে, কত বছর বয়সে?
# ১৪মার্চ, ২০১৮। (৭৬ বছর)
২। নেপালে বিদ্ধস্ত বিমানটি কোন মডেলের, বিমানের কোড নম্বর কত?
# US Bangla Airline, Model২১১
৩। ক্রিকেটে সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম কী?
# নেপাল
৪। সুখী দেশের তালিকায় বাংলাদেশ কততম?
# ১১৫তম
৫। দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্টের নাম কী?
# সিরিল রামাফোসা
৬। ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন?
# ১৮জন
৭। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
# সোমালিয়া
৮। আগামী কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায়?
# গোলকোষ্ট , অস্ট্রেলিয়া
৯। স্টিফেন হকিং কোন রোগে আক্রান্ত ছিলেন?
# Neurone
১০। বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম?
# সৈয়দ মাহমুদ হাসান, ২২ তম।
১১। শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?
# লেবুখালী, পটুয়াখালী
১২। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে হলেন?
# রাশিদ খান (আফগানিস্তান)
১৩। প্রথম কোন শহর শীতকালীন ও
গরমকালীন অলিম্পিক আয়োজন করবে?
# বেজিং
১৪। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প
কোন জিনিসকে ব্যান করলেন?
# bumb -stock devices
১৫। সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের
মিলিটারিতে নিয়োগের সম্মতি দিলো?
# সৌদি আরব
১৬। চতুর্থ প্রজন্মের (ফোর-জি)
টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে?
# ১৯ফেব্রুয়ারি (২০১৮)
১৭। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ?
# নিউজিল্যান্ড
১৮। অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
# সুসান কাইফেল
১৯। দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা
#২.৬ ডিগ্রী,পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
২০। বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়?
# ওষুধ
২১। বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কি?
# ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি দেশের ২৯তম আইজিপি।
২২। বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি?
# জ্যাকব টাওয়ার, এর উচ্চতা ২২৫ ফুট। এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত।
২৩। বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত?
# ফেনীর মহিপালে। এর মুল দৈর্ঘ্য ৬৯০ মিটার। উদ্বোধন করা হয় ৪ জানুয়ারি ২০১৮।
২৪। বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কি?
# South Sdanese Pound(SSP)।
২৫। বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত প্রচলিত মুদ্রার সংখ্যা কত?
# ১৮০টি ।
২৬। বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ, এটি চীনের তৈরি। তার নাম কি?
# AG600
২৭। 2022 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
#বেজিং, চীন
২৮। বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভায়
টেকনোক্র্যাট মন্ত্রী কতজন?
# ৪জন
২৯। মহাগ্রন্থ আল কুরআনের আদলে দেশের প্রথম কুরআন ভাস্কর্য কোথায় তৈরি করা হয়?
# কসবা,ব্রাহ্মণবাড়িয়া। ভাস্কর্যটির উচ্চতা ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট। ঢাবির কামরুল হাসান শিপন এটির ডিজাইন করেন।
৩০। SpaceX এর প্রতিষ্ঠাতার নাম কি?
# এলন মাস্ক
৩১। 2018 বিশ্ব ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?
# বিহার
৩২। বাংলাদেশে কোন তারিখে প্রথম মুদ্রার
প্রচলন হয়?
#১৯৭৩ সালে বাংলাদেশে সর্বপ্রথম ৫, ১০, ২৫ এবং ৫০ পয়সা মূল্যের ধাতব মুদ্রার প্রচলন করা হয়। ( কাগুজে নোট ৪ মার্চ ,১৯৭২)
৩৩। বাংলাদেশের Smart Card কোন দেশে তৈরি হয়?
#ফ্রান্স
৩৪। বিশ্বের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিলো?
#মিসরের আলেকজান্দ্রিয়াতে
৩৫। বর্তমান অর্থ সচিব কে?
#মোহাম্মদ মুসলিম চৌধুরী


Fish

সাধারণ জ্ঞান

ইন্টারনেটের জনক - ভিন্টন গ্রে কার্ফ ।
ই মেইলের জনক - র্যায়মন্ড স্যামুয়েল টমলিনসন।
মাইক্রোসফটের জনক - বিল গেটস।
www-এর জনক - টিম বার্নাস লি।
মোবাইল ফোনের জনক - মার্টিন কুপার।
গুগলের জনক - সার্জেই বিন।
ফেসবুকের জনক - মার্ক জুকারবার্গ।
টুইটারের জনক - জ্যাক ডোরসেই।
ই বুকের জনক - মাইকেল এস হার্ট।
সিডি এর জনক - নোরি ও ওগো।
কম্পিউটার মাউসের জনক - ডগলাস এঙ্গেলবার্ট।
আধুনিক ল্যাপটপের জনক - বাল মেগারিজ।
সার্চ ইঞ্জিনের জনক - এলান এমটাজ।
ডিজিটাল ক্যামেরার জনক - স্টিভেন জে সিসোন।
ATM-এর জনক - জন শেফার্ড ব্যারন।
উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা - জিমি ওয়েলস।

Fish

৩৮তম বিসিএস প্রিলি প্রস্তুতি

https://youtu.be/c8XVFeEGO-M
 ১। জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয়?
উত্তরঃ ১৫ নভেম্বর।
২। রেলের স্লিপার তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহৃত হয়?
উত্তরঃ গর্জন।
৩। ‘সাতছড়ি’ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ হবিগঞ্জ।
৪। ‘সাংলান’ কোন উপজাতি সম্প্রদায়ের ধর্মীয় উত্সব?
উত্তরঃ খিয়াং।
৫। বাংলাদেশ মূল্য সংযোজন আইন জাতীয় সংসদে কোন সালে পাশ হয়?
উত্তরঃ ৯ জুলাই, ১৯৯১।
৬। বর্তমানে বাংলাদেশে প্রতিবর্গ কিলোমিটারে কতজন লোপ বসবাস করে?
উত্তরঃ ১০৭৭ জন।
৭। বাংলাদেশের রপ্তানি আয়ে রেডিমেট গার্মেন্টস এর অংশ কত?
উত্তরঃ প্রায় ৮১ %।
৮। বাংলাদেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন হয় কবে?
উত্তরঃ ২৮ ডিসেম্বর, ২০১৬।
৯।বাংলাদেশে স্বাধীনতা দিবস পুরস্কার কবে থেকে প্রচলিত হয়?
উত্তরঃ ১৯৭৭ সাল থেকে।
১০। বিটিভি ওয়ার্ল্ড কবে থেকে সম্প্রচার শুরু করে?
উত্তরঃ ১১ এপ্রিল, ২০০৪।
১১। বাংলার কোন নগরী মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
উত্তরঃ সোনারগাঁও।
১২। ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার হয় কবে?
উত্তরঃ পানিপথের প্রথম যুদ্ধে।
১৩। মেজর মীর শওকত আলী কত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন?
উত্তরঃ ৫ নং।
১৪। খরিপ শস্য বলতে বোঝায় কী?
উত্তরঃ গ্রীষ্মকালীন ফসলকে।
১৫। ‘NIPORT’ কোথায় অবস্থিত?
উত্তরঃ আজিমপুর, ঢাকা।
১৬। PRSP-1 এর মেয়াদ কত?
উত্তরঃ জুলাই, ২০০৫ থেকে জুন ২০০৮।
১৭। সিকিমের পর্বত থেকে বাংলাদেশে কোন নদী পৌছেছে?
উত্তরঃ করতোয়া।
১৮। বাংলাদেশে ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?
উত্তরঃ ৩৪টি।
১৯। গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ, ২০০৮ কবে জারি করা হয়?
উত্তরঃ ১৯ আগস্ট, ২০০৮।
২০। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?
উত্তরঃ লস এঞ্জেলস।
২১। অধরা কণার অস্তিত্ব আবিষ্কারে নেতৃত্ব প্রদানকারী বাঙ্গালি বিজ্ঞানীর নাম কী?
উত্তরঃ এম জাহিদ হাসান।
২২। বাংলাদেশে আয়কর দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৩০ নভেম্বর।
২৩। পাখি ছাড়া ‘ময়না’ কিসের নাম?
উত্তরঃ উন্নত জাতের ধানের নাম।
২৪। বন্যপ্রাণীর অভয়ারণ্য ‘রেমা কেলেঙ্গা’ কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ হবিগঞ্জ।
২৫। বাংলাদেশের সবচেয়ে উঁচু জনবসতি কোথায়?
উত্তরঃ পাসিং পাড়া।
২৬। বাংলাদেশে ফর্মালিন নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয়?
উত্তরঃ ৫ এপ্রিল, ২০১৫।
২৭। বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে কোন দেশ থেকে?
উত্তরঃ ভারত।
২৮। বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে কোন ব্যাংক?
উত্তরঃ জনতা ব্যাংক।
২৯। ট্রেজারি বেইঞ্চ বলা হয়-
উত্তরঃ সংষদ কক্ষের সামনের দিকের আসনগুলোকে।
৩০। সর্বশেষ তত্ত্বাবধায়রক সরকার দায়িত্ব গ্রহণ করেন কবে?
উত্তরঃ ১১ জানুয়ারী, ২০০৭।
৩১। ১৯৫৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধু গোপালগঞ্জ আসনে কোন মুসলিম লীগ নেতাকে পরাজিত করে বিজয়ী হন?
উত্তরঃ ওয়াহিদুজ্জামান।
৩২। বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি?
উত্তরঃ এটিএন বাংলা।
৩৩। জাহানাবাদ সেনাবাস কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ খুলনা।
৩৪। বাংলাদেশ টেস্ট ক্রিকেটে প্রতম জয়লাভ করে কত তম টেস্টে?
উত্তরঃ ৩৫তম টেস্টে।
৩৫। If there is no opposition, there is no democracy. উক্তিটি করেছিলেন কে?
উত্তরঃ আইভর জেনিংস।
৩৬। যুক্তরাষ্ট্র নিউমেক্সিকোতে প্রথম আনবিক বোমার বিস্ফোরণ ঘটায় কবে?
উত্তরঃ ১৬ জুলাই, ১৯৪৫।
৩৭। কোন বীরশ্রষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে?
উত্তরঃ বীরশ্রষ্ঠ হামিদুর রহমান।
৩৮। সরকার ঘোষিত প্রথম মত্স্য অভয়াশ্রম কোথায়?
উত্তরঃ হাইল হাওড়।
৩৯। বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর নাম কী?
উত্তরঃ অপ্সরা।
৪০। বাংলাদেশে কতটি জেলায় উপজাতীদের বসবাস রয়েছে?
উত্তরঃ ১৪ টি জেলায়।
৪১। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ শাখা কোনটি ?
উত্তরঃ ময়মনসিংহ।
৪২। আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনাল কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২৫ মার্চ, ২০১০।
৪৩। দেশের কোন জেলাটিতে ‘ডিজিটাল জেলা’ হিসেবে প্রথম তথ্যপ্রযুক্তি
ভিত্তিক বিভিন্ন সেবা চালু হয়েছে?
উত্তরঃ যশোর।
৪৪। বাংলাদেশের প্রথম বেসরকারী বিমান সংস্থার নাম কী?
উত্তরঃ অ্যারো বেঙ্গল এয়ারলাইন্স।
৪৫। আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট কোথায়?
উত্তরঃ ঢাকার সেগুনবাগিচায়।
৪৬। বাংলাদেশ বিমানবাহিনীর পদবী কী?
উত্তরঃ চীফ অব এয়ার স্টাফ।
৪৭। ওয়ারী বাটেশ্বরের প্রত্নাবশেষ কোন সময়কার?
উত্তরঃ ৪০০ খ্রিষ্ট পূর্ব।
৪৮। মধুপুর বনকে কী ধরণের বন বলা হয়?
উত্তরঃ পত্রঝরা।
৪৯। ডি-ম্যাট কী?
উত্তরঃ শেয়ার লেনদেনের ইলেক্ট্রনিক প্রক্রিয়া।
৫০। অর্থমন্ত্রণালয়ের কোন বিভাগ অর্থনৈতিক সমীক্ষা প্রণয়নের দায়িত্ব পালন করে?
উত্তরঃ অর্থবিভাগ।
৫১। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৩ সালে।
৫২। বিখ্যাত ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালেদ মৃত্যুবরণ করেন কবে?
উত্তরঃ ২০ মে, ২০১৭।
৫৩। জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশ লাইঞ্জ উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ১৭ মার্চ, ২০১৫ সালে।
৫৪। প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৭৩ সালে।
৫৫। ‘শাক্যমুনি’ বৌদ্ধবিহার কোথায় অবস্থিত?
উত্তরঃ মিরপুর, ঢাকা।
৫৬। বর্তমানে বাংলাদেশে ঘোষিত স্থলবন্দর কতটি?
উত্তরঃ ২৩ টি।
৫৭। ভাষা মতিন নামে খ্যাত ভাষা সৈনিক আব্দুল মতিন মৃত্যুবরণ করেন কবে?
উত্তরঃ ৮ অক্টোবর, ২০১৪।
৫৮। অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস কোনটি?
উত্তরঃ জানুয়ারি।
৫৯। কোন কমিশনের রিপোর্টে বাংলাদেশের জমিদারী প্রথা বিলোপের সুপারিশ করা হয়?
উত্তরঃ ফ্লাউড কমিশন।
৬০। অর্থনৈতিক সমীক্ষা- ২০১৭ অনুসারে বাংলাদেশে স্থূল জন্মহার (প্রতি হাজারে) কত?
উত্তরঃ ১৮.৮ জন।
৬১। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট স্থাপিত হয় কবে?
উত্তরঃ ১৯৯৭ সালে।
৬২। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কবে গঠিত হয়?
উত্তরঃ ১৯৭২ সালে।
৬৩। বাংলাদেশ কবে এসক্যাপের সদস্যপদ লাভ করে?
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭৩ সালে।
৬৪। প্রথম বাংলাদেশী হিসেবে কে সেভেন সামিট জয় করেন?
উত্তরঃ ওয়াসফিয়া নাজরীন।
৬৫। বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণ করেন কোন সংস্থাটি?
উত্তরঃ বিডিএফ।
৬৬। জাতীয় সংসদে বেসরকারি দিবস কি বার?
উত্তরঃ বৃহস্পতিবার।
৬৭। জাতীয় সংসদের প্রতীক কী?
উত্তরঃ শাপলা।
৬৮। সাংবাদিকতায়- ২০১৭ সালে একুশে পদক লাভ করেন কে?
উত্তরঃ আবুল মোমেন ও স্বদেশ রায়।
৬৯। বাংলাদেশ কর্তৃক মহাশুন্যে যে স্যাটেলাইট প্রেরণের সিদ্ধান্ত নেয়
হয়েছে তার নাম কী?
উত্তরঃ বঙ্গবন্ধু- ১।
৭০। চুনাপাথর পরিবর্তন হয়ে কী হয় ?
উত্তরঃ মার্বেল।
৭১। বাংলাদেশে প্রথম কত সালে গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়?
উত্তরঃ ১৯৫৫ সালে।
৭২। দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ শামসুদ্দিন ইলতুতমিশ
৭৩। ভারত বিভক্তির সময় ইংল্যাণ্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ এটলি।
৭৪। বাংলাদেশের কোন হাওড়টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত?
উত্তরঃ ট্যাঙ্গুয়ার হাওড়।
৭৫। আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার -২০১৬ নির্বাচিত হন কে?
উত্তরঃ মোস্তাফিজুর রহমান।
৭৬। ট্রাইবাল কালচারাল একাডেমী কোথায় অবস্থিত?
উত্তরঃ নেত্রকোণা।
৭৭। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সাপটা চুক্তি অনুমোদন করে কবে?
উত্তরঃ ডিসেম্বর, ১৯৯৫।
৭৮। বাংলাদেশে গৃহীত একমাত্র দ্বিবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত?
উত্তরঃ ১৯৭৮-১৯৮০।
৭৯। গণপরিষদ আদেশ জারি হয় কবে?
উত্তরঃ ২৩ মার্চ, ১৯৭২।
৮০। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য কোনটি?
উত্তরঃ জাগ্রত চৌরঙ্গী।
৮১। খাসিয়া উপজাতিদের পরিবার-
উত্তরঃ মাতৃতান্ত্রিক।
৮২। বাংলাদেশে জিডিপির খাত কতটি?
উত্তরঃ ১৫ টি।
৮৩। বাংলাদেশের একমাত্র তাত প্রশিক্ষণ ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ নরসিংদী।
৮৪। বাংলাদেশে ‘বিশেষ ক্ষমতা আইন’ কত সালে পাশ হয়?
উত্তরঃ ১৯৭৪ সালে।
৮৫। ঢাকা সিটি কর্পোরেশন কবে দুই ভাগে বিভক্ত করা হয়?
উত্তরঃ ২৯ নভেম্বর, ২০১১।
৮৬। বাংলাদেশে কোন বিভাগে কোন উপজাতি নাই ?
উত্তরঃ খুলনা।
৮৭। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে?
উত্তরঃ লর্ড ওয়েলেসলি।
৮৮। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একজন বিখ্যাত বাঙ্গালি দার্শনিক শহীদ
হয়েছেন, তার নাম কী?
উত্তরঃ জি সি দেব।
৮৯। বাংলাদেশে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয় কবে?
উত্তরঃ ১৯৮৫ সালে।
৯০। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে কতটিতে রাষ্ট্রীয় বনভূমি নাই?
উত্তরঃ ২৮টিতে।
৯১। সর্বশেষ ‘বাঘ গণনা জরিপ-২০১৫’ অনুসারে বাংলাদেশে বাঘের সংখ্যা কত?
উত্তরঃ ১০৬টি।
৯২। অর্থনৈতিক সমীক্ষা – ২০১৭ অনুসারে মাথাপিছু জিডিপি কত?
উত্তরঃ ১২০৯১৩ টাকা।
৯৩। প্রাইভেটাইজেশন বোর্ড কবে গঠিত হয় ?
উত্তরঃ ১৯৯৩ সালে।
৯৪। বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় কবে?
উত্তরঃ ১৯৭৪ সালে।
৯৫। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৯২ সালে।
৯৬। পঞ্চম আদমশুমারীর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার
বেশি কোন বিভাগে?
উত্তরঃ সিলেট।
৯৭। বাংলাদেশের ইপিজেডগুলোতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশ?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া।
৯৮। উপমহাদেশে প্রথম বাজেট ঘোষণা করা হয় কত সালে?
উত্তরঃ ১৮৬১ সালে।
৯৯। ২০১৬-১৭ অর্থবছরে যুক্তরাষ্ট্রের পর কোন দেশে রপ্তানি বেশী হয়?
উত্তরঃ জার্মানি।
১০০। গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম চালু করে কোন দেশ?
উত্তরঃ মালয়েশিয়া।
১০১। পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন-২০১৪ পাশ হয় কত তারিখে?
উত্তরঃ ২৩ নভেম্বর।
১০২। বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো নিয়োগ
পাওয়া নারী উপাচার্য কে?
উত্তরঃ অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
১০৩। ‘বীরের প্রত্যাবর্তন ভাস্কর্যটির ভাস্কর কে?
উত্তরঃ সুদীপ্ত রায়।
১০৪। ফিলিপাইনের মুদ্রার নাম কী?
উত্তরঃ পেসো।
১০৫। বিশ্ব শুল্ক সংস্থা (WCO) এর বর্তমান সদস্য কত?
উত্তরঃ ১৮২টি।
১০৬। সম্প্রতি বিজ্ঞানীরা কবে মহাকর্ষীয় তরঙ্গ শনাক্তের যুগান্তকারী ঘোষণা দেন?
উত্তরঃ ১১ ফেব্রুয়ারি, ২০১৬ খ্রিষ্টাব্দে।
১০৭। শহীদ শামসুজ্জোহা ছিলেন একজন-
উত্তরঃ শিক্ষক।
১০৮। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কোন দেশগুলো বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
উত্তরঃ কুয়েত।
১০৯। পঞ্চম আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী খ্রিষ্টান জনসংখ্যার
শতকরা হার কত?
উত্তরঃ ০.৩%।
১১০। ত্রিপুরা উপজাতিদের ভাষার নাম কি?
উত্তরঃ কক বরক।
১১১। বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি শুরু করে কত সালে?
উত্তরঃ ১৯৭৮ সালে।
১১২। বাংলাদেশ উন্নয়ন ফোরামের নিয়মিত বৈঠক পূর্বে কোথায় হত?
উত্তরঃ ফ্রান্স।
১১৩। বাংলাদেশ ব্যাংকের পূর্বনাম কি?
উত্তরঃ এস্টেট ব্যাংক অফ পাকিস্তান।
১১৪। ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস কত?
উত্তরঃ ৩২৯/৬
১১৫। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে সুপ্রীম কোর্টের আসন সম্পর্কে বলা হয়েছে?
উত্তরঃ ১০০ নং অনুচ্ছেদে।
১১৬। ২১ মার্চ, ২০১৫ বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে যুক্ত হয়—
উত্তরঃ নিউমোনিয়া টিকা।
১১৭। 'লাউয়া ছড়া' জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মৌলভীবাজার।
১১৮। বর্তমানে বাংলাদেশে মহিলা (১৫-৪৯ বছর) প্রতি উর্বরতা হার কত?
উত্তরঃ ২.১০
১১৯। বিশ্বের মেগাসিটির তালিকায় বাংলাদেশ প্রথম অন্তর্ভূক্ত হয় কবে?
উত্তরঃ ১৯৮০ সালে।
১২০। রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা শুরু হয় কবে?
উত্তরঃ সত্তরের দশকের শেষে এবং আশির দশকের শুরুতে।
১২১। বাংলাদেশের পোশাক শিল্প কোটামুক্ত বিশ্ব বাজারে প্রবেশ করে কবে?
উত্তরঃ ২০০৫ সালে।
১২২। বাংলাদেশ কৃষি ব্যাংকের যাত্রা শুরু হয় কবে?
উ্ত্তরঃ ১৯৭৩ সালে।
১২৩। বাংলাদেশে উপ-রাষ্ট্রীয় পদ বিলুপ্ত করা হয় কোন সংশোধনী দ্বারা?
উত্তরঃ দ্বাদশ সংশোধনী।
১২৪। ‘প্রশাসনিক ও সেবা কাঠামো পুনর্গঠন কমিটি’ গঠিত হয় –
উত্তরঃ ১৯৭২ সালে।
১২৫। 'ক্যাকটাস ভাস্কর্য 'কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়।
১২৬। পঞ্চম আদমশুমারী অনুযায়ী সর্বাধিক ঘনবসতিপূর্ণ জেলা ঢাকায় প্রতি
বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে?
উত্তরঃ ৮২২৯ জন।
১২৭। ময়মনসিংহের গারো পাহাড়ের অধিবাসী গারো উপজাতি গোষ্ঠির প্রকৃত নাম কি?
উত্তরঃ মান্দি।
১২৮। বাংলদেশ পরিকল্পনা কমিশন কোথায় অবস্থিত?
উত্তরঃ আগারগাঁও, ঢাকা।
১২৯। ‘বঙ্গবন্ধু স্মৃতিভবন’ কোথায় অবস্থিত?
উত্তরঃ কলকাতা।
১৩০। দেশের প্রথম কয়লা শোধনাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।
১৩১। ঢাকা Detailed Area Plan (DAP) এর আয়তন কত?
উত্তরঃ ১৫২৮ কিলোমিটার।
১৩২। বাংলাদেশে সর্বপ্রথম রেললাইন প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৮৬২ সালে।
১৩৩। বাংলাদেশ বেতারের সদর দপ্তর ঢাকার কোথায় অবস্থিত?
উত্তরঃ শাহবাগ।
১৩৪। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে?
উত্তরঃ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
১৩৫। রাজা দেবী সিংহের অত্যাচারমূলক রাজনীতির প্রতিবাদে ‘রংপুর বিদ্রোহ’
কত সালে সংগঠিত হয়?
উত্তরঃ ১৭৮৩ সালে।
১৩৬। পরিব্রাজক ফা হিয়েন কার শাসনামলে বাংলায় আসেন?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
১৩৭। বাংলাদেশে জাতীয় বৃক্ষরোপণ অভিযান শুরু হয় কবে?
উত্তরঃ ১৯৭২ সালে।
১৩৮। বাংলাদেশ চিকনগুনিয়া প্রথম শনাক্ত করা হয় কত সালে?
উত্তরঃ ২০০৮ সালে।
১৩৯। পঞ্চম আদমশুমারির রিপোর্ট অনুযায়ী কোন জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার
সবচেয়ে কম?
উত্তরঃ বাগেরহাট।
১৪০। বাংলাদেশে কত শতাংশ জনগন ভূমিহীন?
উত্তরঃ ৩৫.৪ শতাংশ।
১৪১। বাংলাদেশে বসবাসকারী বৈষ্ণব ধর্মে বিশ্বাসী উপজাতি হচ্ছে –
উত্তরঃ মণিপুরী।
১৪২। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোন সংস্থার সহায়তায় দারিদ্র্য
মানচিত্র তৈরী করেছে?
উত্তরঃ World Bank & WFP.
১৪৩। বাংলাদেশের একমাত্র রেয়ন মিলটি কোথায় অবস্থিত?
উত্তরঃ রাঙ্গামাটিরা চন্দ্রঘোনায়।
১৪৪। বাংলাদেশের প্রথম বিরাষ্ট্রীয়করণকৃত ব্যাংক কোনটি ?
উত্তরঃ উত্তরা ব্যাংক।
১৪৫। বাংলাদেশ কোন সালে নিজ দেশে সমুদ্রসীমা সংক্রান্ত আইন প্রণয়ন করেছে?
উত্তরঃ ১৯৭৪ সালে।
১৪৬। ‘ডেমোক্র্যাসি ওয়াচ’ কি ধরণের সংগঠন?
উত্তরঃ নির্বাচন পর্যবেক্ষন সংস্থা।
১৪৭। বাংলাদেশের সর্বশেষ (তৃতীয়) গণভোট অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৫ সেপ্টেম্বর, ১৯৯১ সালে।
১৪৮। বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে কবে?
উত্তরঃ ১ জানুয়ারি, ১৯৭৬ সালে।
১৪৯। ‘প্রদোষে প্রাকৃতজন’ বইটির লেখক কে?
উত্তরঃ শতকত আলী।
Fish

বিভিন্ন সংস্থার সদর দপ্তর

১। UNDP এর সদর দপ্তর= নিউইয়র্ক
২। জাতিসংঘের সদর দপ্তর= নিউইয়র্ক
৩। CIA এর সদর দপ্তর= ভার্জিনিয়া
৪। OIC এর সদর দফতর= জেদ্দা
৫। IRRI-এর সদর দপ্তর= ফিলিপাইন (লস ব্যানোস)
৬। সার্কের সদর দপ্তর=নেপাল (কাঠমুন্ডু)
৭। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর= ব্রাসেলস
৮। NATO এর সদর দপ্তর= ব্রাসেলস
৯। ‘UNESCO’ এর সদর দপ্তর= প্যারিসে
১০। WIPO এর সদর দপ্তর=জেনেভা
১১। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে র সদর দপ্তর= বার্লিন,জার্মানি।
১২। আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর= জেনেভা।
১৩। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর=ম্যানিলা
১৪। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর= জেদ্দা
১৫। World Bank এর সদর দপ্তর=ওয়াশিংটন
১৬। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর= হেগ
১৭। IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি
১৮। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়- হোয়াইট হল
১৯। PLO এর সদর দপ্তর= রামাল্লা, ফিলিস্তিন
২০। IAEA এর সদর দপ্তর= ভিয়েনা
২১। WHO এর সদর দপ্তর= জেনেভা
২২। FAO এর সদর দপ্তর= রোম
২৩। BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা
২৪। ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর= ঢাকা
২৫। NAM এর সদর দপ্তর= সদর দপ্তরবিহীন
২৬। G-8 এর সদর দপ্তর= সদর দপ্তরবিহীন
২৭। UNIDO এর সদর দপ্তর= ভিয়েনা
২৮। ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর= হেগ
২৯। OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) এর সদর দপ্তর= হেগ
৩০। OPEC এর সদর দপ্তর= ভিয়েনা
৩১। WTO এর সদর দপ্তর= জেনেভা।
৩২। WLO এর সদর দপ্তর= জেনেভা
৩৩। ILO-এর সদর দফতর= জেনেভা।
৩৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর= নিউইয়র্ক
৩৫। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর= রোম
৩৬। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর= লন্ডন
৩৭। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর= লিও
৩৮। IDA ( Int’l Development Association) এর
সদর দপ্তর=ওয়াশিংটন ডিসি
৩৯। UNICEF এর সদর দপ্তর= নিউইয়র্কে
৪০। UNCTD এর সদর দপ্তর= জেনেভা
৪১। ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর= জেনেভা
৪২। AFP এর সদর দপ্তর= প্যারিস, ফ্রান্স।
৪৩। AP এর সদর দফতর= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৪৪। রয়টার্সের সদর দপ্তর= লন্ডন, ব্রিটেন।
৪৫। CNN (Cable News Network) এর সদর দফতর= আটলান্টা, জর্জিয়া(যুক্তরাষ্ট্র)
৪৬। কমনওয়েলথ এর সদর দফতর=লন্ডন
৪৭। D-8 (Developing 8) এর সদর দফতর= ইস্তাম্বুল, তুরস্ক
৪৮।UNU (United Nation University)= টোকিও, জাপান।
৪৯। ফিফার (FIFA) সদর দপ্তর= জুরিখ, সুইজারল্যান্ড
৫০। আইসিসি এর সদর দপ্তর=দুবাই, (ইউনাইটেড আরব আমিরাত)

Fish

পদ্মা সেতু সম্পর্কে নানা তথ্য


১. প্রশ্ন : পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কিলোমিটার।
২. প্রশ্ন : পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর : পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
৩. প্রশ্ন : পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর : ৭২ ফুটের চার লেনের সড়ক।
৪. প্রশ্ন : পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোথায়?
উত্তর : নিচ তলায়।
৫. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৬. প্রশ্ন : পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর : দুই প্রান্তে ১৪ কিলোমিটার।
৭. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন হয়েছে কত কিলোমিটার?
উত্তর : দুই পাড়ে ১২ কিলোমিটর।
৮. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর : মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা।
৯. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর : ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর : প্রায় ৪ হাজার।
১১. প্রশ্ন : পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর : ৮১টি।
১২. প্রশ্ন : পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর : ৬০ ফুট।
১৩. প্রশ্ন : পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর : ৩৮৩ ফুট।
১৪. প্রশ্ন : প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর : ৬টি।
১৫. প্রশ্ন : পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর : ২৬৪টি।
১৬. প্রশ্ন : পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?
উত্তর : ২০১৮ সালের ডিসেম্বরে।
১৭. প্রশ্ন : পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
১৮. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত হবে।
১৯. প্রশ্ন : পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর : ৪২টি।
২০. প্রশ্ন : পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না মেজর ব্রীজ ইন্জিনিয়ারিং কোম্পা
Fish

বাংলাদেশ পরিচিতি (সংক্ষেপে)


1.রাজধানী -- ঢাকা
2.বিভাগ --- 8 টি
3.মেট্রোপলিটন-- 7 টি
4.জেলা -- 64 টি
5.উপজেলা--- 487 টি
6.পুলিশ থানা--- 635 টি
7.নৌ থানা --- 4 টি
8.রেলওয়ে থানা -- 21 টি
9.ইউনিয়ন -- 4,562 টি
10.গ্রাম --- 87,191 টি
11.মহল্লা -- 6,016 টি
12.মৌজা -- 59,990 টি
13.মুদ্রা --- টাকা
14.সিটি কপোরেশন-- 11 টি
15.পৌরসভা -- 317 টি
16.মাতৃভাষা --- বাংলা
17.দূতাবাস -- 48 টি
18.রেলস্টেশন -- 505 টি
19.ডাকঘর--- 9,886 টি
20.পর্যটনকাল-- অক্টোবর থেকে মার্চ
21.শিক্ষা বোর্ড -- 10 টি
22.সীমানা দৈর্ঘ্য-- 4,68,480 কি.মি.

Fish

ঝগড়া করো ইংরেজীতে


❖ You scoundrel - তুমি বদমাশ,
❖ You hippocrates - তুমি ভন্ড
❖ What a big devil! - কত বড় শয়তান রে বাবা !
❖ I will slap off your teeth - থাপ্পর দিয়ে দাত ফেলে দেব
❖ I will make you flat by beating - তোমাকে পিটিয়ে সোজা করে দেব
❖ Keep your voice down - গলা নামিয়ে কথা বলো
❖ Keep your eyes down - চোখ নামিয়ে কথা বলো
❖ Don't show your temper to me- আমার দিকে চোখ পাকিয়ো না
❖ I will dip you into dirty water - তোমাকে পচা পানিতে চুবিয়ে দেব
❖ I will teach you a good lesson - তোমাকে উচিত শিক্ষা দিবো।
❖ I will kick you out from here - তোমাকে লাথি দিয়ে বের করে দেব এখান থেকে
❖ I will see you my foot - তোমাকে দেখে নেব
❖ Keep your finger down - আঙ্গুল নামিয়ে কথা বলো
❖ Mind your language - ভাষা সংযত করো
❖ Hold your tongue - মুখ সামলে কথা বলো
❖ Don't grow so far - বেশি বার বেড়ো না।
❖ Do you think that I am a fool?- তুমি কি মনে কর আমি একটা বোকা?
❖ Don't cross your limit - সীমা ছাড়িয়ে যেওনা
❖ Have you gone mad?- তুমি কি পাগল হয়ে গেছ?
❖ You won’t get away more- তুমি আর পার পাবে না

Fish

বঙ্গবন্ধুকে নিয়ে ৪০ টি প্রশ্ন


১). ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২). বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
৩). বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক
বিদ্যালয়ে।
৪). বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত
সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২ সালে।
৫). বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার
হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
৬). বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন
কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম
ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
৭). বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর
সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
৮). বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
৯). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র
ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
১০). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন
বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে
সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।
১১). বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে কত
তারিখে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে
স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে
তাঁকে কারভোগ করতে হয়।
১২). ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম
লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
১৩). ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার
দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
১৪). যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
১৫). বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
১৬). ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল
গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
১৭). বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
১৮). আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত
হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
১৯). বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা
ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
২০). কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
২১). ছয়দফার প্রথম দফা কি ছিল?
উত্তর: স্বায়ত্বশাসন
২২). ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত
কোনটি?
উত্তর: ছয় দফা।
২৩). আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু
কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
২৪). আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা
হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
২৫). শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা
হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
২৬). শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
২৭). কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
২৮). বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন
কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
২৯). বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন
সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরিচিতি।
৩০). বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের
সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
৩১). বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৬ মার্চে
বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই
পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
৩২). ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের
বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।
৩৩). বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান
কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
৩৪). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ
প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।
৩৫). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব
গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
৩৬). বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ
পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত
তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৩ সেপ্টেম্বর।
৩৭). বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
৩৮). বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
৩৯). বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ
কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
৪০). বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
 Fish

জাতীয় সংসদ বিষয়ক সাধারণ জ্ঞান