Saturday, December 1, 2018

৩৭ তম বিসিএস প্রিলি প্রস্তুতি

১। বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের স্থানঃ নাটোরের লালপুর ।
২। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থানঃ সিলেটের লালখান ।
৩। বাংলাদেশের শীতলতম স্থানঃ সিলেটের শ্রীমঙ্গল ।
৪। বাংলাদেশের উষ্ণতম জেলাঃ রাজশাহী ।
৫। বাংলাদেশের শীতলতম জেলাঃ সিলেট ।
৬। বাংলাদেশের উষ্ণতম স্থানঃ নাটরের লালপুর ।
৭। বাংলাদেশের শীতলতম মাসঃ জনুয়ারি ।
৮। বাংলাদেশের উষ্ণতম মাসঃ এপ্রিল ।
৯। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রাঃ ২৬.০১ ডিগ্রি সেঃ ।
১০। গ্রীস্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রাঃ ২৮ ডিগ্রি সেঃ।
অসম্ভব সুন্দর মাছ কাটা দেখতে ক্লিক করুন এখানে
১১। বর্ষাকালে বাংলাদেশের গড় তাপমাত্রাঃ ২৭ ডিগ্রি সেঃ ।
১২। শীতকালে বাংলাদেশের গড় তাপমাত্রাঃ ১৭.৭ ডিগ্রি সেঃ ।
১৩। বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত ।
১৪। বাংলাদেশের মোট বৃষ্টিপাতে এক পঞ্চমাংশ গ্রীস্মকালে হয় ।
১৫। বাংলাদেশের মোট বৃষ্টিপাতের পাঁচভাগের প্রায় চারভাগ বর্ষাকালে হয় ।
১৬। বাংলাদেশে মোট ঋতু ৬ টি। যথাঃ গ্রীস্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত।
১৭। বাংলাদেশের সতন্ত্র ঋতু বর্ষাকাল ।
১৮।আসাদ গেট ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এর স্মৃতি রক্ষার্থে নির্মিত ।
১৯।স্টেট ডুমা রাশিয়ার আইন সভা।
২০।গ্রেট মস্ক অব জেনি’ এশিয়া মহাদেশে অবস্থিত।
২১।বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপঃ কুতুবদিয়া।
২২। ‘রূপসী বাংলাদেশ’ ঘোষণা দেয়া হয়েছেঃ সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।
২৩।‘আজাদ প্রাসাদ’ অবস্থিতঃ দ পর্তুগালের লিসবনে।
২৪।জিরো লাইনঃ সীমান্তবর্তী দুটি দেশের মধ্যে যে লাইন এর দ্বারা সীমানা নির্ধারণ করা হয় সে লাইন কে জিরো লাইন বলে ।
২৫।গুমদুম সীমান্তবর্তী এলাকাঃ গুমদুম সীমান্ত বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবস্থিত। এটি আবার কক্সবাজারের উখিয়া দিয়েও যাতায়াত করা যায়।
২৬।প্রফেসর জামাল নজরুলঃ বাংলাদেশের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও জ্যোতির্বিদ, অধ্যাপক জামাল নজরুল ইসলাম ১৬ মার্চ, ২০১৩ ইন্তেকাল করেন।
তার লেখা উল্লেখ যোগ্য বই গুলো হচ্ছে :
1. Classical General Relativity: Proceedings of the Conference on Classical (Non-Quantum) General Relativity (1983)
2. The Ultimate Fate of the Universe (1983)
3. Rotating Fields in General Relativity (1985)
4. An Introduction to Mathematical Cosmology (1992)
২৭।এভারেস্ট বিজয়ী সর্বশেষ জীবিত সদস্য মারা যানঃ জর্জ লরি। ৮৯ বছর বয়সে মারা জান, মৃত্যু ২০/০৩/২০১৩ । দেশ – New Zealand.
২৮।পুলিশের মুক্তিযুদ্ধ যাদুঘরঃ বিজয়ের ৪১ বছর পর পুলিশ বাহিনীর বীরত্বের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি পুলিশ বাহিনীর মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর’ স্থাপনের উদ্যোগ নেন পুলিশ কর্মকর্তারা। বর্তমানে রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের একটি কক্ষে এর কার্যক্রম চলছে।
২৯।SME Tusk Force: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে একসাথে কাজ করার জন্য বাংলাদেশ ও ভারত এর ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি Tusk Force গঠনের বিষয়ে আলোচনা হয় যেটি SME Tusk Force নামে পরিচিত।
Previous Post
Next Post
Related Posts

0 মন্তব্য(গুলি):