Thursday, November 29, 2018

সাধারণ জ্ঞান

১। কোন দেশ কখনো উপনিবেশ হয়নি?
উত্তর: থাইল্যান্ড
২। মৃতের সৎকারের জন্য চিলঘর ব্যবহার করে কোন ধর্মাবলম্বীরা?
উত্তর: ঘ. জোরোস্ট্রীয়
৩। সর্বপ্রথম মহাশূন্যে যাত্রা করেন কোন নারী?
উত্তর: ক. ভ্যালেনটিনা তেরেশকোভা
৪। ‘I have a dream’-এ উক্তিটি কার?
উত্তর: গ. মার্টিন লুথার কিং
৫। ক্যানেরেয়ার অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কী?
উত্তর: ক. দি লজ।
৬। ইবোলা ভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তর: খ. লাইবেরিয়া
৭। আবু গরিব হচ্ছে
উত্তর: ঘ. একটি জেলখানা
৮। সাম্প্রতিকতম বিশ্বে বাসযোগ্যতা সূচক অনুযায়ী সবচেয়ে বাসযোগ্য শহর হচ্ছে
উত্তর: মেলবোর্ন ।
৯। GIS-এর অর্থ কী?
উত্তর: খ. জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ।
১০। ‘Man is born free and everywhere he is in chains’-
উক্তিটি কার?
উত্তর: গ. জ্যাঁ-জাক রুশো
১১। পৃথিবীর সর্ববৃহৎ হ্রদ কোনটি?
উত্তর: ঘ. ক্যাস্পিয়ান সাগর
১২। হাজার হ্রদের দেশ হচ্ছে-
উত্তর: ফিনল্যান্ড
১৩। ২০১৪ ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কে?
উত্তর: খ. জেমস রডরিগুয়েজ
১৪। গাজায় হামলার প্রতিবাদে ব্রিটিশ মন্ত্রীসভা থেকে পদত্যাগকারী মুসলিম
বংশোদ্ভূত নারী হচ্ছেন-
উত্তর: ঘ. সাইয়িদা ওয়ারসি
১৫। চে গুয়েভারার জন্ম কোন দেশে?
উত্তর: খ. আর্জেন্টিনা ।
১৬। কোন দেশ প্রথম জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ করে?
উত্তর: ঘ. ভুটান
১৭। কোন দেশে বাংলা দ্বিতীয় জাতীয় ভাষা?
উত্তর: সিয়েরা লিওন
১৮। সম্রাট আকবরের সমাধি কোথায়?
উত্তর: সেকান্দ্রা
১৯। কোন দেশ ব্রিকস গ্রুপের আন্তর্ভূক্ত নয়?
উত্তর: খ. ব্রিটেন
২০। World Wide Web এর প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?
উত্তর: খ. টিম বার্নার্স-লি
Previous Post
Next Post
Related Posts

0 মন্তব্য(গুলি):