Thursday, November 29, 2018

সাম্প্রতিক ঝড়ের নাম ও অর্থ

১. সিডর - চোখ, সিংহলী ভাষার শব্দ।
২. রেশমি - কোমল
৩. খাইরুন - উত্তম, আরবি ভাষার শব্দ।
৪. নিসা - নারী, আরবি ভাষার শব্দ
৫. নার্গিস - ফুল, উর্দু ভাষার শব্দ।
৬. বিজলী - দূতি, বিদ্যুৎ।
৭. আইলা - ডলফিন বা শুশুক জাতীয় প্রাণী, মালদ্বীপের
দিবেহী ভাষার শব্দ।
৮. ওয়ার্ড - ফুল, আরবি ও ওমানীয় ভাষা।
৯. মহাসেন - সৌন্দর্য, সিংহলী ভাষার শব্দ।
১০. হুদহুদ - এক ধরণের পাখি, ওমান ভাষার শব্দ।
১১. কোমেন - বিস্ফোরক বা বিস্ফোরণ ঘটায় এমন, এর
আরেকটি অর্থ - মূল্যবান পাথর, থাইল্যান্ড ভাষার শব্দ।
১২. রোয়ানু - কয়ার রোপ। বাংলায় নারকেলের ছোবড়ার আঁশের দড়ি। মালদ্বীপের ভাষার শব্দ।
১৩. নাদা - দ্রমূর্তির নারী, ভয়ংকর ও হিংস্রতা,ওমান
ভাষার শব্দ।
১৪. মোরা - মূল্যবান প্রস্তর বিশেষ, Star of the Sea,
থাইল্যান্ডের প্রস্তাবিত নাম। থাই ভাষার শব্দ।
Previous Post
Next Post
Related Posts

0 মন্তব্য(গুলি):